স্বপ্নীল জাদুকরী রাত

রাত (মে ২০১৪)

ফেরদৌসী বেগম (শিল্পী )
  • ২১
তারাভরা ঐ রাতের আকাশে,
নির্মল আর শান্ত রাতটাকে দেখে,
মুগ্ধ নয়নে দেখি তাকে।
কি সুন্দর! কি শান্তিময়! রূপ তার,
তাইতো স্পর্শ চাই স্নিগ্ধ ভালবাসার,
যেন এক স্বপ্নীল জাদুকরী রাত।

ছোট্র শিশুটি তার মায়ের আঁচলে লুকিয়ে,
রাতের অন্ধকারে কি যেন দেখে ভয়ে ভয়ে,
পিছন ফিরে দেখি সেই অতীতকে।
বাড়ন্ত শিশুটি ধরে তার বাবার হাতে,
মিটিমিটি জ্বলা জোনাক চায় সে ধরিতে,
বসে বসে ভাবি সেই স্মৃতিগুলোকে।

জোনাক জ্বলা গভীর অন্ধকারে,
মাঝে মাঝে কিছু তারা খসে পড়ে।
রাতজাগা কয়েকটা পাখি হঠাৎ করে,
শনশন করে উপর দিয়ে যায় উড়ে।
অবাক চোখে দেখি, মায়াময় এই পৃথিবীটা,
কত যে কোমল, কত যে শান্ত এই রাত।

চাঁদনী রাতের ঝলমলে আলোয়,
চারিদিকে নিস্তব্ধতার নিরব বাতাসে,
মিষ্টি-মধুর প্রেমময় রাতে হয় বিভোর।
মলিন বিষাদে ভরা রাতের অন্ধকারে,
শিয়ালগুলো সব উঠে চিৎকার করে,
মোহনীয় বিস্তীর্ণ গভীর এই রাতে।

শহরের রাত কিযে সুন্দর দেখায়!
চারপাশের ভবনগুলো ঝিলিমিলি আলোয়,
গাড়িগুলো সব পাশ কেটে দ্রুত চলে যায়,
তারপরই আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায়।
স্বপ্নময় হযে উঠা সৌন্দর্য পূর্ণ এই ধরণী,
যেন স্বপ্নিল জাদুকরী এক রাত।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আখতারুজ্জামান সোহাগ রাতের কথা রয়েছে, রয়েছে অতীতের কথা। ভীষণ নস্টালজিক হয়ে উঠেছিলাম। ধন্যবাদ আপু।
অসংখ্য ধন্যবাদ আপনাকেও সোহাগ ভাই, সময় দিয়ে কবিতাটি পড়ার জন্য। আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন রাত্রি আর অতীত, দুটোই ফুটিয়ে তুলেছেন কবিতায়। ভাল লেগেছে।শভেচ্ছা রইল।
অসংখ্য ধন্যবাদ আপনাকে হুসাইন ভাই, কবিতাটি পড়ে আপনার সুন্দর মন্তব্যের জন্য। রইলো আপনার জন্যও শুভেচ্ছা আর শুভকামনা।
এই মেঘ এই রোদ্দুর দারুণ লাগল আপি
অনেক অনেক ধন্যবাদ তোমাকে ছবি, কবিতাটি পড়ার জন্য। রইলো তোমার জন্য শুভকামনা সতত।
মোঃ মহিউদ্দীন সান্‌তু স্বপ্নিল জাদুকরী রাতের চমৎকার ছবি একেছেন, ভালো লাগলো বেশ। অনেক অনেক শুভকামনা।
অসংখ্য ধন্যবাদ আপনাকে মহিউদ্দীন ভাই, সময় দিয়ে কবিতাটি পড়ার জন্য। আপনার জন্যও রইলো অনেক অনেক শুভকামনা।
Abdul Mannan খুব ভালো লাগলো...সুন্দর কবিতা
অনেক ধন্যবাদ আপনাকে মান্নান ভাই, কবিতাটি পড়ার জন্য। শুভকামনা সতত।
মিলন বনিক অনেক সুন্দর কবিতা...খুব ভালো লাগলো...
ধন্যবাদ আপনাকে মিলন ভাই, কবিতাটি পড়ার জন্য। অনেক অনেক শুভকামনা।
জসীম উদ্দীন মুহম্মদ মলিন বিষাদে ভরা রাতের অন্ধকারে, শিয়ালগুলো সব উঠে চিৎকার করে, মোহনীয় বিস্তীর্ণ গভীর এই রাতে।---------- কবিতায় অশেষ ভাল লাগা জানিয়ে গেলাম শিল্পী আপু ।।
অশেষ ধন্যবাদ আপনাকে জসীম ভাই, কবিতাটি পড়ে আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য রইলো অনেক শুভকামনা।
আলমগীর সরকার লিটন ভাল লাগল কবিতা শুভ কামনা----------
অসংখ্য ধন্যবাদ আপনাকে লিটন ভাই, সময় দিয়ে কবিতাটি পড়ার জন্য। আপনার জন্যও রইলো শুভকামনা।
দীপঙ্কর বেরা মুগ্ধ । ভাল লেখা
ধন্যবাদ আপনাকে দীপঙ্কর ভাই, কবিতাটি পড়ার জন্য। অনেক অনেক শুভকামনা।
মোকসেদুল ইসলাম আপু আপনার লেখা তো এমন হওয়া কথা না! মনে হচ্ছে খুব তাড়াতাড়ি করে শেষ করেছেন। শুভ কামনা রইল
কেন ভাই, লিখাটা ভালো হয়নি বুঝি? অনেক ধন্যবাদ আপনাকে মোকসেদুল ভাই, সময় দিয়ে কবিতাটি পড়ার জন্য। আপনার জন্যও শুভকামনা রইলো।

৩১ জানুয়ারী - ২০১৪ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪