প্রবোধ হীন মন

শৈশব (সেপ্টেম্বর ২০১৩)

সহিদুল ইসলাম
  • 0
  • ৩১
শৈশবে থেকেই ছিলে, তুমি আমার চেনা,
ভালবাসা কারে কয়, তখন ছিল অজানা।
যখন আমি দিয়েছি পা সবে কৈশোরে,
ভালবাসা তখনো মোর জাগেনি অন্তরে।
তবে অন্তর আমার এতটুকু বুঝত,
অনেক বেশী তোমায় ভাল লাগত।
হেনা, তোমার কি কভু মনে পড়েনা?
সেদিন তুমি করেছিলে আল্পনা।
লিখেছিলে তুমি আমার খাতায়,
আজো তা রেখেছি স্মৃতির পাতায়।
আল্পনাতে রাঙ্গিয়েছিলে খাতা,
নাস্তিতে নাকি কইবে তুমি কথা।
জানি তোমার সামনে দাঁড়াবার
ছিলনা মোর কোনই যোগ্যতা।
হায়রে প্রবোধ হীন মনটা আমার,
অযথা কেঁদে বেড়ায় নিয়ে অমূর্ততা।
আমায় তুমি ছোট ভেবেছ, ভাব
বলার আমার কিছু নাই,
অর্থের কাছে আমি হয়েছি পরাভব,
দুঃখ যেন আপন বড় ভাই।
নিয়তি আমায় করেছে এমন, হায়
আমাকে তুমি করেছ পর,
জানি, স্বর্গ সুখে থাকার প্রত্যাশায়,
খুঁজে নিয়েছ যোগ্য বর।
এখন আমার অর্থ আছে, লাভ কি?
পাশে নেই যে তুমি,
প্রেমের কাছে অর্থের তুলনা হয় কি?
অর্থ দিয়ে সুখ যাচনা শুধুই বোকামী ।
যেখানেই থাক তুমি, আশিস্ তোমার তরে,
সুখী যেন করে তোমায় আপে-পরোয়ারে।
অর্থের কাছে যদি বা কোনো দিন,
সুখ তোমার হয়কো পরাজয়।
দয়া নয় দাবী নিয়ে এসো সেই দিন,
দুয়ার আমার তোমার তরে অবারিত সদায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য যে ভালবাসাকে অর্থমূল্যে ওজন করে সে তো ভালবাসার দাম বুঝবেই না.... বিরহকাতর প্রেমিকের বেদনা বেশ ফুটেছে
ভালো লাগেনি ১৫ সেপ্টেম্বর, ২০১৩
মিলন বনিক অর্থ আর প্রেম...সুন্দর কথামালা....ভালো হয়েছে....
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৩
মোঃ সাইফুল্লাহ খুবই সুন্দর। আমার মা গলব্লাডারে ক্যান্সারে আক্রান্ত। আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করবেন ও আমার মায়ের শাররিক অসুস্থতার বিষটি মানবিক দিক দিয়ে বিচার করে যে যতটুকু পারেন আর্থিক সাহায্য করবেন । সাহায্য পাঠানোর ঠিকানা : মোঃ সায়ফুল্লাহ ,সঞ্চয়ী হিসাব নং -১০১৭৪০৪, সোনালী ব্যাংক,মাগুরা শাখা মাগুরা।
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১৩
এশরার লতিফ চিরচারিত হৃদয়নীতি আর অর্থনীতির দ্বন্দ্ব, বেশ লাগলো।
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০১৩

২০ এপ্রিল - ২০১৩ গল্প/কবিতা: ১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪