স্বাধীনতা এমনই পিতা

শ্রম (মে ২০১৫)

এনামুল হক টগর
আমি দিন মজুর, শহীদ মুক্তিযোদ্ধা মোহর আলীর ছেলে
ছোট ভাই মধু চায়ের দোকানে কাজ করে
বাবা বেঁচে থাকলে আমরা হয়তো লেখাপড়ার সুযোগ পেতাম
ছোট ভাই নিয়মিত স্কুলে যেতো
আমাদের একদিন ভালো চাকুরি হতো।
কিন্তু ¯^াধীনতা যুদ্ধে প্রিয়তম পিতা শহীদ হলো
বাবার ¯^প্ন ছিল আমরা সুশি¶ার আদর্শে গড়ে উঠবো
সোনার মৃত্তিকা ফসলে ফসলে ভরে উঠবে
অভাব মুক্ত সংসারের পথ ধরে
ধনী ও দরিদ্ররা সাম্যের এক সারিতে হেঁটে যাবে
নিরš—র বাঁশির ধ্বনিতে প্রিয়তম জন্মভূমি ছায়া দেবে
উজ্জ্বল নদীর বাঁকে ঘাম ঝরা কিষাণ মাঝি গান গাইবে
নিসর্গ সঙ্গী প্রিয়তম বাংলাদেশ শাšি—তে ভরে যাবে
রোমাঞ্চিত চিত্রকর্মে কুঁড়িগুলো ফুল হয়ে ফুটে উঠবে
বৈচিত্রময় বীজের বপনে আমরা সমৃদ্ধি হবো
সুললিত প্রকৃতির শরীরে পাখিরা গান গাইবে
¯^াধীন বাংলা যেন ¯^র্গরাজ্যের শোভিত পুষ্প উদ্যান হবে।
কিন্তু সব ব্যর্থ হয়ে গেলো, সাব ব্যর্থ হয়ে গেলো।
চারিেিদক দূর্নীতি সন্ত্রাস গুম খুন আর লাশ
পঁচাত্তরের পর বড় চাচা মুক্তিযোদ্ধা
সোলাইমানকে শত্র“রা হত্যা করলো
প্রেমহীন শক্তিধর ভন্ডদের দাপটে
দ্বিধাবিভক্ত দেশ ও সমাজ যেন যন্ত্রণায় জ্বলে উঠলো
শুধু আক্রমণ কলহ আর কুটিল কালের অসšে—াষ
অসহায় নীরব অপ্রতিবাদে ¯^দেশ দাঁড়ায়ে রইল
যেন অপরিপক্ক শস্যদানা প্রত্যাশাকে বিপন্ন করলো
আর নিরাপত্তাহীন আঁধারে ডুবে যেতে লাগলো ¯^াধীনতার ¯^প্ন।
¯^াধীনতা বিরোধী কালু মন্ডল এখন গ্রামের বৃত্তবান
যুদ্ধের সময় অনেক টাকা ও সম্পদ লুট করেছিল
তদবীর করে ছেলের নামে মুক্তিযোদ্ধার সনদ নিয়েছে
চাকুরির জন্য কালু মন্ডলের উত্তর সূরীদের জীবন প্রসন্ন
কিন্তু আমি দিন মজুর মুক্তিযোদ্ধা মোহর আলীর সš—ান
সংসারে অভাব অনটন আর দুঃখে দাউ দাউ ¶ুধা
ছোট ভাই কিশোর শ্রমিক দোকানের কর্মচারী
বীরাঙ্গণা বোনটি সেই যে ঘর ছেড়ে চলে গেলো
আর কোনদিন কেউ তার খোঁজ রাখেনি
শুনেছিলাম সে এক নিষিদ্ধ পল­ীতে জীবন ধারণ করছে
এই চন্দ্রবতী নদী এই প্রিয়তম ফসলের মাঠ
এই খানে যুদ্ধে বাবার ¶ত বি¶ত লাশ পড়েছিল
পাশের শহরে কবি মেহের“নকে গুলি করে হত্যা করেছিল।
আজ সকালে আবু মিয়ার ছেলে রান্টু
নেশার টাকার প্রয়োজনে মা ও ছোট বোনকে হত্যা করেছে
গতকাল জমি সংক্রাš— বিরোধে ভাই হয়ে ভাইকে হত্যা করেছে
মাজেদের কিশোর ছেলে সাব্বিরকে অপহরণের পর
মুক্তিপণের টাকা না দেওয়ায় নিমর্মভাবে সন্ত্রাসীরা হত্যা করেছে
যৌতুকের অত্যাচারে প্রতিবেশী অসহায় রাবেয়া
¯^ামীর হাতে নিষ্ঠুর ভাবে খুন হয়েছে।
ঈদের জামা কিনে দিতে না পেরে আখের আলী
তার দুই শিশু সš—ানকে নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছে
বধির কিশোরী প্রকৃতির ডাকে স্কুল ছেড়ে পাশের বাড়িতে গেলে
বাড়ির মালিক তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে।
কয়েক মাস আগেই মুক্তিযোদ্ধার মেয়ে স্কুলে যাওয়ার পথে
সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত হলে প্রতিবাদ করায়
ঘাতকরা তার মুক্তিযোদ্ধা পিতাকে হত্যা করেছে
এমন ¯^াধীনতা তুমি দিয়েছো পিতা
যুদ্ধের সময়ও মুক্তিযোদ্ধারা দরিদ্র ছিল এখনও দরিদ্রই আছে
তোমার বুকে শুধুই জ্বালাও পোড়াও গুম আর খুন
পেট্রোল বোমায় দগ্ধ ¶ত-বি¶ত অসহায়ের লাশ।
এখনো তোমার হত্যাকারীরা কালো টাকায় প্রবল শক্তিশালী
কখনো কখনো ওরা দেশের ¶মতাধর হয় গাড়িতে পতাকা উড়ায়
যেন পৃথিবীর এক দুঃখ ও বেদনার বিরল ইতিহাস
মহৎ মুক্তিযোদ্ধা শহীদ মোহর আলীর ছেলে আমি হেঁটে যাই
আগে ও পিছে ধৈর্য ধারণ করি সুন্দরের অপে¶ায়
মুক্তিযোদ্ধারা অনš—কালের সত্য বীজ বপণকারী
অভাব অন্যায় আর সন্ত্রাসের বির“দ্ধে সংগ্রামকারী
পরষ্পরা বংশধর বহুদূর আদর্শের মহৎ পথ
মুক্তি আর শাšি—র বার্তা নিয়ে ছুটে যায়
ওই দূর আকাশ দিগš— নদী মাঠ আর নগরের বুকে
লাল ও সবুজ রক্তে আঁকা জাতীর প্রিয় পতাকা
বেদনা ও ¶োভে কানে কানে বলে
প্রিয় মুক্তিযোদ্ধার সš—ান বলো
হে প্রিয় জন্মভূমি, হে পবিত্র মাতৃভূমি
¯^াধীনতা এমনই পিতা, ¯^াধীনতা এমনই দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাসরিন চৌধুরী শব্দ ভেঙ্গে পুরো লেখাটিই তার সৌন্দর্য হারিয়েছে। আগামীতে খেয়াল রাখবেন
এমএআর শায়েল বানানগুলো এমনভাবে ভেঙ্গেছে পড়ার মতো নয়। ইউনিকোডে লিখে আপলোড করবেন।
দীপঙ্কর বেরা একটু বড় তবে ভালই । ভোট । আপনার মত ও ভোটের প্রতীক্ষায়
গোবিন্দ বীন কখনো কখনো ওরা দেশের ¶মতাধর হয় গাড়িতে পতাকা উড়ায় যেন পৃথিবীর এক দুঃখ ও বেদনার বিরল ইতিহাস মহৎ মুক্তিযোদ্ধা শহীদ মোহর আলীর ছেলে আমি হেঁটে যাই আগে ও পিছে ধৈর্য ধারণ করি সুন্দরের অপে¶ায়।ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
সোহানুজ্জামান মেহরান স্বাধীনতা বিষয়ক কবিতাটি অনেক ভাল হয়েছে।ভোট রইলো।

২১ অক্টোবর - ২০১২ গল্প/কবিতা: ৯৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪