মুক্তিযোদ্ধার পোষ্টমর্টেম

মুক্তিযোদ্ধা (ডিসেম্বর ২০১২)

আলম ইরানী
  • ২৩
  • ১০২
একদিন ছিলো সবই
ছিলো ঘর,বাড়ী,অর্থ-সম্পদ,সংসার সবই,
যেই মাতৃভূমির লাগি বিসর্জন দিয়েছে সব
মুক্তভূমিতে নিত্য বঞ্চিত,দুর্দশার মহোৎসব।

বস্তিতে তার হয়েছে ঠাই
কি পরে,কি খায়,কারো কোন দায়িত্ব নাই,
কখনও কুলি,রিকসা ঠেলে চলছিলো দিন
অসুখ হলে নিয়তি ভরসা,কষ্ট-দুঃখ অবর্ণন।

আকাঙ্ক্ষার হয়েছে মৃত্যু
নতুন পোশাক তার স্বপ্ন বিলাস,সে যে উদ্বাস্তু,
উদভ্রান্ত দৃষ্টিতে হাতড়িয়ে ফিরে দূর অতীত
বুকের ভিতর উঠে সুনামীর তান্ডব,মন উম্মত্ত।

তবুও নেই তার আফসোস্
দিতে পেরেছে মুক্ত দেশ,যদিও নিজে উপোস,
বলে-থাকুক ব্যাস্ত নিজকে নিয়ে,থাকুক অর্থপ্রেম,
শুধু এতটুকু আশা মোর,জাগ্রত থাকুক দেশপ্রেম।

কোন এক সকালে দেখি
পড়ে আছে মরে তার নিজ হস্তে গড়া চটের ঘরে
গুমোট প্রকৃতি এই বুঝি ঝড় উঠে মেদেনী প্রান্তরে,
হবে পোষ্টমর্টেম,সাংসদ-মন্ত্রী চামচারা আগুয়ান
হাসবো ? নাকি কাঁদবো ?
উপোসে মৃত মুক্তিযোদ্ধাকে
নাকি দেয়া হবে রাষ্ট্রীয় মরণোত্তর সম্মান !!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর ।।
সাদ্ বিন আদ্দিন ভালো লেগেছে ভাইয়া ।
তাপসকিরণ রায় কোথাও কোথাও ছন্দ সামান্য কেটে গেলেও সার্বিক ভাবে বলতে হবে ভালো কবিতা.খোলা মনের ভাব সহজে কবিতাতে প্রকাশ করতে পেরেছেন.ধন্যবাদ জানাই কবিকে.
ফাইরুজ লাবীবা চমৎকার কবিতা..........
সুমন স্বপ্নাহত একটা কান্না লুকিয়ে আছে কবিতায়। ভাল লিখেছেন।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি তবুও নেই তার আফসোস্ দিতে পেরেছে মুক্ত দেশ,যদিও নিজে উপোস, বলে-থাকুক ব্যাস্ত নিজকে নিয়ে,থাকুক অর্থপ্রেম, শুধু এতটুকু আশা মোর,জাগ্রত থাকুক দেশপ্রেম।..........খুব ভাল লাগলো আলম আপনার কবিতা.....সব না পাওয়ার বেদনা নিবারন হয়ে যায় একটি মাত্র কথায় 'দেশ প্রেম' থেকে সরে না আসার ক্ষমতা.....যাকে ভাবে ইসলাম ধর্মের ভাষায় বলা হয় 'ঈমান'.......অনেক অনেক ধন্যবাদ আপনাকে ..............
সোমা মজুমদার khub valo laglo kabita...........
তানি হক হাসবো ? নাকি কাঁদবো ? উপোসে মৃত মুক্তিযোদ্ধাকে নাকি দেয়া হবে রাষ্ট্রীয় মরণোত্তর সম্মান !!!....বেদনাময় একটি কবিতা ..অনেক অনেক ভালোলাগা রইলো ..সুভেচ্ছা ও ধন্যবাদ
সূর্য হতাশার স্পষ্ট সুর
মিলন বনিক খুব সুন্দর কবিতা...উপোসে মৃত মুক্তিযোদ্ধাকে, নাকি দেয়া হবে রাষ্ট্রীয় মরণোত্তর সম্মান !!! অনন্য...ভালো লাগলো...

১৬ নভেম্বর - ২০১২ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪