নিকুন্তিনা

বৈজ্ঞানিক কল্পকাহিনী (নভেম্বর ২০১৬)

হাসান ইমতি
  • 0
  • ১৩
নিজেকে আড়ালে ঢেকে তোমার সাম্রাজ্যের পত্তনে
যদি অবজ্ঞার অমোচনীয় কালিতে লিখে দাও
“প্রবেশ নিষেধ”
আমি জানব ওটা আদতে তোমার আমন্ত্রণ,
আমাকে ডাকছো তুমি নিষেধের উস্কানিতে,
আমি জেনে যাবো তোমার এই লোকদেখানো
সংবিধিবদ্ধ সতর্কের ঝাণ্ডা শুধু আমার জন্য,
এ আমার তোমাকে জিতে নেবার দুঃসাহস,
ভাঙলেই জানা যায় সংবিধানের খুঁটিনাটি,
ভাঙনেই নদী বদলায় সভ্যতার গতি প্রকৃতি,
আমি তোমাকে ভেঙে ভেঙে জেনে নিতে চাই,
তোমার শর্বরী অধরের লবণাক্ত জলসীমা,
তোমার মৃগাঙ্ক চোখের বানভাসি অক্ষাংশ,
তোমার বিভাবরী কুন্তলের মারণ মোহনা,
তনু থেকে অতনুর ভাইট্যাল স্ট্যাটিসটিক্স,
বিরুদ্ধবাদী ষড়যন্ত্রীর মত আমিও তোমার
নিষেধের দেয়াল টপকে জেনে নিতে চাই
কখন বৃষ্টি ঝরে তোমার অনিকানো বন্দরে,
কখন জোয়ার ভাঁটার টানে বাণ ডাকে নদে,
কতোটা উদ্ধত হলে জয় করা যায় কাঞ্চনজঙ্ঘা,
কতোটা নৈকট্যে ছোঁয়া যায় গোপন মণিকাঞ্চন,
তুমি যদি কখনো দুঃসহ ক্রোধে জানতে চাও
এই সীমাহীন অনধিকার চর্চার অন্য নাম কি,
আমি শুধু বলব, ভালোবাসি, বড় ভালোবাসি ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর কবিতা হিসাবে অনন্য, আসলে বিষয়ভিত্তিক আসরে অন্য কিছু যতই ভাল হউক দুস্পাচ্য, উপমার যে বন্যা বইয়েছেন সেটা আপনার অভিজ্ঞতার বহিপ্রকাশ। অনেক শুভেচ্ছা আর আমার গল্প / কবিতায় আমন্ত্রণ।
sakil ভালবাসার উপলব্ধি ভালোবাসার কবিতায় ডিজিটাল ভালবাসার দেখা পেলাম না।
তাপস চট্টোপাধ্যায় সুন্দর লেখনি। আমার পাতায় আমন্ত্রণ।
আকছার মুহাম্মদ অনেক ভাল লাগল। আমার পাতায় আমন্ত্রণ জানিয়ে গেলাম
গোবিন্দ বীন কতোটা উদ্ধত হলে জয় করা যায় কাঞ্চনজঙ্ঘা, কতোটা নৈকট্যে ছোঁয়া যায় গোপন মণিকাঞ্চন, তুমি যদি কখনো দুঃসহ ক্রোধে জানতে চাও এই সীমাহীন অনধিকার চর্চার অন্য নাম কি, আমি শুধু বলব, ভালোবাসি, বড় ভালোবাসি । ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
জয় শর্মা (আকিঞ্চন) "ভালোবাসি" সুন্দর উদাহরণ। ভোট রেখে গেলাম দাদা।

১৯ আগষ্ট - ২০১৩ গল্প/কবিতা: ৩৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪