সুখপঙ্খির ফেরার অপেক্ষায়

নতুন (এপ্রিল ২০১২)

শাহ্‌নাজ আক্তার
  • ৪৮
  • ১০
সতেরোশো ক্রোশ পথ অতিক্রম করে
এক ফালি সুখের ছোয়া কুড়িঁয়ে পেয়েছি।
কত লড়াই কত ঝড় তুফানে ও আমি ভেঙে পড়িনি
কত চাকচিক্যময় নতুন বিষয় ও আমাকে পাল্টাতে পারেনি,
সাপের মরনাত্মক ছোবলে ও হইনি বিষাক্রান্ত
আমি আমার অবস্থানে দিব্যি অনড় ছিলাম।
সমুদ্রের অথৈ নোনাজলে হাবুডুবু দিতে গিয়ে
হাতড়িয়ে পেলাম একটুকরো খড়কুটো ,
যা আমার সুখ, যা আমার শান্তি।
অস্থিরতার সীমাহীন এই পৃথিবীতে
ওই টুকুই আমার একমাত্র সুখের জায়গা,
ঢেউয়ের ভেলায় ভাসতে ভাসতে জীবন বহমান
সময়ের নতুন পরিবর্তনে ভিন্ন আহবান
পাল্টে যায় চেনা মানুষ , চেনা গন্ধ, চেনা অবন্থান
শুধু এই আমি একই ভাবে স্থীর বিদ্যমান।
নতুনত্বের রূপালি মেলাতে হারিয়ে যেতে দেইনি
কারো নজর না লাগে,
দীর্ঘ নখের আচরে রক্তাক্ত জখমে নীলাভ করে
আবদ্ধ ঘরে বুক দিয়ে আগলে রেখেছিলাম।
অথচ এত সহজেই না আক্রোশিত কন্ঠে উচ্চারিত হলো " স্বার্থপর"
মুক্ত পাখির মত উড়িয়ে দিলাম পৃথিবীর আকাশে
যা আমার ছিল, তা আমারই আছে।
হৃদয়ের অতল গহীনে চুপটি করেএকটি জায়গা
শূন্য করে রাখা আছে ।
না, নতুন কোনো অতিথি পাখির জন্যে নয়,,
আমার সেই হারিয়ে যাওয়া
একটুকরো শান্তির খড়কুটোর জন্য,
যাকে সুখপঙ্খি ভেবে আমি আজো বেচেঁ আছি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
M.R. Komol খুব সুন্দর | মনে দাগ কাটার মত একটি কবিতা | কবিকে ধন্যবাদ | আরো লিখুন |
ফয়সাল বারী কি আবেগময় উচ্ছ্বাস।
বিষণ্ন সুমন চরম আত্নপলোব্ধির কবিতা । শব্দ চয়নে কিছুটা ঘাটতি থাকায় আবেগের ধার অনেকটা কম ছিল । এদিকটায় নজর দেবার অনুরোধ রইলো ।
সূর্য চমৎকার প্রেমময় আবেগী কবিতা। কিছু আবেগ আর কিছুটা স্পর্শ সব সময় তোলাই থাকে "তার" জন্য। কবিতার পুরোটাই ভাল লাগার।
সেলিনা ইসলাম ছায়া ছায়া জল দু হাতের আজলাতে ভরে জল ছবি শুধু বোনা / ঘুম ঘুম দম এই বুকের অন্দরে কত রুপকথা আনাগোনা / ধুধু তেপান্তরের হাত ছানি কানামাছি খেলা বিকেল বেলা সেই সেই দিন / সেই দিন গেছে হারিয়ে গেছে /---আপনার কবিতা পড়ে পছন্দের গানটা মনে পড়ে গেল আপু - সুন্দর কবিতা শুভকামনা নিরন্তর
এস কে পরশ দীর্ঘ নখের আচরে রক্তাক্ত জখমে নীলাভ করে.........আবদ্ধ ঘরে বুক দিয়ে আগলে রেখেছিলাম। .........অসাধারণ লাগলো শুভ কামনা রইলো কবিতার প্রতি
বশির আহমেদ অসাধারন অপূর্ব অনুভুতির প্রকাশ ঘটিয়েছেন । আমার ভাল লাগা কবিতা গুলোর মধ্যে অন্যতম ।
আমির হামজা আজ দেশের দিকে তাকালে মনে হয় অসীম এক শূন্যতা নিয়ে তাকিয়ে আছি অদৃষ্টের পানে । কোথাও ঠাই নাই । দেশের চারদিকে দুর্নীতি । স্বাধীন দেশের মুক্তির গান আর মুখ ফুটে আসে না । অথচ আমরা নাকি স্বাধীন ? হায় ! বাঙালির নববর্ষ , সেখানেও উদ্বেগ। একই দেশে থেকে একই বাঙালি হয়েও আমরা কেন দ্বিধা বিভক্ত ? কেন আমরা একজনকে মেরে আর একজনের উপরে উঠতে চাই ? আমরা সবাই কি সমান হতে পারি না ? আসুন এই নববর্ষে সবাই এক হওয়ার প্রতিজ্ঞা করি ।
Sisir kumar gain সুন্দর কবিতা , সুন্দর ভাবনা। এইতো জীবন। শুভ কামনা কবি।
খোরশেদুল আলম অনেক আবেগময় কবিতা ভালো লাগলো।

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪