স্বপ্নের জলছবি

মুক্তিযোদ্ধা (ডিসেম্বর ২০১২)

ঐশী
  • ৩৫
  • ১২
বাঁশের চাটাইয়ে শুয়ে শুয়ে আধ মরা পিঠ
খরতাপ বিদগ্ধ মাটির মত ফালা ফালা
কখনও কিঞ্চিৎ জল নিয়ে জল কন্যা, তৃষ্ণার আগার আরও বড় হয়
কপালের বলি রেখায় উল্কার দাগা
স্বপ্ন গুলো খসে খসে পড়ে; ক্রোধ, ঘৃণা, লজ্জার ঘোমটার আড়ালে
বাঁ পায়ের গোড়ালিতে বিদ্ধ বুলেটের ক্ষত
এখনও সদ্য ফোঁটা ফুলের মত তরতাজা
আর মনের গ্র্যান্ড ক্যানিয়ন শত তালির ভেজা শার্টের মত ভ্যাবচাকা
নিতুই ভাবি, হে মাটি দ্বিধা হও
স্বপ্নের জলছবি আঁতুড় ঘরে মা মরা দুহিতার মত
তুফান কান্নার বীভৎস সুর লাশের গায়ে আঁচড়ে পড়ে
অথচ কথা ছিল, কত কথা-----
একটু স্বাধীন নিঃশ্বাস নেব
কচি খুকির তুলতুলে কপালে সূর্যের টিপ দেব
রাঙা ভাবীকে সবুজ শাড়ীতে মুড়িয়ে দেব
যেমন ইচ্ছে কবিতা লিখব
আউলা কেশী স্বর্ণলতার ছবি আঁকব
এখন বেতারের মুখে আমার কর্ণ কুহর
বিজয় সন্দেশের প্রতীক্ষায়, আহত ব্যাঘ্রের মিছে হুংকার
সাগর বক্ষে জল পতনের শব্দ গুণে !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এস, এম, ইমদাদুল ইসলাম " বিজয় সন্দেশের প্রতীক্ষায়, আহত ব্যাঘ্রের মিছে হুংকার ? ? ? ? ? " আপনার কবিতার এই একটা চরণেই নিহিত যে অভিমানের জ্বালা - এতেই প্রমাণ করে দেশটাকে নিয়ে ৪১ বছর ধরে যারা খেলা করেছে তারা কীভাবে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে , আজো করছে তাদের নামে মন্ত্রণালয় খুলে, তাদেরকে সনদপত্র নামক কাগজে মুড়ে, ভুয়া কাগজপ্রার্থীদের ভীড়ে নিক্ষেপ করে এবং বড় মাপের করুণা ভিক্ষা দিয়ে । এ বড় কঠিন জ্বালা । অনেক ধন্যবাদ কবিকে ।
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর ।।
জোনাকি একটু স্বাধীন নিঃশ্বাস নেব কচি খুকির তুলতুলে কপালে সূর্যের টিপ দেব রাঙা ভাবীকে সবুজ শাড়ীতে মুড়িয়ে দেব যেমন ইচ্ছে কবিতা লিখব আউলা কেশী স্বর্ণলতার ছবি আঁকব ----------- স্বপ্ন গুলো অসাধারন ; খুব সুন্দর কবিতা ।
মোহসিনা বেগম বাঁ পায়ের গোড়ালিতে বিদ্ধ বুলেটের ক্ষত এখনও সদ্য ফোঁটা ফুলের মত তরতাজা আর মনের গ্র্যান্ড ক্যানিয়ন শত তালির ভেজা শার্টের মত ভ্যাবচাকা -------অনিন্দ্য সুন্দর একটি কবিতা লিখেছেন ঐশী ।
এম এ মান্নান আপনার কবিতা পড়ে তো অবাক হয়ে গেলাম ! অনেক সুন্দর ।
তানি হক কাব্য গাথা কবিতাটি ভালো লাগলো ....শুভেচ্ছা ও স্বাগতম
সূর্য ভাল লাগলো কবিতা।
জেবুন্নেছা জেবু স্বপ্নের জলছবি আঁতুড় ঘরে মা মরা দুহিতার মত তুফান কান্নার বীভৎস সুর লাশের গায়ে আঁচড়ে পড়ে অথচ কথা ছিল, কত কথা----- একটু স্বাধীন নিঃশ্বাস নেব কচি খুকির তুলতুলে কপালে সূর্যের টিপ দেব ------- বাহ খুব সুন্দর !
তাপসকিরণ রায় খুব সুন্দর লেগেছে কবিতাটি.মাঝে মাঝে দেওয়া উপমা গুলি অপূর্ব.ধন্যবাদ জানাই কবিকে.
ভাবনা এখন বেতারের মুখে আমার কর্ণ কুহর বিজয় সন্দেশের প্রতীক্ষায়, আহত ব্যাঘ্রের মিছে হুংকার সাগর বক্ষে জল পতনের শব্দ গুণে ! ------------ অনন্য কবিতা ! খুব ভাল লাগলো ।

২২ অক্টোবর - ২০১২ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪