দূরবর্তী দিগন্তে

দিগন্ত (মার্চ ২০১৫)

ফেরদৌসী বেগম (শিল্পী )
  • ১৩
  • ৯৬
দূরবর্তী ওই দিগন্তের এপারে বসেই মনটা,
আবিস্কার করতে থাকে অন্তর্হিত নিজেকে।
স্খলিত স্মৃতিকে স্পর্শ করে সীমান্ত থেকে,
অতীত ও স্বপ্নের মাঝে থাকা বিভাজককে।

মুহূর্তের মধ্যেই যেন নিজেকে খুঁজে পায়, ওই দিগন্তে,
তাত্-ক্ষণিকের জন্য, একান্তে ও একদৃষ্টিতে তাকিয়ে।
ভাঙা কাঁচের টুকরোতে কেটে যাওয়া কল্পনাশক্তি,
ধরা দেয় তখন অনিচ্ছুক উত্তাল তরঙ্গের হুমকি হয়ে।

পার্শ্ববর্তী বৃদ্ধ বৃক্ষটিও চেয়ে থাকে ওই দিগন্তের পানে,
অনুর্বর চেহারা যার, ফলহীন ও পত্রহীন বৃক্ষশাখা তার।
আশ্চর্যপূর্ণ দ্বন্দ্বাতীত দৃষ্টিতে সে, কি যেন বলে আপন মনে,
একাকী দাড়িয়ে থেকে, কত কি ভাবে সারাটি দিন ভর।

অপ্রতিভ দিগন্তের কথা ভাবতে গিয়ে নিজেকেই পাই খুঁজে,
অতীতের কাছে শত রঞ্জিত জীবনের অস্তিত্ব ছিল বলে।
একটি অভ্যন্তরীণ আলোর আচ্ছাদনে মোড়ানো কিছু সুখ,
ঘোর অন্ধকারে ধরে রাখে পৃথিবী, উম জড়ানো কম্বলে।

দিগন্তের কাছে অনুসন্ধানের অপার দৃষ্টি আছে বলেই,
মুছে যাওয়া পদানুসরণের চিহ্নটুকু সুস্পষ্ট দেখা যায়।
দূরবর্তী দিগন্তের পানে চেয়ে, একটি মুহূর্তের জন্য,
প্রশান্তির ছোঁয়া নিয়ে মন, অনেক দুরে হারিয়ে যায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জসীম উদ্দীন মুহম্মদ অসম্ভব সুন্দর ভাবনা !! সুন্দর লিখেছেন আপি। শুভকামনা সতত
রবিউল ই রুবেন অনেক ভালো লাগা কবিতা.
এই মেঘ এই রোদ্দুর দিগন্তের কাছে অনুসন্ধানের অপার দৃষ্টি আছে বলেই, মুছে যাওয়া পদানুসরণের চিহ্নটুকু সুস্পষ্ট দেখা যায়। সুন্দর লিখেছেন আপি। শুভকামনা সতত
সেলিনা ইসলাম "অপ্রতিভ দিগন্তের কথা ভাবতে গিয়ে নিজেকেই পাই খুঁজে, অতীতের কাছে শত রঞ্জিত জীবনের অস্তিত্ব ছিল বলে। একটি অভ্যন্তরীণ আলোর আচ্ছাদনে মোড়ানো কিছু সুখ, ঘোর অন্ধকারে ধরে রাখে পৃথিবী, উম জড়ানো কম্বলে।" চমৎকার লাগল ! খুব সুন্দর কবিতা আপা ! অনেক অনেক শুভকামনা রইল।
প্রিন্স ঠাকুর ভাল লাগল। শুভকামনা নিরন্তর। আমার কবিতাটি (দিগন্তের মাঝে বিন্দু) পড়ার আমন্ত্রন রইল।
জুন ভালো লাগলো। দারুণ অনুভূতির প্রকাশ। ভালো লাগা সাথে ভোট রেখে গেলাম।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) না ছোঁয়া না পাওয়া র আক্ষেপ দিশাহীন দৃষ্টি , নীলিমার মরীচিকা। খুব ভালো লাগলো আপনার কবিতা ।
গোবিন্দ বীন দিগন্তের কাছে অনুসন্ধানের অপার দৃষ্টি আছে বলেই, মুছে যাওয়া পদানুসরণের চিহ্নটুকু সুস্পষ্ট দেখা যায়। দূরবর্তী দিগন্তের পানে চেয়ে, একটি মুহূর্তের জন্য, প্রশান্তির ছোঁয়া নিয়ে মন, অনেক দুরে হারিয়ে যায়। ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
choyon ভাল লাগল।
শেখ শরফুদ্দীন মীম সুন্দর কবিতা। শুভকামনা রইল। সময় করে আমার কবিতাটি পড়বেন।

৩১ জানুয়ারী - ২০১৪ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫