অন্ধ নাবিকেরা কালে কালে

অন্ধ (মার্চ ২০১৮)

নাজমুছ - ছায়াদাত ( সবুজ )
  • ১২
হতাশার জন সমুদ্রে
আমি একলা পথিক।
হৃদয়হীনার মতো চলে যায় সময়।
সীসার উচ্ছ্বাস
বাড়ে ফুসফুসে ,
খোঁজে নির্মল বাতাস ।
আমি খুঁজি মহাকাল।
সাক্ষী রেখে-
হাজার তারার খেলায়
খুঁজি প্রাণোচ্ছল ।
আমি নিস্তব্দ-
পড়ে থাকি ব্যস্ত শহরে।
লঞ্চের সাইরেন
রেলের ঝিকঝিক
ট্রাকের কর্কশ বাঁশী ।
ব্যস্ত রাস্তা
আর ব্যস্ত মানুষ
যন্ত্র মানুষ,
তারা ছুটে চলে অজানায়
অনুভূতিহীন ।
পথ হারা নাবিকের সঙ্গী হয়ে
আমি মাস্তুলে বসে থাকি ।
সোনালী আলোর আশায়
আমার দু চোখ আজ আর কাঁদে না ।
অজানায় পাল তুলে তাই ছুটে চলেছি,
কালের পর্দা চোখে বেঁধে
অন্ধ এই আমি- হাজার বছর ধরে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Fahmida Bari Bipu সাধারণ ছিমছাম ভাষায় খূব ভালো লাগলো কবিতাটি। ভোটও দিলাম ৪- খুব ভালো। :)
আমার লেখা পড়ার জন্য অনেক ধন্যবাদ , ভালো থাকুন সুন্দরের সাথে।
সেলিনা ইসলাম কবিতা বেশ ভালো হয়েছে। শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ জানবেন, সব সময় ভাল থাকুন
মোহাম্মদ বাপ্পি আপনার কবিতাটি অসাধারন ভালো লাগল. .....আপনার জন্য শুভ কামনা রইল ..
বালোক মুসাফির আপনার কবিতাটি অসাধারন ভালো লাগল। এবারের আসরে আপনার কবিতাটি হতে পারে প্রথম সারির একটি কবিতা। শুভকামনা সাথে আমার পাতায় আমন্ত্রণ ।
আনেক ধন্যবাদ , সুন্দর মন্তব্য দানের জন্য।
ইমরানুল হক বেলাল বরাবরই খুব সহজে মন কেড়ে নিল আপনার কবিতাটি। সবুজ ভাই আপনি সবসময়ই খুব ভালো লিখে থাকেন। এগিয়ে যান ভাই। শুভকামনা রইল। ভোট ও মুগ্ধতা রইল।
ধন্যযোগ,আপনাদের ভালবাসা আর অনুপ্রেরনা এ অধমের পথ চলার সাথী।
মামুনুর রশীদ ভূঁইয়া হতাশার জনসমূদ্রে আমি একলা পথিক দিয়ে কবিতাটি শুরুর মধ্যে যেমন নাবিক মনের ব্যকুলতা ধরা পড়েছে তেমনি শেষ লাইনে এসে অন্ধ এই আমি হাজার বছর ধরে... লাইনটিও পাঠকমনকে ব্যথাতুর করে তুলে। ভালো লাগল কবিতাটি। পছন্দ, সর্বোচ্চ ভোট ও শুভকামনা রইল। সময় পেলে আসবেন আমার পাতায়। মতামত জানালে অনুপ্রাণিত হবো।
ভাই অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । কবিতা পড়ে এমন সুন্দর সারমর্ম হয় ত আমি ও পারবো না। ভাল থাকবেন ভাই ।
সাদিক ইসলাম আমার কবিতার সাথে খানিকটা মিল আছে। সুন্দর ব্যঞ্জনা ভালো লাগলো। শুভ কামনা।
কবি মনের খেলা কখন কি হয় কে যানে । শুভেচ্ছা রইল ।
হ্যা অনেক কবিতা গল্প মিলে যাওয়া স্বাভাবিক কারণ অন্ধ থিমের ওপর সবাই লিখেছে
জি। তাঁর পর ও কত শত লেখা ।কোনও মিল আসলেই নেই। সব বিধাতার খেলা ।
ভোট আর শুভ কামনা রইলো
এই মাত্র ঘুরে এলাম আপনার আঙ্গিনা থেকে ।
রফিকুল ইসলাম চৌধুরী ভালো লাগল কবিতাটি। ভোট রইল আপনার জন্য। ধন্যবাদ কবি।
অনেক ধন্যবাদ আপনাকে ভাই । সাথে থাকবেন আশা করছি ।
জান্নাত সামিয়া অনেক ভাল লেগেছে
ধন্যবাদ । শুভেচ্ছা কবিতা টির জন্য আপনার মূল্যবান সময় দিয়েছেন বলে
ম নি র মো হা ম্ম দ মোঃ নুরেআলম সিদ্দিকী ভাই এর সাথে সহমত! সবুজ ভাই এবার কিন্তু অসাধারণ কবিতা দিলেন। আর সময় পেলে এই অধমের কবিতাটি পড়ে আপনার মন্তব্য জানিয়ে অনুপ্রাণিত করবেন!
অসাধারণ কিছুই না ভাই। আপনাদের ভাবনা আর অনুেপ্ররনা আমার লেখার শক্তি । সুভ কামনা সব সময় ।

২৭ ডিসেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৪৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪