চিঠি দিও

রহস্যময়ী নারী (জুলাই ২০১৬)

গোবিন্দ বীন
  • ২১
  • ২১
তুমি আজকাল বড্ড অলস হয়ে গেছ,
জান তো প্রতিনিয়তই চেয়ে রই,
ঐ চেনা পথের চেনা মানুষটার খোঁজে।
কাঁধে ব্যাগ ঝুলিয়ে চলে আসা,
টুকরো টুকরো চিঠির ভাঁজে।
সেই কবে দিয়েছিলে দু-চারটে কথার,
গোলাপ সাজিয়ে রঙিন চিঠিটা।
ফুলগুলো শুকিয়ে গেছে,
কথাগুলো হারিয়ে গেছে,
রয়ে গেছে শুধু সাদা কাগজের বিবর্ন পাতাটা।
কতবার বলেছি,চিঠি লিখবে।
ফোনের কথাগুলো ভুলে যাই।
চিঠিটা পড়লে মনে হয় যেন,
তুমি সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছ।
সফেদ কাগজে তোমার মুখচ্ছবি ভেসে ওঠে।
ফোনের কথা তো যত্নে তুলে রাখতে পারি নে,
তবে কেন বারবার মুঠোফোনে খবর নাও?
যখন তোমায় মনে পড়ে,
চিঠিটা বুকে জড়িয়ে একা একা কাঁদি,
মনে হয় যেন তোমাকে জড়িয়ে ধরেছি।
এতটুকু সুখ কেড়ে নিও না,
চিঠি লিখ আমায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
পন্ডিত মাহী দারুন লিখেছেন।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) কবিতা ভাল লেগেছে, কিন্তু দুঃখিত সময় মত এসে কমেন্ট আর ভোট দিতে পারিনি ।
মোহাম্মদ সানাউল্লাহ্ “এতটুকু সুখ কেড়ে নিও না, চিঠি লিখ আমায়।” দারুন ভাল লাগা কবিতায় মুগ্ধ হলাম ।
কবি এবং হিমু ডিজিটাল এ যুগে মানুষ চিঠি লেখা ভূলেই গিয়েছে।কবিতাটি পড়ে সেই চিঠি পড়া দিনগুলোর কথা মনে পড়ে গেল
জয় শর্মা (আকিঞ্চন) রঙিন চিঠি টা আর পাবেন না ভাই, যাই হোক- কবিতা দারুণ হয়েছে; আমার ভোট টি রেখে যাই।
শরীফ উল্লাহ আসলে ফোন আসার পর থেকে চিঠির রাজত্ব আড়ালে হারিয়ে গেছে। আমি মনে করি চিঠির যোগাযোগ বেচে থাকুক পাশা পাশি ফোনটাকে নিয়ে ভাবি। ভাল রেগেছে।
মোঃ কামরুল ইসলাম আমার ভালো লেগেছে।
মাসুদুর রহমান চিঠির প্রতি ভালোবাসা সবসময় ... ভালো ... ভোট দিলাম

১৫ এপ্রিল - ২০১৪ গল্প/কবিতা: ৪৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪