আমি, তোমাদের প্রিয় বাংলাদেশ

আমি (নভেম্বর ২০১৩)

নীলকন্ঠ জয়
  • ১৬
আমাকে চিনতে পেরেছো?
আমি স্বাধীনতার ছিল মারা এক দেশ।
ত্রিশ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত-
মা-বোনের কলঙ্কের আঁচড় লাগা বুক;
হাজারো স্বপ্ন খচিত-
অতৃপ্ত বাসনার এক দেশ।
আমার নাম বাংলাদেশ;
হীনতা আর দম্ভে ভরা ষোল কোটি মানুষের-
প্রিয় বাংলাদেশ।

আমাকে নিয়েই খেলছো তোমরা-
প্রতিহিংসার খেলা;
আমার মাঝেই দেখছি আবার
সাম্প্রদায়িকতার মেলা !
তবুও চলছি খুড়িয়ে জন্ম থেকে-
তোমরা চলছ বেশ !!
আমার নাম বাংলাদেশ।
বিষাক্ত বাষ্পে ভরা ষোল কোটি বাঙ্গালীর-
প্রিয় বাংলাদেশ।

জানোকি তোমরা আমিও দেখি স্বপ্ন,
নতুন স্বপ্নে থাকি বিভোর?
নিজের মাঝেই ধারণ করি-
আবীর রাঙা ভোর?
আমার স্বপ্ন ভঙ্গ করে তোমরা-
নিজেকেই করো নিঃশেষ !!
আমার নাম বাংলাদেশ।
অভাগা এক রাষ্ট্র আমি,দারিদ্র-পীড়িত দূর্ভাগাদের -
প্রিয় বাংলাদেশ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এস, এম, ইমদাদুল ইসলাম একটা বানী কোড করছি " কোন জনপদের ব্যাপক মানুষ যখন স্বেচ্ছাচারিতা, পাপাচার, অন্যায় -অপরাধে লিপ্ত হয়ে পড়ে, তখন সেই জনপদে তাদের নিজেদের চরিত্রের অনুরূপ শাসক নিযুক্ত হয়, যে শাসন ব্যবস্থার অব্যস্থার করালগ্রাসে পড়ে মানুষ অন্ধকার থেকে আরো অন্ধকারে নিমজ্জিত হতে থাকে । " ----আপনার কবিতায় যে আবেগ উঠে এসেছে তা আমরা প্রতিটি মানুষ হিসেবে যদি নিজেকে কাঠগড়ায় দাড়িয়ে প্রশ্ন করি, আমি কি ঠিক কাজটি করছি ? তাহলে বোধহয় সহজেই জবাব পেয়ে যেতে পারি । কবিকে সুন্দর একটা কবিতা উপহার দেবার জণ্য ধন্যবাদ ।
অনেক ধন্যবাদ ভাইয়া। আমাদের আমিত্বই হোক এই দেশ।
দীপঙ্কর বেরা ভাল লাগা থেকে যায় ।
ধন্যবাদ দাদা।।
এশরার লতিফ ভালো লাগলো.
প্রিয় এশরার ভাই অনেক ধন্যবাদ।।
মনতোষ চন্দ্র দাশ দ্বিতীয় লাইেন শব্দটি 'ছিল' নয়,মনে হয় 'সীল' হবে।এছাড়া অপূর্ব হয়েছে দেশকে নিয়ে লেখা কবিতাটি।শুভেচ্ছা রইল।
দাদা একদম ঠিক ধরেছেন। মার্জনার চোখে দেখার জন্য অনেক ধন্যবাদ।।
তানি হক চমৎকার কবিতাখানি !
ধন্যবাদ তানি আপু।
Rumana Sobhan Porag অভাগা এক রাষ্ট্র আমি,দারিদ্র-পীড়িত দূর্ভাগাদের - প্রিয় বাংলাদেশ।-- দেশের সঠিক চিত্র টি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। শুভেচ্ছা রইল।
ধন্যবাদ প্রিয় আপু।
আশা জাগানিয়া বাহ, খুব সত্যি কিছু কষ্টের কথা । ভালো লাগলো পড়ে ।
পনি আপুকে পড়ার জন্য অশেষ ধন্যবাদ।।
সূর্য উত্তম পুরুষে দেশের বলা কথাগুলো খুবই সত্যি। দেশ বলতে পারে না তো কি হয়েছে জয় বলতে পারে, এবং নি:সংকোচে বলতে পারে। আমি নিয়ে ভিন্ন আঙ্গিকের লেখাটা বেশ ভালো লেগেছে।
ধন্যবাদ প্রিয় সূর্য ভাই।
আমির ইশতিয়াক অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ আমির ভাইয়া।
কবি এবং হিমু আমি স্বাধীনতার ছিল মারা এক দেশ..একটি শব্দের বানান কি ভূল?আর সব মিলিয়ে সুন্দর একটি দেশের কবিতা।
ঠিক ধরেছেন। অসচেতনতার খেসারত এটা। ধন্যবাদ জানবেন।

১৩ সেপ্টেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪