ওরা মাকে বলে মাম্মী বাবাকে বলে ড্যাড, ৫২'র ঐ ভাষা সৈনিক দেখরে তোরা দ্যাখ । যে ভাষার জন্য তোরা দিলি তাজা রক্ত, সেই ভাষাকে বিলীন করে অন্য ভাষায় ভক্ত । ক্ষমা আজি হয়না জানি রাখি কেমনে মান, বছরের এই একটি দিনে গাই বাহান্নের গান । -মিজানুর রহমান তুহিন www.facebook.com/tuhin.agri
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।