বাবা তুমিও কি আমার মতই ছিলে

বাবা দিবস (জুলাই ২০১৪)

Gazi Nishad
  • 0
  • 0
  • ৭১
বোধ নেই আজো,
ঠিক কতটা বিশ্বাস জলাঞ্জলি দিয়েছি অবহেলায়।

বাবা, তুমিও কি আমার মতই ছিলে যৌবনে -
খাপছাড়া জীবনের মত।
তুমিও কি চুম্বন করতে চাইতে আকাশ - ভেজা কাক হয়ে।

ঈশ্বরের অবিনশ্বর রাজত্বে -
শুধু কি আমিই অবাধ্য সৃষ্টি সময়ের,
নাকি তুমিও ছিলে এক রোখা বৃশ্চিক এর মত আত্মবিশ্বাসহীন -
যুগে যুগে হারিয়ে যাওয়া আদিম, অন্তহীন ইচ্ছা।

বাবা, তুমিও পারতে যদি ওই আকাশটাকে ছুঁতে,
আমি অবহেলার মেঘ হতাম - ভ্রুক্ষেপ থাকতো না এত।
জানি না, যৌবনে কতটা হতাশা তোমায় কাবু করত -
জীবনের কাঁটা পথে হাঁটতে গিয়ে।
কিংবা কতটা ভয় তোমার ছিল, আদৌ ছিলো কিনা।

তুমি ছিলে মুক্ত গাংচিলের মত,
আকাশ চষে বেড়াতে পলাতক মেঘ হয়ে।
আজ তবে অনেক পিছুটান সহজাত - আমি, অন্যেরা।

বাবা, শুনেছি তুমি সন্ন্যাসী হতে চেয়েছিলে যৌবনেই
- ঘর ছেড়ে দূরে কোথাও।
আমিও চাই আজ, তবে গ্রাস করেছে পিছুটান -
যেমন করেছিল তোমায়।
আমিও বুঝি আজ, তুমিই সত্য ছিলে,
ছিলাম না তবে আমিও মিথ্যে -
শুভ্র মেঘ এর মতই বিবাগী আমিও, পিছুটানের ভীরেও।

বাবা, আজ তুমি যতটা অপূর্ণ ভাবো নিজেকে
ঠিক ততটা পূর্ণ ভাবো আমাকে - তার বিপরীত।
স্বপ্নও বিশ্বাসঘাতক, জেনেছি এতটা পথ হেঁটে -
হয়ত আগেই বুঝতে তুমি, যতটা আমি বুঝি আজ,
বুঝিবা পাগল আমিই ছিলাম, যতটা যৌবনে ছিলে তুমি।

স্বপ্নেরা ফেরারী হোক, প্রত্যাশা বেঁচে থাকুক মান ভেঙে।
ভাল থেকো বাবা -
ওই কন্ঠস্বর তবুও বৃষ্টির জলের মত বেজে উঠুক আমার অন্তরে,
পুড়িয়ে দিক বার বার, ছাই হোক হৃদয় আমার।

বাবা, জানি, তুমিও আমার মতই ছিলে যৌবনে -
স্বভাব আমার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

২২ এপ্রিল - ২০১৪ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫