এই শহরে থেকেও আমার গ্রামকে মনে পড়ে, হৃদয় মাঝে গ্রামকে আমি সাজাই থরে থরে। ঝিলের জলে শাপলা শালুক খলশে পুঁটির ঝাঁক সাঁঝ-সকালে পাখ-পাখালির কিচির মিচির ডাক। মাঠে মাঠে সেই কিষানের ফসল কাটার গান, ভবন চিলের দেখলে ডানা মন করে আনচান। চিলতে ঘুঘুর আকুল করা গান শুনি দুই কানে, বাঁশের ঝাড়ে দোয়েল নাচে, ফিঙে নাচে ধানে। গাছ তলাতে ফুল বিছানা, হিজল বকুল ফুল, কচুরি ফুলে খোপা বেধে ভিজিয়ে রাখে চুল। নীল কুয়াশার আঁচল পেতে সন্ধ্যা যখন নামে, আকাশ ছড়ায় সাঁঝের মায়া রঙ্গিলা সব খামে। বাবুই পাখির বাসা যখন বাও বাতাসে দোলে, প্রভাত তখন অন্ধকারের চাদরটাকে খোলে। পিছন বাড়ির আঁড়ায় তখন ভোরের পাখি ডাকে, ঘরের মাঝে যদিও থাকি মন কি ঘরে থাকে? মনের মাঝে টাঙ্গানো সেই পানসি নায়ের পাল, সেই তো আমার এই জীবনের সোনালী সকাল। বোশেখ এলেই আমার গাঁয়ের বটতলাতে মেলা, তার ভিতরেই লুকিয়ে আছে আমার ছেলেবেলা। একটি ছিল ছোট্ট নদী তার ছিল এক খাল, সেই নদীটির পাড়েই আমার কাটছে কিশোর কাল। এখন কাটাই ব্যস্ত জীবন ক্লান্ত শরীর মন, তবু আমায় কেবল ডাকে জাম-জারুলের বন। জাম-জারুলের বনেই আমার স্বাধীনতার ছবি, সেসব কথা লিখতে গিয়ে কখন হলাম কবি!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মুস্তাগীর রহমান
অনেক গুলো সুন্দর কবিতা পড়লাম --------- তার মধ্যে এটি একটি...........।আর একটু............গ্রাম শুধু কবিতাতেই ......বাস্তবে............।।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।