গত মাঘেই সব গেছে শীত

শীত (জানুয়ারী ২০২০)

কাজী জাহাঙ্গীর
  • ৭০২
এই মাঘে শীতই আসেনি আমার
মিথ্যাবাদী সময়টার আবোল-তাবোল কপকপানিতে কানটা খুবই উত্তপ্ত হয়ে আছে।
আবেগ, অনুভুতি, প্রত্যাশা সব কিছু বেদখল হয়ে গেছে সেই কবে
অন্তরে যে অনুভবে জ্বলছি সেটা মুখ দিয়ে বের করতে পারিনা একটু্ও
সংসারটার সাথে নিত্যদিন যুদ্ধ করে যায় কর্মস্থলের ছাপোষা পদবি আমার
চোখগুলো বড় বড় করে তাকিয়ে থাকি এই যা
দেখছি, কিন্তু বলতে পারিনা দেখেছি
শুনছি, তবুও বলতে পারিনা শুনেছি
কোথায় শীত পড়েছে বুঝতে পারিনা, শুধু দেখি পত্রিকায়
শিরা উপশিরায় টগবগ করে ফোটা রক্ত কনিকার তাপে
শীতের বাপেরও সাধ্য হয়না আমাকে ছোঁয়
অফিসে বস্ আছে, দায়িত্বের উপরে দায়িত্ব আছে
সংসারে গিন্নিও আছে, ছানাপোনাদের চাওয়া পাওয়ার কিলবিলানি আছে
এতসব ক্ষুধায় যখন পূর্নিমার চাঁদকে সেঁকে যায় সময়
তখন কোন শালা বলে এটা শীতকাল…
মনে নেই কখন বোতাম ছিড়ে ছুড়ে ফেলেছি শার্ট
করতলের আঙুলগুলো কখনো বুলায় আদর
কখনোবা খপ করে খামছে ধরে চুল
চিন্তার কষা’য় সপাং করে ভাবনাটাই করে দেয় লালাভ।
তবুও আশাতো ছাড়তে পারি না
আমার বিরুদ্ধবাদী মিথ্যাবাদীরা
লুটেপুটে খেতে প্রত্যাশি দখলদারেরা
আমার কথাবলার সাহস লোপাটকারি পেশীবাজরা
মামলা ঠুকে দেওয়ার ধমকে চুপ করিয়ে দেওয়া খেমটা নাচের নাচুরি বুড়িরা
হয়তো সবই একদিন নিপাত যাবে
আরেকটা মাঘের আগে নতুন কোন নবান্নের ঝংকারে নয়,
হয়তো শিয়রে জ্বলতে থাকা লোবানের ধোঁয়ায় মুখরিত আমার কবরের ঘ্রানে…।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সেলিনা ইসলাম চমৎকার কবিতা! শুভ কামনা রইল।
ভালো লাগেনি ২১ জানুয়ারী, ২০২০
ফয়জুল মহী দারুণ ছন্দ বর্ণ । শুভেচ্ছা সতত ।
ভালো লাগেনি ১৭ জানুয়ারী, ২০২০
ওমর ফারুক sundor kobita bhai.
ভালো লাগেনি ১৪ জানুয়ারী, ২০২০
মোঃ মোখলেছুর রহমান কাজী ভাই পড়তে পড়তে যেমন আনন্দ পাচ্ছিলাম কিন্তু শেষ লাইনে এসে বিমর্ষ হয়ে পড়লাম, অথচ এটাই সত্যি ও বাস্তব। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য। আর হ্যাঁ এ সংখ্যায় একটি গল্প পরিমার্জনের কারণে পরে সংযোগ হয়েছে আপনার সমালোচনা আশা করি
মাইনুল ইসলাম আলিফ এককথায় অসাধারণ।ভিন্ন কোন জবাব নেই।আমাকে কেমন জানি জাগিয়ে দিলেন..................।
ভালো লাগেনি ১ জানুয়ারী, ২০২০
প্রিয়তে নিলাম কবিতাখানা।
ভালো লাগেনি ১ জানুয়ারী, ২০২০
এম নাজমুল হাসান শী্তের অনবদ্য বর্ণনা । চমৎকার ভাব ও ভাষায় অসাধারণ প্রকাশ । আমার পাতায় আশার অপেখায় রইলাম
Raj Islam Shanto খুবই ভাল লাগছে দাদা ধন্যবাদ আপনাকে

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

শীত মানেই ঠান্ডায় কাঁপাকাঁপি বা জমে যাওয়ার ভাবনা ছাড়াও নবান্নে আহরীত ফসলের পিঠা- পুলি’রও ছবি ভাসে মনে,কিন্তু যার নুন আনতে পান্তা ফুরায়, ছোট খাট চাকরী করে জীবন চলে যার তার জন্য এসব ভাবনায় নাও আসতে পারে। সেরকমন একটা অনুভবের কথা মালায় এই কবিতা যেখানে শীতেরদিনের গতানুগতিকতা ছাড়ায়ে হতাশাগুলোকে নতুন বাক্যে বিন্যাস করা হয়েছে। ]বিষয়টা শীত হলেও শুধু খেজুরের রস, পিঠা-পুলি, কুয়াশা, ঠান্ডায় জমে যাওয়া এসবই আসবে তা নাও হতে পারে। প্রসঙ্গ কিন্তু শীতই থাকছে, তবে গতানুগতিক ভাবনাকে একটু অন্যদিকে ঘুরিয়ে এটা হওয়ার কথা ছিল কিন্তু এটা না হয়ে আরেকটা হল, লেখাটা সেরকমই। বঞ্চনায় রাগান্বিত হয়ে গেলে অনেকেরই কিন্তু হুশ থাকেনা কি করতে কী করে বসে সেরকম একটা পরিস্হিতিও হয়ে যেতে পারে। অথচ শীতকাল ঠিকই আছে। ক্রোধের আগুনে পিত্তি জ্বলে গেলে কিসের আর শীত টিত এরকমই একটা ভাবনা থেকে মনের আক্ষেপগুলোকে ঠান্ডার উল্টোদিকে বসিয়ে কথামালা সাজানো হলেও আবহটা শীতের দিনকে উপজীব্য করেই লেখা হয়েছে বলে আমি এটাকে সামঞ্জস্য পুর্ণ মনে করছি। আশাকরি সবাই স্বাধে ভিন্নতা পাবেন।

২৪ আগষ্ট - ২০১৩ গল্প/কবিতা: ৪৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪