বলি ; শোন

রাত (মে ২০১৪)

রাজীব ভৌমিক
  • ১২
মোহিনী,
আজ রাত্রি দেখ।
নিয়নের চেয়েও বিবর্ণ আলোর এই চাঁদ,
আকাশ জোড়া অসংখ্য নক্ষত্র,
যেসকল হৃদয় ছুঁয়ে যায়,
তা আমায় স্পর্শ করেনি কখনো।
তোমার প্রতীক্ষায়,
শুধু গাঢ় অমাবস্যার রাতেই জাগতাম আমি।
কেননা তোমার মতই লুকিয়ে থাকা অযাচিত সৌন্দর্যের,
এসব চাঁদ তারা সঙ্গ দিত আমায়!

মোহিনী,
ঐ যে কিশোর,
কুয়াশার চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে ফুটপাতের শয্যায়,
ঈশ্বরের পৃথিবী তাকে কৃপা করেনি কখনো!
কেননা আমার মত অবোধেরা,
তোমার জন্য,
শুধু অমাবস্যার রাতেই জাগত!
আর ঐ গাঢ় আঁধারে ঊর্ধ্বমুখ আকাশে,
শুধু তোমায় খুঁজেছি আমি,
নিচে তাকানোর সময় হত না আমার!

মোহিনী,
এ পাড়ার মধ্যবিত্ত হামিদ আলী,
ভিখারি হাশেম,
অথবা রাস্তার জয়তুনেরা,
যারা অমাবস্যার রাতে, আমার সাথে,
ফুটপাতে, পার্কে, খাটে বা ছাদে,
অসংখ্য ঘুমহীন রাত কাটিয়েছে,
তাদের দিকে ফিরেও তাকাইনি আমি।
পেটভর্তি বিলাস নিয়ে,
অমাবস্যার আঁধারে,
অর্ধমৃত নক্ষত্রের ভাগাড়ে আমি খুঁজেছি তোমায়।
হৃদয় যন্ত্রণায় বলেছি " ধেত্তেরি জীবন ",
শুধু তোমার প্রতীক্ষায় থেকে।

মোহিনী,
তাই আজ রাত্রি দেখ!
জোছনা প্লাবিত বর্বর রাত,
যে রাত রোগাক্রান্ত এ নগরের দুঃখ,
তোমার চোখে আমার ভালোবাসাকে অস্পষ্ট করে দিবে।
তবু, আমার মত তরুণেরা,
যুগে যুগে এমনি কত অমাবস্যার রাত জাগে,
শুধু তোমার প্রতীক্ষায় থেকে!
জানি একদিন,
হৃদয় যন্ত্রণায় বলবে " ধেত্তেরি জীবন "!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Shurob Islam চমৎকার লিখেছেন। খুব ভাল লাগল।
আপেল মাহমুদ ভৌমিক, আজ রাত্রি দেখ! জোছনা প্লাবিত মধুর রাত, যে রাত তোমার দুঃখ বাড়াবে, তবুও মোহিনী কি আর ফিরবে? ---- অনেক অনেক ভালো লাগা জানবেন।
ওসমান সজীব কবিতাটি খুব ভালো হয়েছে
গুণটানা নৌকা আবার ভোট দিতে ৫ মিনিট অপেক্ষা করুন।খুব ভালো (৪)
ওয়াহিদ মামুন লাভলু চমৎকার লিখেছেন। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
আখতারুজ্জামান সোহাগ এ প্রতীক্ষার শুরু হয়েছিল কবে, কোথায়; আর কোথায়-ই বা শেষ? কে জানে! প্রতীক্ষার কবিতা ভালো হয়েছে, ভালো লেগেছে।
মোঃ মহিউদ্দীন সান্‌তু হৃদয় যন্ত্রণায় বলেছি " ধেত্তেরি জীবন ", খুব ভালো লাগলো কবিতাটি, দারুন লিখেছেন , অনেক অনেক শুভকামনা।
আলমগীর সরকার লিটন না সুন্দর কবিতা অভিনন্দন--------
ক্যায়স N/A UNION ALL SELECT NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL# মোহিনী, তাই আজ রাত্রি দেখ! জোছনা প্লাবিত বর্বর রাত, যে রাত রোগাক্রান্ত এ নগরের দুঃখ, তোমার চোখে আমার ভালোবাসাকে অস্পষ্ট করে দিবে। তবু, আমার মত তরুণেরা, যুগে যুগে এমনি কত অমাবস্যার রাত জাগে, শুধু তোমার প্রতীক্ষায় থেকে! জানি একদিন, হৃদয় যন্ত্রণায় বলবে " ধেত্তেরি জীবন "! অসাধারণ কবিতা। খুব ভালো লাগলো। শুভেচ্ছা জানবেন।

১৮ আগষ্ট - ২০১৩ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪