মনে হয় একদিন

দুঃখ (অক্টোবর ২০১৫)

গোবিন্দ বীন
মোট ভোট ২৫ প্রাপ্ত পয়েন্ট ৪.৪৫
  • ৩০
  • ২৩
মনে হয় একদিন সোনালি সকাল দেখিব না আর,
পাখির কলতান ভ্রমরের গান রয়ে যাবে একাকার।
ফিরে পাব না বাউলের সুরে মনমুগ্ধ করা গান।
প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া সিগ্ধ মাটির টান।

নদীর বুকে ঢেউয়ের তালে ভাসিয়ে নৌকার ভেলা,
দেখিব না আর সবুজের বুকে কাশবনের মেলা।
নীল আকাশে দেখিব না আর মেঘের ছোটাছুটি,
ক্ষনিকের তরে সেজে উঠা প্রকৃতির নতুন এক সৃষ্টি।

একাকী পথে দেখিব না আর পথিকের পথচলা,
রাতের মাঝে হারিয়ে যাওয়া মিটিমিটি তারা জ্বলা।
গৌধুলীর আলোয় রাঙাবে না মন প্রকৃতির নীরবতায়,
পুষ্পিত হবে না সেই পুষ্প জীবনের সজীবতায়।

কতদিন বসে গল্প করেছি বটবৃক্ষের ছায়ায়,
দেখিব না আর কদমের ডালে পেঁচা গান গেয়ে যায়।
জোনাকির আলোয় জ্বলবে না আর মনের প্রদীপগুলো,
আঁধারের তরে হারিয়ে যাবে স্মৃতিময় দিনগুলো।

নীরব এ প্রকৃতিতে শুনিব না আর ঝিঁ ঝিঁ পোকার ডাক,
হাসি কান্না চেয়ে রবে থেমে যাবে মুখের বাক।
মনে হয় একদিন মুছে যাবে জীবনের অধ্যায়,
কালের গর্ভে বিলীন হবে খুঁজে পাওয়া তা দায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তুহেল আহমেদ অভিনন্দন দাদা :)
এশরার লতিফ অনেক অভিনন্দন.
আবুযর গিফারী আপনার এ বিজয়ে আপনার চেয়ে বোধহয় আমিই বেশি খুসি হয়েছি।
অভিজিৎ দাস গুরুচন্ডালি বাদ দিলে ভালই হয়েছে, আপনার লেখার অগ্রগতিই কাম্য ।
Sima Das ভাল লাগল,শুভকামনা রইল।
রফিকুল ইসলাম সাগর ভালোলাগার কথা জানিয়ে গেলাম।
হাসনা হেনা নীরব এ প্রকৃতিতে শুনিব না আর ঝিঁ ঝিঁ পোকার ডাক, হাসি কান্না চেয়ে রবে থেমে যাবে মুখের বাক। মনে হয় একদিন মুছে যাবে জীবনের অধ্যায়, কালের গর্ভে বিলীন হবে খুঁজে পাওয়া তা দায়। ভাল লিখেছেন। শুভ কামনা রইল।

১৫ এপ্রিল - ২০১৪ গল্প/কবিতা: ৪৬ টি

সমন্বিত স্কোর

৪.৪৫

বিচারক স্কোরঃ ২.৫৭ / ৭.০ পাঠক স্কোরঃ ১.৮৮ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪