নারী

রহস্যময়ী নারী (জুলাই ২০১৬)

সুব্রত সামন্ত
নারী মানে সারাটা উপন্যাস ঘেঁটে, শেষ পর্যন্ত পাওয়া
গুরুত্বপূর্ণ আন্ডার করা কিছু লাইন।
নারী মানে গভীর দীর্ঘ-ঘন জঙ্গলের ভিতরে
পাতার ফাঁক দিয়ে মাটিতে এসে চুঁইয়ে পড়া যেটুকু উদ্যাম আলো।
নারী মানে লুকানো কয়লার ফাঁকে জমে থাকা
অথৈ হীরার দ্যুতি, অমূল্যের সন্ধান।
নারী মানে আমার ব্যক্তিগত জীবনের যা কোনোদিনই বলা হত না
এমনই কয়েকটি দুর্লভ অভিনব সত্য স্বীকারক্তি।
নারী মানে ঘুমের রাতে ঘর ঘর মশারি খাঁটানো
দরজাতে ছিটকানি, মাথার পাশে টেবিলে রাখা জল
এবং সেইসাথে হাত পুড়িয়ে রান্নাও।
নারী মানে জেনেশুনে আকাঙ্ক্ষিত অন্যায় করবার জন্য
তুমুল ঐশ্বরিক আভরণময় উসকানি।
নারী মানে নীচে দাঁড়িয়েই —
খাঁড়াই পাহাড়ের শীর্ষে পৌঁছে আকাশ দেখবার জন্য
বিশেষ ব্যবস্থা।
অথবা ভ্রমণে যাবার স্বাভাবিকআবেদনে
হঠাৎ বোনাসসহ ছুটি পাওয়া অবকাশ।
নারী মানে জরুরি গুরুতর অবস্থায় হাসপাতালে যেতে হলে
সবচেয়ে দ্রুত-রাস্তা শটকাট।
নারী মানে সমস্ত এলোমেলো প্রশ্নের সমস্তই যথার্থ এবং
বাহারি জবাব।
নারী মানে সম্মিলিত মুকুলিত বার্তা ;
মোটের উপর সবটুকুই সবুজ আনন্দিত সংকেত।
নারী মানে চার দেওয়ালের বাইরের উর্বর উঠোন কিংবা
জানালা।
নারী মানে আমার ভিতরে হৃদয় অব্দি
আরো কারো অনন্ত উজ্জ্বল উপস্থিতি টের পাওয়া।
নারী মানে অলিখিতভাবে তবু হবেই হবে
যতই থাকুক ভয়, খরা, জরা।
নারী মানে শূন্য মনে কাদা ভেঙে, সমুদ্রমাপে
অন্তর ঝেঁপে অনেক কিছু পাওয়া।
নারী মানেই নিবিষ্ট স্বর্গের আলাপনে শুভকাঙ্ক্ষী আলো এসে পড়া।
নারী মানে একজোড়া মদির হাতের উপর
আরো একজোড়া স্বেচ্ছামরণের হাত এসে ওঠা।
নারী মানে একজনের অধীনস্থ অগণিত স্বপ্ন আর একজনের হয়ে যাওয়া।
নারী মানে জীবনের জন্য উজাড় সুবিধা ভোগ আদায়।
নারী মানে কিছুটা আবোলতাবোল নথিপত্র ঘেঁটে মূল্যবান আর যা যা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর খুউব,খুউব ভাল হয়েছে, শব্দ চয়ন, কাব্যিকতা, ভাবনার ব্যাপ্তি এক কথায় অতুলনিয়, শুভেচ্ছা এবং অবশ্যই ভোট।আমার পাতায় কি বেড়াতে আসবেন ?
গোবিন্দ বীন নারী মানেই নিবিষ্ট স্বর্গের আলাপনে শুভকাঙ্ক্ষী আলো এসে পড়া। নারী মানে একজোড়া মদির হাতের উপর আরো একজোড়া স্বেচ্ছামরণের হাত এসে ওঠা। ভাল লাগল,আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।ভোট রেখে গেলাম।

১৯ সেপ্টেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৩০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪