জানিনা এই খেলা, জীবনের খেলা, বহুরূপী ময়দানের, এখানে হাজার হাজার মায়াবী তাসের ঘরে ঊকিঁ মারার জন্য মানুষে -মানুষে আহারে জয়ের নেশায়, পাড়ির নেশায় দিশেহারা, কেউ কারও দিকে তাকানোর বিন্দুমাত্র সময়টুকু যেন মৃত, টিকে থাকার ট্রেনটিতে সবার যেমন উঠা চাই তেমনি আয়েশী কামড়ার জানালার পাশে বসা চাই - (চাকচিক্যময় মধুর খেয়ায় ভাসমান অহমিকায় জীবন) কিন্তু জীবন সময়কে আচমকা স্তব্ধ করে দিতে পারে, রাখিনি পিছনের হালনাগাদগুলো, ভুল -খুনিরা ক্লোজড করে দিচ্ছে হিসাব কষা ছাড়াই কিছু সপ্নের, জানিনা, দেখি -খুজে পাইনি সেই অচিন গনিতের খেলা।
চেনামানুষগুলো এই ক্ষনিকের পলকে অচেনা হয়ে গিয়েছিল, যে পথে আমাদের অগনিত পদচিহ্ন সে পথে আজ আমার পদচিহ্ন মুছে গেছে, তুমি আমৃত্যু সখার খোঁজ পেয়ে গেছ, দক্ষিনের হাওয়ায় যখন তোমার ঈষৎ গোলাপী ঠোঁটে টের পেয়ে যাও পৃথিবীর সকল -সুখের আগমনের আর অতীতের অন্ধকারের, পরীদল মৃদু -ঝংকারে নিকষ কালো আধারের খেলায় নেমে পড়ে একদা এক রাণীর মহলে, আমি চেয়ে থাকি মুগ্ধ নয়নে, লিখতে থাকি চিত্রনাট্য এই দিদৃক্ষার মরুবুকে -হয় যদি অবসান কিছু খেলার, পেয়ে যাই খোঁজ চেনা পথ এবং মানুষের।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন
আমি চেয়ে থাকি মুগ্ধ নয়নে, লিখতে থাকি চিত্রনাট্য এই দিদৃক্ষার মরুবুকে -হয় যদি অবসান কিছু খেলার, পেয়ে যাই খোঁজ চেনা পথ এবং মানুষের।ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।