মা, মাগো

মা (জুন ২০১৪)

K.M. Zakir Hossain
  • 0
  • ৬১
মা, মাগো,তুমি কোথায়
গভীর মমতায় আজ মনে পড়ে যায়,
দশমাস-দশ দিন,গর্ভে ধারণ করে
আমি ব্যথা পাবো বলে সেই বৈশাখী ঝড়ে
কখনো অসতর্ক হয়েও, যাওনি পড়ে।

মা, মাগো, আজ বড্ড মনে পড়ে
তুমি ভিজা বিছানায় শুয়ে
শুষ্ক বিছানায় আদরে ঘুম পাড়িয়ে দিতে,
কত শত দুষ্টুমি জ্বালাতনে
কখনো ভুলোনি কোলে তুলে নিতে।

মা, মাগো, ঘুমতো আসেনা তোমার
সেই ঘুম পাড়ানির গান ছাড়া,
আমার জন্য তোমার গানে জেগে থাকতো পাড়া,
“খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে
বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিবো কিসে?”

মা, মাগো, আজ চিত্তে বড় ব্যথা
যখন মনে পড়ে তোমার কথা,
জীবিকার তাগিদে ব্যস্ততার বাতায়নে
তোমার আদর-সোহাগ থেকে দূরে থাকি
তুমি ভেবোনামা, দিচ্ছি তোমায়ফাঁকি।

মা, মাগো, তোমায় অনেক যন্ত্রণা দিয়েছি
তবুও তোমার আদর-সোহাগ পেয়েছি,
দুষ্টুমি শেষে চুপিসারে ফিরেছি যখন রাতে
আঁচল দিয়ে ঘাম মুছিয়ে ধরতে আমার হাতে,
বলতে, খোকা মারামারি করবি না কারো সাথে।

মা, মাগো, অনেক কষ্ট হয় তোমায় ভেবে
জানি তুমি ক্ষমা করে দিবে, সেই ছোট্ট বেলার মতো,
কখন আসবে খোকা, দিবে না তোমায় ধোঁকা
ঝাপসা চোখে আজও পথ চেয়ে বসে আছো,
মা, আমি চাই, তুমি শত-সহস্র বছর বাঁচো।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মুহাম্মাদ লুকমান রাকীব আমার কাছ ভাল লাগল।

২০ ফেব্রুয়ারী - ২০১৪ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪