ইচ্ছে তো অনন্ত

ইচ্ছা (জুলাই ২০১৩)

তাপসকিরণ রায়
  • ৩৫
  • ১০
ইচ্ছে ছিল,উড়াল পাখীর ডানায় ঐ আকাশটা ছোঁয়ার,
মন দ্রুতগামী,সহস্র ইচ্ছে স্পর্শে অসীম ওই নীলিমার করুণা--
যদি পারি ধরে আনি,যদি সংখ্যাতীত তারার আঙিনায়
আবার শৈশব লুটিয়ে পড়ে খিলখিল হাসিতে খুশিতে,
যদি আবার মায়ের আঁচলের ছত্রছায়া তলে
খুঁজে পাই নিরাপদ ঢেকে রাখা নিজের সেই মুখখানি!
ইচ্ছে ছিল,ফিরিয়ে দিই সমস্ত দুঃখ গাঁথা,ফিরিয়ে দিই—
অনল পোড়া দগ্ধ ব্যথা,মায়ের বোনের হরণ চির--নগ্ন পশ্বাচার,
সহস্র জনতার ভিড়ে অত্যাচারীর বক্ষে ভেদি লক্ষ শল্য শেল।

সকালের ফুটে ওঠা ফুল,সন্ধ্যের পরিত্যক্ত বাসি বাসর,
রাতের ঝরে পড়া বিষণ্ণ সে সমাধি শয্যা,
কর্পূর কৈশোর বেলা জানি না কি ভাবে যে উড়ে গেল!
রাতের মুদ্রিত চোখে শুধু স্বপ্ন খুঁজে ফিরি,ভালবাসার স্বপন,
ওমের পলতা কাঁথায় শীত বেঁধা কাঁটার মত—
বারংবার ভাঙে কাঁচ ঘুম,মাঝ রাতের তারা গুনি গ্যালাক্সি আঙিনায়।

প্রেম ভাঙে চোরে,সে বুদবুদ নেশার তবু শেষ নেই,
খুঁজে ফেরার শেষ নেই এখনও,এখনও এ বৃদ্ধ জটায়
বৃষ্টি মেঘের স্বপ্ন দেখি--চকিত বিদ্যুতে ফিরে দেখি,
কখনও হঠাৎ যদি সেই চেনা মুখ—
বিরহ বেদন বিধুর সেই চেনা মুখখানি--একবার ফিরে দেখি !

ইচ্ছে তো অনন্ত জানি,প্রভাতের এক রাশ চাওয়া-পাওয়া
ক্ষরণে ভাঙনে অবশেষ নদী পথ কীর্তিনাশার মত
ছুটে গেল তৃষাঢলে...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য জীবনের একটা সময় এমন আসে, যখন ইচ্ছে হয় অতীতটাকে কিছুটা বদলে দিয়ে আসতে যদি পারতুম.... কবিতায় আপনার তেমন ইচ্ছেরা ডালপালা মেলেছে শব্দছায়ায়। ভালো লাগলো দাদা।
অনেক অনেক ধন্যবাদ,সূর্য!
ম্যারিনা নাসরিন সীমা ইচ্ছেকে নানা রঙে এঁকেছেন বেশ ভাল লাগলো ।
অনেক দিন পরে আপনাকে পেলাম।আমার লেখা পড়ার জন্যে ধন্যবাদ।
রক্ত পলাশ ইচ্ছে তো অনন্ত জানি,প্রভাতের এক রাশ চাওয়া-পাওয়া ক্ষরণে ভাঙনে অবশেষ নদী পথ কীর্তিনাশার মত ছুটে গেল তৃষাঢলে.--------------অসম্ভব সুন্দর,দাদা-খুব ভালো-------
কবিতা ভাল লেগেছে জেনে খুশি হলাম,ভাই ! ধন্যবাদ।
হোসেন মোশাররফ ichhe nie val kobita, apnake dhonnobad kobitati amader upohar dear jonno......
জায়েদ রশীদ ইচ্ছেগুলো যেন আপন হাতে ভেঙে আবার গড়েছেন, ভাল লাগল।
শাহীন মাহমুদ প্রেম ভাঙে চোরে,সে বুদবুদ নেশার তবু শেষ নেই, পুরু কবিতাটি পড়লাম---- ভাল লাগলো----- " প্রেম ভেঙ্গে চুরে হলে কেমন হতো ?
আলমগীর মুহাম্মদ সিরাজ অনেক ভালো লাগলো! ধন্যবাদ কবিকে
রাজিয়া সুলতানা দীর্ঘ কবিতার শব্দের লাইনে /কি যে ভাবের কথা মালা সবাই তা জানে./অনেক শুভকামনা.....
খুশি হয়েছি আপনার ভাল লেগেছে জেনে।ধন্যবাদ আপনাকে।

৩০ সেপ্টেম্বর - ২০১২ গল্প/কবিতা: ২৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী