অরুণাভ ভোর

ভোর (মে ২০১৩)

শামসুল আলম
সেখানে জ্যোৎস্না রাত আকাশ ছুঁয়েছে মেঘ জলের শরীর তন্ময়ে মেঘ হাঁটে কেমন অচিন তান ডাকে ঝিনঝিন। কেমন ঘুমের মত অস্থির ঘোর। অচেনার মোহান্ধ দুইচোখ জোর।

এত চেনাজানা সব, চোখের সরল কেন অচেনার মত করে আসে। চোখের বৃত্ত ভেঙে জেগে আছে শাঁসে। অন্ধকার খুঁজে তার ফিরে গেছি বনে-
শালিখের গাল, পাগল আকাশ রেখে হেঁটেছি বেহুঁশ। আমার ভেতরের অহোরাত্র নদী, সেখানের ধ্যানগ্ন সিদ্ধপুরুষ।

জ্যোৎস্নারে গায়ে রেখে ডুবে আছে নদী, সেখানে আগুন রাত নাচিতেছে যদি।বিজন গাঁয়ের পথ হিমরাত নেমে এলে বন। অধরায় পুস্পরাগ মেলেছে কখন।

দুপুরে আগুন রোদ হেমন্ত চিঠি আসে ডাকে। রোদ্রের ঝুলে থাকা হলুদ দুপুর, শালিখের দুইচোখে ছুঁয়েছি তাকে। বর্ষা কেমন ঘোর আকাশে অরোদ।কৃষ্ণচূড়ার রঙ কাকনের নদীবতি হাত,
সে হাতেই ময়ূরি দেখেছি হতাশ।
শিশির ছুঁয়েছে ঘাস, ধোঁয়ার আঁশের মত নেমে আসে ঝুর
অন্ধকার ভেঙে আনে সকালের কাক, পাখিদের ডাক শোনে নদীর দুকূল।ভোর হলে উত্তরে হিম ছুঁয়ে দখিনের ঝাড়। আমার বাগানে সনামে দেহ ফুলভার।ফাল্গুনে আগুনের রঙে সাজে এখানের বন, সেখানেই নেয়ে উঠি ভেতরে সেঁতার।
প্রজাপতি ছড়িয়েছে চোখে চোখে রাঙতারা-ফুলের পরতে রেখে মুখ, নদীর গতর জুড়ে আগুনের সুর।দেহ পুড়ে ছাই হলে প্রতিদিন চাঁদ ওঠে, আমার চঁদের দেহ নেমেছে সমর
অথচ সেদিনের অরুণাভ ভোর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোদের ছায়া হুম না পড়লে অবশ্যই মিস করতাম , খুব সুন্দর কবিতা । গদ্য কবিতা কি ? কবিতার যথাযথ মূল্যায়ন হবে এই প্রত্যাশা থাকলো, শুভকামনা । আমার চঁদের দেহ =আমার চাঁদের দেহ হবে কি??
সূর্য দারুন সুন্দর কবিতা। এটার পাঠক খরা ঠিক বোধগম্য হলো না। পাঠকের ভাগ্য খারাপ বোধহয়।
মিলন বনিক খুব সুন্দর গদ্য কবিতা...খুব ভালো লাগল আলম ভাই...অনেক শুভকামনা....
এশরার লতিফ খুব সুন্দর লাগলো কবিতার নিবিড় দ্যুতি। তবে দু একটা যায়গা আমার বোধের অতীতে থেকে গেছে যেটা হতেই পারে।
তাপসকিরণ রায় না বুঝেও বোঝার ব্যাপারটা উপভোগ করা যায়--মনে সন্তুষ্টি আসে--আধুকিক কবিতার মর্ম কথা বা মর্ম ব্যথা এটাই !
জলধারা মোহনা খুব সুন্দর, খুব জীবন্ত.. ভালো লাগলো :)

২০ অক্টোবর - ২০১২ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪