যৌবনে বিগলিত চিত্ত পঙ্কিল-পুকুরে দেয় ঝাঁপ
ইন্দ্রিয়ের কাছে বিবেকের অবাঞ্ছিত টানা পরাজয়।
একদা দুঃখ নামে শাপে বর হয়ে; যেন তা আশীর্বাদ সম।।
দুর্দশায় ক্ষত-বিক্ষত হয় হৃদয়
দন্ডায়মান উদিত শুভবোধে
পাপমুক্তির পরে ঠিক যেন
সাচ্চা মাঝ বয়সী অথচ-
বাচ্চা শিশু এক...
advertisement
দন্ডায়মান উদিত শুভবোধে
পাপমুক্তির পরে ঠিক যেন
সাচ্চা মাঝ বয়সী অথচ-
বাচ্চা শিশু এক...।
ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।