এক যৌনদাসী'র গল্প!

উপলব্ধি (এপ্রিল ২০১৬)

নাসরিন চৌধুরী
  • ২২
  • ১৪
কোন এক নিষ্প্রাণ শীতের রাতে প্রকৃতিকে আলিঙ্গন করে
এনেছিলাম তাকে পৃথিবীর বুকে,
দু'চোখ ভরে ছিল সীমাহীন ভয়; কুলটা হওয়ার ভীষণ লজ্জা
প্রসবের মরণ যন্ত্রণা উপেক্ষো করে
ছুঁড়ে ফেলে দিয়েছিলাম তাকে শিশির ভেজা গালিচায়!

দুধের শিশুটিও সেদিন দ্বিধাহীন চিত্তে বলেছিল,
“তুই বেশ্যা- তুই কুলটা”
সমাজ বলে কিছু নাকি একটা আছে তোমাদের
তাইত বিচারের নামে হয়েছিল প্রহসন; পঠিত হয়েছিল বিবাহমন্ত্র
নবজাতকটিকে তুলে এনে দিয়েছিলে আমার বুকে
আশ্রিতা থেকে পুত্রবধূ! কিন্তু অতটুকু চাইনি আমি!

বলতে পারো কেউ, ক্ষুধা'র কেনো এত দানবের মতো জোর?
তিনবেলা খেতে দেবে বলেছিলে; সেই লোভে নিজেরে দাসী বানিয়েছিলাম
অথচ তোমরা আমাকে বানিয়েছো যৌনদাসী!
কতবার তোমরা আমার অপরিপক্ক ভ্রূণগুলো নিয়ে
হাসপাতালের কসাইঘরে রক্তের হোলি খেলেছো
আমি নির্বাক হয়ে দেখেছি; কাঁদিনি- কাঁদতে পারিনি!

অতঃপর গলা টিপে মেরে ফেললে সেই কচি প্রাণটাকেও
কারন এমন বংশপ্রদীপ নাকি খালি লজ্জা আর গালি বয়ে আনবে!
আর আমার জন্য? তোমাদের আঙ্গিনা ভরেছিল সেদিন উৎসব
সীলমোহর মারা হয়েছিল- তালাকের সীলমোহর।
বলতে পারো কি কেউ,
কতটা ছিল আমার অর্জন- কতটা ছিল আমার বিসর্জন?





আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রেজওয়ানা আলী তনিমা কষ্টকর বাস্তবের কবিতা।
শাহ আজিজ প্রতিবাদ আর প্রতিরোধে উন্মত্ত কবি একি শুনি ??
মোহাঃ ফখরুল আলম অনেক ভাল হয়েছে। ভোট পাওয়ার যোগ্য।
ধন্যবাদ জানবেন ও সাথে কৃতজ্ঞতা।
হুমায়ূন কবির শুভেচ্ছা সহ ভোট রইল।
হুমায়ূন কবির শুভেচ্ছা সহ ভোট রইল।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন।
হরেকৃষ্ণ দে মুগ্ধ হলাম।অভিনন্দন ও শুভেচ্ছা।
ধন্যবাদ জানবেন। ভাল থাকুন।

০৭ মে - ২০১৪ গল্প/কবিতা: ৩২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪