র-তে রাজাকার, ব-তে বাংলা ছাড়

স্বাধীনতা (মার্চ ২০১৩)

সানোয়ার রাসেল
  • ১৮
  • ১১
তোমাদের ছিলও একাত্তর, আমাদের আছে তেরো,
তিরিশ লক্ষ জীবনের ঋণ শুধতে কি কেউ পারো?
দেখতে চায়না আর বাঙালি হায়েনার মুখে হাসি,
বিচারপতি, বিচার কর, রাজাকারে দাও ফাঁসি।

ঝরিয়েছে কত মায়ের অশ্রু, কেড়েছে বোনের হাসি,
আজ তেরো তে একটাই দাবী, রাজাকারে দাও ফাঁসি।
পদ্মা-মেঘনা বইছে আমার ভাইয়ের রক্ত আজো,
সেই লহু দেয় সাক্ষ্য, তবুও আর কি সাক্ষী খোঁজো?

বেয়াল্লিশটি বছর গিয়েছে, নাটক দেখেছি ম্যালা,
জনতা-জোয়ার উঠেছে শা’বাগে, বুঝবে এবার ঠেলা।
পিতা এসেছে শিশুটিকে নিয়ে, বোনটির সাথে ভাই,
কণ্ঠে সবার একটাই দাবী, দালালের ফাঁসি চাই।

শপথে দৃপ্ত, বজ্রমুষ্টি, জনতা হয়েছে এক,
হায়েনার দল, পালালি কোথায়? শাহবাগে এসে দেখ।
জেগেছে শা’বাগ, জেগেছে বাঙালি, জেগেছে বাংলাদেশ,
তুই রাজাকার পালাবি কোথায়, দেখে নেবো তোর শেষ।

আমাদের বেঁচে খেয়েছে কতনা রাজনীতিজীবী দল,
সব ছুড়ে ফেলে আজকে শা’বাগে শুধু মানুষের ঢল।
সেই মানুষের একটাই দাবী, আর কোন চাওয়া নাই,
দেশের শত্রু তুই রাজাকার, তোদের ফাঁসি চাই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ সাইফুল্লাহ সেই মানুষের একটাই দাবী, আর কোন চাওয়া নাই, দেশের শত্রু তুই রাজাকার, তোদের ফাঁসি চাই ..................... ছন্দমিল গুলো খুব সুন্দর//
মোঃ কবির হোসেন চমত্কার কবিতা. ধন্যবাদ.
তানি হক ছন্দমিল গুলো খুব সুন্দর ...আর যে থিমের উপর কবিতা ...ঠিক তেমনি কবিতার আবেগ এবং উদ্দীপনার ছোয়া পেয়েছি ...ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য
সূর্য রাজনীতিবিদরা বেঁচে খায়, খাচ্ছে খাবেও, ওরা পারে কারণ ওরা এক হয়ে নেতৃত্ব দেয়, একে অন্যের দোষ ঢাকে। আর শাহবাগের বা গণ আন্দোলন হয় একমুখী দলহীন তাই কেউ কারো দোষ ঢাকতে পারে না। আর এখানেই আন্দোলনের সুফল পাওয়ার ভয়, খুব সহজেই স্রোত ঘুরিয়ে দেয়া যায়। ছন্দে আর অন্তমিলে কবিতা বেশ ভাল লাগলো ।
ধন্যবাদ। ঠিকই বলেছেন, স্রোত ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি পদ্মা-মেঘনা বইছে আমার ভাইয়ের রক্ত আজো, সেই লহু দেয় সাক্ষ্য, তবুও আর কি সাক্ষী খোঁজো?......// অসাধারণ কথা ..উদ্বীপণা জাগে মনে......অন্তমিলের জাদু মুগ্ধ করলো....এরপর//....জেগেছে শা’বাগ, জেগেছে বাঙালি, জেগেছে বাংলাদেশ, তুই রাজাকার পালাবি কোথায়, দেখে নেবো তোর শেষ।....// শেষের এদুটি লাইনের অনেক প্রত্যাশার ইঙ্গিত পেলাম যা উজ্জ্বীবিত করলো .....রাসেল আপনাকে ধন্যবাদ..........
মো. রহমত উল্লাহ্ র তে রাজাকার, গ তে গোলাম আজম, ব তে বাচ্চু, ছ তে ছাইদী এসব বলা বা লেখা উচিত নয়। এতে আমাদের রক্তে কেনা বাংলা বর্ণমালার অপমান করা হয়। বরং তাদের নাম উর্দু বর্ণে বলাই উচিত। তাছাড়া রাজাকার শব্দের অর্থ সেবক। তাই তারা রাজাকার নয়, রেজাকার! যা একাত্তরেই আমাদের গ্রামবাংলার মানুষ বলতো। কঠিন সমালোচনায় কষ্ট নেবেন না যেনো।
শাহ আকরাম রিয়াদ "আমাদের বেঁচে খেয়েছে কতনা রাজনীতিজীবী দল, সব ছুড়ে ফেলে আজকে শা’বাগে শুধু মানুষের ঢল। সেই মানুষের একটাই দাবী, আর কোন চাওয়া নাই, দেশের শত্রু তুই রাজাকার, তোদের ফাঁসি চাই" -- এবার জেগেছে সবাই.. তোদের আর বাঁচন নাই। ভাল লেগেছে।
এশরার লতিফ সুন্দর প্রতিবাদী কবিতায় সময়ের দাবী তুলে ধরেছেন ...অনেক শুভকামনা...
মিলন বনিক রাসেল ভাই...ক্ষোভ আর শক্তির সমন্বয়ে সুন্দর কবিতা....তাই যেন হয়....ভালো লাগল....
তাপসকিরণ রায় বিদ্রোহের কবিতা--ছন্দবদ্ধ সুন্দর কবিতা--মনকে উতলা করে তোলে।খুব ভালো লিখেছেন ভাই !
ভালো লেগেছে জেনে ভালো লাগলো

০১ ডিসেম্বর - ২০১২ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪