লাল সীমানায়

ঐশ্বরিক (মার্চ ২০১৭)

নাজমুছ - ছায়াদাত ( সবুজ )
অজানায় পাড়ি দেয়
হাজারো ব্যথাতুর স্বপ্নেরা ।
রঙিন আশা বুকে,
বাঁচার নেশায় ছুটে চলে
ধ্রুব তারার পিছে।
নীল জল চিরে
দিন রাত একাকার
নেই ঘুম নির্বিকার - লক্ষ্য
কোনও এক সোনালী আলোর দেশে ।
দিন যায় দিন আসে
কত চাঁদনিরা এসে ফিরে যায়
বিমর্ষ হয়ে
জোনাকিরা ফিরে যায় আপন পথে ।
অন্ধকার ও হার মানে এ ছুটে চলাকে ।
কত শত আশাহত মুখ আর
রাশি রাশি সমুদ্র নীল ঘাতক ।
সোনার তরীর হাল ভেঙ্গে তাই
নিসচুপ নাবিক বিধাতা ।
লাখো প্রান আজ সুদিন খোঁজে ।
হাতের রেখা আর কপালের ভাজে ,
এত এত স্বপ্ন গুলো ভিড়বে কি কিনারায়?
দিকে দিকে আজ রব ওঠে বিশ্ব মানবতার ।
স্বর্গ থেকে যখন অট্ট হাসে লাখো কোটি আয়লান
বল সাহেন শাহ্‌ একটুও কি তোমার
কাপে না মহা দরবার ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ডাকপিয়ন সুন্দর প্রকাশ, কবি। ভাল লাগল পড়ে
অনেক ধন্যবাদ পড়ার জন্য ।
Lutful Bari Panna কেন যেন মনে হলো, আমার আর আপনার কবিতা প্রায় একইরকম বক্তব্য ধারণ করছে!
আমিও সেতাই দেখে অবাক ও অবিভুত হয়েছি ।
ইমরানুল হক বেলাল দারুণ অনুভূতির প্রকাশ! মন ছুঁয়ে গেল কবিতাটি পড়ে । পাঠে মুগ্ধতা রেখে গেলাম কবি এবং ভোট । আমার পাতায় আমন্ত্রণ ।
অনেক ধন্যবাদ , সুভেচ্ছা সাথে
সেলিনা ইসলাম পৃথিবীর অমানবিকতায় শত শত মানুষ আজ অলৌকিক আলোর সন্ধানের মানবিকতার অপেক্ষায়! অসাধারণ থিমে খুব ভালো কবিতা লিখেছেন। শুভকামনা নিরন্তর।
আমার কবিতার সারমর্ম এত সুন্দর করে বিশ্লেষণ করেছেন, আপু আপনি আপনার লেখনির সুন্দর ক্ষমতাকে আবার ও প্রমান করলেন। অনেক ধন্যবাদ ।
মোঃ নুরেআলম সিদ্দিকী দারুন লিখছেন কবি। ভালো লাগলো। শুভকামনা, ভোট ও আমার পাতায় আমন্ত্রিত
কাজী জাহাঙ্গীর বেশ আবেগ দিয়েছেন সবুজ ভাই, অনেক শুভ কামনা ভোট আর আমার পাতায় আমন্ত্রণ।
অনেক ধন্যবাদ ভাই , কবিতা পড়ার জন্য ।
নাসরিন চৌধুরী বেশ লিখেছেন। বিশেষ করে নিচের দিকটায়। শুভেচ্ছা অনেক
অনেক ধন্যবাদ আপু কবিতা পড়ে মতামত দেবার জন্য , এটাই কেউ কেউ করতে চায় না , শুধু ভোট আর ভোট ।
মোঃ নিজাম গাজী অনেক সুন্দর লিখেছেন । ভোট রেখে গেলাম হে কবি । আমার পাতায় আমন্ত্রন ।

২৭ ডিসেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৪৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অভিমান”
কবিতার বিষয় "অভিমান”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৪