বিভেদ

শিক্ষা / শিক্ষক (নভেম্বর ২০১৫)

হাসনা হেনা
মোট ভোট ৩০ প্রাপ্ত পয়েন্ট ৫.২৫
  • ১৫
  • ৪৫
আমি প্রকৃতির কাছে প্রতিদিন শিখি,
আমি অসীম আকাশ আর নিস্তব্দ মৃত্তিকার
কাছে প্রতিদিন শিখি,আমি অনিবার্য দুঃখ
আর আরাধ্য সুখের কাছে প্রতিদিন শিখি।

সেই কবে আমার আগমন অচেনা অবনীতে,
¯স্নেহ মাখা বুকের স্পর্স আমায় শিখিয়েছে নিখাদ
ভালবাসা কি, শিখিয়েছে বন্ধুর পথ মাড়িয়ে সামনে চলার
অভয় বাণী আর দিয়েছে লড়াই করার অমিত সাহস।

শূণ্যতায় ভাসমান চন্দ্র নক্ষত্রের ঝিলিমিলি হাসিতে
আঁধারে খুঁজে পাই আমি পথের দিশা, সূর্যালোকে
খুঁজে পাই জীবনের বিচিত্র পথ। সুদূর আকাশে উড়ন্ত মেঘের
নানা রং দিয়ে যায় ধরণীর তপ্ত শীতল ভাবের আভাষ।

পাখির প্রশান্ত গানের সুর, পাতার মর্মর ধ্বনি আর
নদীর কলতান শেখায় আমায় স্বর্গীয় সাত সুর, বিদগ্ধ
প্রাণ ভেসে যায় শান্তির বিমূর্ত ভেলায় অন্য ভুবনের
অমল, অনন্ত জীবনের জরা ব্যাধি ক্লেশহীন আবহে।

মানুষ হবার শিক্ষা এখন উপরে উঠার শক্ত সোপান,
তাই জ্ঞানের চেয়ে গর্ব বড়, সৃষ্টির চেয়ে ধ্বংস বড়,
কাজের চেয়ে বিদ্যা বড়, সত্যের চেয়ে মিথ্যা বড়, নীতির
চেয়ে দূর্নীতি বড় আর ভালবাসার চেয়ে স্বার্থ বড়।

চারপাশে আমার বিভেদের দেয়াল, ধন মান
আর উপরে উঠার নিত্য লড়াই; আর সে লড়াইয়ে
মরছে মানবতা, মরছে সত্য, ঝরছে কত স্বপ্ন
ঝরছে কত তাজা প্রাণ হতাশার অভেদ্য আঁধারে।

ধ্বংস-সৃাষ্ট, আলো-আঁধার, ভালবাসা আর নিষ্ঠুরতার
মাঝে আমি উৎকর্ষতা আর শান্তির হাজার স্বপ্ন বুনি;
প্রকৃতির সকল সুন্দর, সকল মমতা, সকল উদারতা
হউক সবার শিক্ষা, হউক সবার প্রিয় প্রার্থনা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ইমরানুল হক বেলাল আমি জানতাম কবিতাটি পাঠকের মন জয় করবে করবে। সেই সাথে একটি ভোট দিতেও ভুলে যাইনি। আপু 2 স্থান হওয়ার জন্য আপনাকে ভালো লেগেছে। আগামীতে আরো সুন্দর হবে আপনার উজ্জ্বল ভবিষ্যত্ কামনা করি।
মোহাম্মদ সানাউল্লাহ্ আপনাকেও অভিনন্দন এবং শুভ কামনা ।
অভিনন্দনের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
শামীম খান অভিনন্দন রইল । শুভ কামনা ।
সেলিনা ইসলাম চমৎকার কথামালায় বাস্তবতা তুলে ধরেছেন কবি...! শুভকামনা নিরন্তর।
অনেক ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য।
এফ, আই , জুয়েল অনেক সুন্দর একটি কবিতা ।।
অনেক ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য।
হুমায়ূন কবির সত্যি চমৎকার কবিতা, ভালোলাগা রেখে গেলাম।
অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য।।
রেজওয়ানা আলী তনিমা অসম্ভব সুন্দর কবিতা।শুভ কামনা রইল।
অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য।।
Fahmida Bari Bipu অসাধারণ কবিতা। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
গোবিন্দ বীন চারপাশে আমার বিভেদের দেয়াল, ধন মান আর উপরে উঠার নিত্য লড়াই; আর সে লড়াইয়ে মরছে মানবতা, মরছে সত্য, ঝরছে কত স্বপ্ন ঝরছে কত তাজা প্রাণ হতাশার অভেদ্য আঁধারে। ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

০৫ এপ্রিল - ২০১৪ গল্প/কবিতা: ২২ টি

সমন্বিত স্কোর

৫.২৫

বিচারক স্কোরঃ ৩.৪৫ / ৭.০ পাঠক স্কোরঃ ১.৮ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫