পাগল এ ভালবাসা

বৈজ্ঞানিক কল্পকাহিনী (নভেম্বর ২০১৬)

নাজমুছ - ছায়াদাত ( সবুজ )
  • ১৩
  • 0
তোমাকে আমি ভালবাসি
এ কথা যদি পাশের বাড়ীর
আন্টি না জানে , তাহলে
এ ভালবাসার কোন মানে হয় না ।
ডাক পিয়নকে ঘুষ দিয়ে
তোমার পাঠানো চিঠি
যদি আমার ছোটো বোনটি নাই পড়লো ,
আমার সাথে খুনসুটিতে নাই বা মাতলো ।
তাহলে বল –
এ ভালবাসার কি কোন অর্থ আছে?
তোমাকে সামনে রেখে
একটি ইরানি গোলাপ হাতে উচ্চ শ্বরে
যদি নাইবা বললাম।
তোমার রিকশার পিছনে দৌড়াতে দৌড়াতে
যখন ভালবাসি অনেক খানি,
এ কথা বলার পর-
রিক্সাওয়ালা যদি অবাক না হাসে
তবে এ ভালবাসা পুরাই বৃথা ।
তোমার বাসার সামনে
রাত দিন এক করে
যদি না থাকলাম দাড়িয়ে ।
বৃষ্টিতে ভিজে যদি নাই
বা থাকলাম কান ধরে
‘সরি’ লেখা প্ল্যাকার্ড হাতে ।
তবে বল এ ভালবাসার কি সার্থকতা ?
তোমার সাথে থাকা কিছু মুহূর্তের
সৃতি নিয়ে যদি রাতের পর রাত
নির্ঘুম না কাটালাম চাঁদ জোস্নার সাথে ,
মধ্য রাতে মুঠোফোনের স্ক্রিন এ
ঢুলু ঢুলু চোখ নিয়ে যদি
তোমার কোন বার্তা নাই পেলাম ,
বল এ ভালবাসার তবে কি নাম দেব ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই মেঘ এই রোদ্দুর ভাল লাগল। আমার পাতায় আমন্ত্রণ
নাস‌রিন নাহার চৌধুরী আগের দিনের ভালোবাসার পাগলামীর আসলেই কোন তুলনা হয়না। কবিতায় ভোট রইল।
সমাধিরঞ্জন আপনার লেখা খুঁজে পেলাম না। বিজ্ঞান তো এগোবেই। এখন মন্দ লোক অন্যের ঘর জ্বালাবে। সদবুদ্ধি মানুষ আবার সেই ঘর মানুষের বাসযোগ্য করে তুলবে। ধন্যবাদ
দ্বিপদী ঊর্ণনাভ শেষ লাইনে এসে ডিজিটাল এর আভাস পেলাম। :-)
কাজী জাহাঙ্গীর নাম নিশ্চয়ই ডিজিটাল ভালবাসা হবে না,পুরো বর্ননাটাই আসল ভালবাসার, লেখার হাত আছে আস্তে আস্তে ডিজিটাল হয়ে যাওয়ার ভয় আছে, অনেক অনেক ডিজিটাল থুক্কু/আন্তরিক শুভ কামনা।
সমাধিরঞ্জন ঠিকই বলেছ, কোন বাধা অতিক্রম না করে প্রাপ্ত ভালোবাসার মূল্যই নেই। খুব ভালো হয়েছে, তবে কবিতা তো পড়তে হয় মাথা দিয়ে, তাই দরকার শব্দের কারিকুরি। উচ্চ শ্বরে, জোস্নার (উচ্চস্বরে, জ্যোৎস্নার) কি computerized ভুল? মোবাইল ফোনের বাংলা প্রতিশব্দ কি 'চলভাষ' নয়?
জোস্নার এটা আমিই লিখেছি। জ্যোৎস্নার এটাও হয় কিন্তু আমার পছন্দ ওটা । আর উচ্চ শ্বরে ভুল উচ্চস্বরে ই হবে । ধন্যবাদ ।
বাহ্‌! খুব ভালো লাগলো। ভাঙো ভাঙো সমস্ত পুরনো শব্দ বা বানান নিজের মত বানিয়ে নাও। আর কেউ নিন্দে করলে বোলো 'বেশ করেছি। বাংলা কি তো একার?' "ভেঙ্গে আবার গড়তে পারে, সে চির সুন্দর"
আকছার মুহাম্মদ সত্যিই এ ভালবাসার কি নাম হবে? ভাল লাগল... ধন্যবাদ

২৭ ডিসেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৪৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪