ছোটবেলার ইচ্ছা

ইচ্ছা (জুলাই ২০১৩)

জি সি ভট্টাচার্য
  • ১১
  • 0
ইচ্ছে ছিল, বড়ো তো হই,
হবো, প্লেনেরই পাইলট,
গোঁ গোঁ করে আকাশে উড়ে,
ভাঙবো মেঘের জট।

ইচ্ছে ছিল, আমার হাতে
নয় চলবে ট্রেন,
কু ঝিক ঝিক ভোঁ বাজিয়ে
ছুটবে নিদারুণ।

ইচ্ছে ছিল, না হয় আমি
মোটর গাড়ী চালাবো,
পথে যেয়ে ভোঁ ভোঁ করে
হর্ণ বাজাবো।

ইচ্ছে ছিল, তাও না হলে
হবোই শিকারী,
দুম দুমিয়ে চালিয়ে গুলী
হাতী কি বাঘ মারি।

মনে ছিল, নিদেন আমি
ডাকাত হতে চাই,
হাতে বন্দুক ইয়া গোঁফে
ভয় পাবে সব্বাই।



কিন্তু যে হায় কিছুই তো নয়
হ’লাম কেরানী,
কলম পিষে,খরচ চালাই
কিছুই না জানি।

তাই পড়ি বই, লিখি দেদার
ভ্রমণ কাহিনী,
এক পয়সা হয় না তা’তে
নারাজ গৃহিনী।

বলেন যদি এর চেয়ে রোজ
ধরতে টিউশানী,
আসতো ঘরে পয়সা দু’টো
জুটতো বিরিয়ানী।

তাই মনে হয় ছেলেবেলায়
স্বপ্ন দেখাই মিছে,
আকাশ ভূলে, থাকা উচিত
মাটি মায়ের কাছে।

করলে আশা পস্তাতে হয়
মনটা যে যায় দমে,
সন্তুষ্টি হয় না তখন
আয়ুটি যায় কমে।

তাই তো ভাবি সাধ্য ছাড়া
উড়তে চাওয়া সার,
যথার্থকে মেনে নিলেই
আশ মেটে সবার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
স্বাধীন সুন্দর ছড়াটি পড়ে তো তাই মনে হল "তাই মনে হয় ছেলেবেলায় স্বপ্ন দেখাই মিছে, আকাশ ভূলে, থাকা উচিত মাটি মায়ের কাছে" ভাল লাগল।
রোদের ছায়া কবিতার জিবন্মুখিতা বেশ সুন্দর । ছোটবেলার ইচ্ছগুলো আসলে এমনি বাস্তবতা বর্জিত হয় ।। কিন্তু সময়ের সাথে সাথে জীবনের কাঠিন্য ইচ্ছার মৃত্যু ঘটায়।
এশরার লতিফ ভালো লাগলো ছন্দময় পদ্য। আপনার সব লেখাতেই এক ধরণের তারুণ্য আছে জা উপভোগ্য।
তাপসকিরণ রায় কবিতার কিছু কিছু স্তবক ত বেশ সুন্দর।ছড়া ধরণের কবিতাটি ভাল লেগেছে।
আবু ওয়াফা মোঃ মুফতি ছন্দে ছন্দে ভালো লাগলো বেশ |
তানি হক ইচ্ছের ..সুন্দর সুন্দর উপমা ...ভালো লেগেছে ...ধন্যবাদ রইলো
মিলন বনিক সুন্দর ইচ্ছেগুলো সব স্বপ্ন হয়ে উড়ছে..খুব ভালো লাগল....
আলমগীর মুহাম্মদ সিরাজ আপনার কবিতা পড়ে স্বপ্ন দেখতে ভয় পাচ্ছি!
এফ, আই , জুয়েল # বেশ বড় ও মজাদার একটি কবিতা ।।
অদিতি ভট্টাচার্য্য খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে

২৩ এপ্রিল - ২০১৩ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী