হতভাগা বাংলা আমার

দেশপ্রেম (ডিসেম্বর ২০১৩)

স্বপঞ্জয় চৌধুরী
  • ১০
  • ৬৮
হে অভাগা দেশ আমার
এত অন্যায়, অসত্য, ত্রাস, নৈরাজ্যকে
বুকে নিয়ে আছো ঠায় দাঁড়িয়ে
সবুজ-শ্যামল বুক পেতে।
একটি একটি করে পাখিগুলো সব
হচ্ছে আকাশ শূন্য তবুও তুমি
দেখো আগামীর উদার স্বপন।

তোমারতো ছিল পাহাড়চুম্বী ঝাউ
অশথের বন, ছিলো দিগন্তজোড়া
সবুজের ঘুড়ি, সে ঘুড়ি কেটে গেছে
সর্বভূক দৈত্য এক নিয়ে গ্যাছে
তার উদাত্ত চঞ্চলতা।

তবুও তুমি আছো ঠায় দাঁড়িয়ে
দুধেল গাইয়ের মত
একবুক নোনা শান্তি চেপে।
সেই কবেকার কোন শিশির ঝড়ের শেষে
পেয়েছিলাম তোমায় আরক্তিম শূন্যতায়;
ঘুঙুরের শব্দের মতো দুলে ওঠা
শর্ষের ক্ষেত; হলুদে হলুদ মেখে
তোমার হয়েছিলো নতুন জনম।

অতঃপর তোমারই বুকের মাংস কেটে
তোমার অবোধ বালকেরা
করে রচনা ঘৃণিত গণতন্ত্র।

তবুও তুমি কেমন শুভ্র হাসি নিয়ে
উড়িয়ে যাও প্রাণের নিশান।
তোমার এ হাসি কি তবে
পরাজয়ের নাকি ধ্বংসের
একবার বলে যাও মা,
হে হতভাগা বাংলা আমার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক তবুও তুমি আছো ঠায় দাঁড়িয়ে দুধেল গাইয়ের মত একবুক নোনা শান্তি চেপে। চমত্কার....সুন্দর বুনন....
সূর্য এত এত হতাশা মাঝেও বাংলা মা কিন্তু এগুচ্ছে। মানুষের গড় আয়ু, আয়, অবকাঠামো বাড়ছে। হ্যা এর বেশ কিছুই হচ্ছে অসৎ পন্থায়। আর গনতন্ত্র! মানুষের মনস্তাত্বিক ধ্যান ধারণা না পাল্টালে সব কিছুই এখানে ঘৃণিতই হবে। যতদিন আমরা "আমাদের" লোক চিনে নিতে না পারবো ততদিনই বুকের মাংস কেটে নিবে অনায়াসে... কবিতা ভালো লেগেছে।
Rumana Sobhan Porag দেশ মাকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন।
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর কবিতা ।।
ওসমান সজীব তবুও তুমি কেমন শুভ্র হাসি নিয়ে উড়িয়ে যাও প্রাণের নিশান। তোমার এ হাসি কি তবে পরাজয়ের নাকি ধ্বংসের একবার বলে যাও মা, হে হতভাগা বাংলা আমার। ভালো লেগেছে দারুন কবিতা চালিয়ে যান
আরাফাত ইসলাম এক কথায় বলি? ভাল লেগেছে।
মাসুম বাদল কবিতা বেশ ভালো লেগেছে !!!
মোঃ মহিউদ্দীন সান্‌তু হতভাগা বাংলা ও বাঙ্গালির চিত্র এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য অনেক ধন্যবাদ, , খুব ভালো লাগলো কবিতাটি।
মনতোষ চন্দ্র দাশ অনেক ভাল লেগেছে।
আলমগীর সরকার লিটন ঠিক; সুন্দর বর্ণ -সত্যই ধন্য --- কবির জন্য শুভ কামনা

২৭ নভেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪