কষ্ট সৈকতে জীবন মশাল নিয়ে

কষ্ট (জুন ২০১১)

মিজানুর রহমান রানা
  • ১৪২
  • ২৬
বঙ্গোপসাগরে অতীতের সব দুঃসহ কষ্ট দাও ছুঁড়ে ফেলে
হৃদয়বৃত্তির পথে-প্রান্তরে অন্তহীন নীল ব্যথা-বেদনা যাও ভুলে
গোপনে গুমরিয়ে কেঁদে উঠুক দিগন্তের পরাজিত পুরনো অতীত
করুণা কাতর ব্যথার আগুনে অহর্নিশ পুড়ে যাক নোনা জল কল্পনাতীত
সূর্যপুষ্ট আলোকিত সন্ধ্যায় ভুলে যাও গভীরতর বিরহ দুঃখ-গ্লানি
চিতা বাঘিনীর ক্রুদ্ধশ্বাস মাড়িয়ে বসন্তের রাজপথে এগিয়ে যাও তুমি

অতীত নিয়ে কেঁদো না কোনো কালে সূর্যের আলোয়
ধূসর উষরের অশ্রু বিন্দুটির মতো এই কালবেলায়
মুছে দাও দুঃস্বপ্নের মরীচিকা বাকহারা মেয়েটির মতো
হেমন্তের লজ্জাবতী সন্ধ্যা এলোমেলো প্রেম সব হয়েছে বিগত

স্বপ্ন-সুখের অতল আহ্বানে ভবিষ্যৎ বীজতলা বুননে এগুতে হবে নিশিদিন
সামনে তুষার ধবল পাহাড় তবুও ঢেউয়ের ভাঁজে স্বপ্ন'রা অমলিন
টপকিয়ে এগুতে হবে এক পলকে বৈরী সময় ছায়াঘেরা সুন্দরীর বন
দ্বিধান্বিত ম্রিয়মাণ সবুজ পাতারা যেখানে সুর তোলে অগণন
কষ্ট সৈকতে স্থবিরতা নেই; স্রোত নদীতে ঢেউয়ের কথা জানে কি পথিক
অঝোর বৃষ্টি সন্ধ্যায় জীবন মশালের আলোয় খুঁজে পাবে জীবনের দিক।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক রানা ..ভাইয়া ..আপনার কবিতা পরে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেললাম ..শুধু এতটুকু আমি বলতে চাই ..ভালবাসা আর কষ্ট মেশানো এমন অপূর্ব কবিতা . এর আগে কথাও পরার সুভাগ্য আমার হয়েনি..আপনাকে অনেক অনেক ধন্যবাদ
প্রজাপতি মন কষ্ট সৈকতে স্থবিরতা নেই; স্রোত নদীতে ঢেউয়ের কথা জানে কি পথিক অঝোর বৃষ্টি সন্ধ্যায় জীবন মশালের আলোয় খুঁজে পাবে জীবনের দিক। একেবারে নবীন ছিলাম কষ্ট সংখ্যায়. কাউকেই চিনতাম না, সবমিলিয়ে বোধহয় ২৫/৩০ টা গল্প-কবিতা পড়েছিলাম, অনেক ভালো ভালো লেখাই তাই হয়ত মিস করেছিলাম, যেমন এই লেখাটা. অনেক ভালো লাগলো.
মিজানুর রহমান রানা স্বাগতম। এ সংখ্যার বিজয়ী, বিজয়িনী সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এছাড়া আমার লেখা যারা পড়েছেন, কমেন্ট করেছেন, বন্ধুর মতো পাশে থেকে ভুলত্র“টি ধরিয়ে দিয়েছেন এবং সর্বোপরি কষ্ট করে ভোটও দিয়েছেন সবাইকে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ও ভালোবাসা। বন্ধুরা গত সংখ্যার চেয়ে তোমরা আমাকে আশাতীত সাপোর্ট করেছো, সেজন্যে তোমাদের প্রতি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ রইলাম। ধন্যবাদ সবাইকে। সেই সাথে গল্প কবিতাকেও সালাম জানাচ্ছি।
মিজানুর রহমান রানা আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আগামী সংখ্যায় আমার বিপদে বন্ধুর পরিচয় গল্পটি অনুগ্রহপূর্বক পড়বেন। কেমন? ভালো থাকবেন। আপনার শুভ কামনা করছি। আল্লাহ্ হাফেজ। @ AMINA
AMINA ধন্যবাদ,ভাই!রানা!প্রথম প্যারা উৎসগের জন্য।
মিজানুর রহমান রানা গল্প কবিতার সকল বন্ধুকে জানাই সালাম। যারা কষ্ট করে কবিতা গল্প পড়েছেন, ভোট দিয়েছেন, সবাইকে অভিনন্দন। জয় হোক আপনাদের, জয় হোক গল্প-কবিতার, জয় হোক সত্যের। সবাইকে বর্ষার রিমঝিম শুভেচ্ছা।
মিজানুর রহমান রানা আশা, আপনার ভালো লাগাকে স্বাগতম। সামনে চলার আশাবাদের জন্যে থাকলো অভিনন্দন। ভালো থাকবেন, ধন্যবাদ।
মিজানুর রহমান রানা বন্ধু আমিনা, প্রথম প্যারটা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ওই প্যারাটা আপনাকে উৎসর্গ করলাম। ধন্যবাদ।
আশা অনেক অনেক ভালো লেগেছে ভাইয়া। আপনার প্রতি রইল সামনে চলার আহ্বান। আপনার কলমও আপনাকে সামনে চলারই হাতছানি দিচ্ছে। আপনার শুভকামনায় রইলাম। ভালো থাকবেন ভাইয়া।
AMINA জোস!!!প্রথম প্যারাটা।

০৩ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৫২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪