সায়ানাইড ঘৃনা

ঘৃনা (আগষ্ট ২০১৫)

Md. Mainuddin
  • ৫২
সায়ানাইড ঘৃণা
মোঃ মাঈনউদ্দিন।
হে আমার অন্তর্স্থিত সাত সমুদ্র পরিমাণ
নীল মৃত্যু সায়ানাইড ঘৃণা,
বর্বর,নিষ্ঠুর খুনেদের পানে পাঠালাম
চতুর্মুখী বাতাসে;
ফোটা-ফোটা ভারী বর্ষা হয়ে ঝরে পড়,
অতঃপর, মৃত্যু দিয়ে শুষ্ক হয়ে উড়ে যাও সুর্যতাপে।
যাও, ধেয়ে যাও-
উম্মত্ত,প্রবল,প্রলয়ংকরী টাইফুন,হ্যারীক্যান
আর সাইমুম ঝড় হয়ে-
ঘিরে ফেলে,ছিড়ে ফেল ওদের যত নীল নকশা।
ভেঙ্গে গুড়িয়ে দাও সব।
মৃত্যুর মহাসমুদ্র পরিমাণ তৃষ্ণা জাগাও আর,
নাসিকাগ্রে নিয়ে যাও অত্যাচারী সব প্রাণ।
অতঃপর, ভরিয়ে তোল সমস্থ অক্সিজেন, বিষাক্ত হাইড্রোজেনে।
আর যন্ত্রণা কাতর করে তোল
মৃত্যু কষ্ঠের হাহুতাসে।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুনুর রশীদ ভূঁইয়া চমৎকার একটি কবিতা ছিল। ২০১৫ সালের পর আর লেখেননি কিছু। লেখালেখি চালিয়ে যান; ভালো করার সম্ভাবনা আছে। ধন্যবাদ।
আশিরুল মণ্ডল বেশ ভালই হয়েছে তবে আরও ভালো করা যেত। আগামি লেখার অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ। ভালো থাকুন সতত।
তৌহিদুর রহমান অনেক ভালো লাগলো...ভোট দিয়ে গেলাম...পাতায় আমন্ত্রন রইলো...আমার কবিতা ভালো লাগলে ভোট করুন...প্লিজ...
ধন্যবাদ আপনার ভালো লাগায়।আসলে সময় করে উঠতে পারিনা তাই এই বিভাগে অনিয়মিত আছি।আপনার স্বাগতমকে স্বাগত জানাই।ভালো থাকবেন।
আবুল বাসার অনেক শুভেচ্ছা রইল।ভাল লাগল।
আপনার জন্য ও একরাশ শুভেচ্ছা।ধন্যবাদ।
মোহাম্মদ সানাউল্লাহ্ কবিতায় ঝরে পড়ল একরাশ আবেগ মিশ্রিত ক্ষোভ আর ঘৃণা । বেশ ভাল লাগল কবিতাটি । ভোট রেখে গেলাম ।
আপনার ভালোলাগা আমার জন্য পরম সৌভাগ্যের।ধন্যবাদ ভালো থাকবেন।
গোবিন্দ বীন অতঃপর, ভরিয়ে তোল সমস্থ অক্সিজেন, বিষাক্ত হাইড্রোজেনে। আর যন্ত্রণা কাতর করে তোল মৃত্যু কষ্ঠের হাহুতাসে। ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
ধন্যবাদ। আপনার পাতায় আমন্ত্রণ সাদরেই গ্রহণ করলাম। ভালো থাকুন।
তুহেল আহমেদ ঘৃণা ঘৃণা ঘৃণা , আকাশে বাতাসে ঘৃণার বিষাক্ততা --
হ্যাঁ শুধুই ঘৃণা, ঘৃণা আর ঘৃণা।আপাদমস্তক ঘৃণায় মুড়িয়ে দিলাম সমস্ত চরাচর।ধন্যবাদ কবি ভাই আমারই অনুরণনের জন্য। ভালো থাকবেন।
ঘৃণা ভরা বাতাসেই আমাদের বসবাস ভাইয়া , কি করা বলেন ? বাঁচতে হলে নিঃশ্বাসে ঘৃণা টেনেই বাঁচতে হবে --

০৭ অক্টোবর - ২০১২ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪