তবে কোথায় স্বাধীনতা!

স্বাধীনতা (মার্চ ২০১৩)

তাপসকিরণ রায়
  • ২৪
চরম দারিদ্র সীমায় বসে যদি ভিক্ষা চাইতে হয় একটি রুটি--
তবে কোথায় স্বাধীনতা !
নাঙলের বক্র কৃশ ফালে--ধুকধুক যদি কৃষকের ন্যুব্জ দেহ ভার—
তবে কিসের স্বাধীনতা !
দীনের কুটির ভাঙে যদি স্পর্ধিত বৈশাখী ঝড়ে,
তোমাদের আকাশ চুম্বী স্বর্গ বাসের ইচ্ছে তলে—তবে কে দেখেছে স্বাধীনতা ?
ইংরেজ বংশধর,পক্ষধর পাঠান--সংখ্যাতীত মীরজাফর জন্মেছে দেখো,
নারীর লজ্জা ভূষণ আজ কলঙ্ক রেখায় ঢাকা—
কে নিয়েছে প্রতিশোধ তার?নারী আজও বন্দী ঘরের দেওয়াল খাঁচায়—
উন্মুক্ত হল সে কোথায়?তবে কাকে বলবে স্বাধীনতা ?
ধনীর মত্ততা যদি দরিদ্রের শোষণ,মৎস্যন্যায় যুদ্ধে মৃত মিছিল জনতার—
তবে বল কোথায় স্বাধীনতা ?
ভারিক্কি চালে চলা সেই দুর্জন,সাজানো শব্দ বুলি মুখরতায়
আশার দিবা স্বপ্নের নেশা জাগিয়ে যদি ক্রুশ বিদ্ধ হল আজের যীশুরা,তবে...?
মাতৃভাষাকে বাঁচাতে চেয়ে ছিল যাঁরা--বিদ্ধ তলপেটে তার লৌহ বুলেট—
আর ওই দেখো অনাথ বন্দীর পাহারায় রাত জাগে অপরাধী সান্ত্রীদল--
তবে কিসের স্বাধীনতা !

বুকের গভীরে যে আগুন সত্তা--যদিও ধীর তার প্রত্যয় জাগরণ,
তবু একদিন উদ্গার হবে সে বারুদ উন্মাদনা,দাউ দাউ সে চিতার
অগ্নি শুদ্ধিতে কি ফিরে আসবে আমাদের আকাঙ্ক্ষিত স্বাধীনতা ?

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ কবির হোসেন অসাধারণ একটা কবিতা পড়লাম, মুগ্ধ হলাম. ধন্যবাদ.
লেখা পড়ে ভালো লেগেছে জেনে আপনাকে অনেক ধন্যবাদ।
মোঃ সাইফুল্লাহ অনেক ভালো লাগলো ।
সুমন আমিও আশায় আছি সে দিনটির ----তবু একদিন উদ্গার হবে সে বারুদ উন্মাদনা,দাউ দাউ সে চিতার অগ্নি শুদ্ধিতে ...ফিরে আসবে আমাদের আকাঙ্ক্ষিত স্বাধীনতা ।---- চমৎকার লিখেছেন।
কবিতা পড়ে মন্তব্য করার জন্যে অনেক ধন্যবাদ।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি ধনীর মত্ততা যদি দরিদ্রের শোষণ,মৎস্যন্যায় যুদ্ধে মৃত মিছিল জনতার— তবে বল কোথায় স্বাধীনতা ? ..........// খুব ভাল লাগলো তাপসদা ........স্বাদীনতার মূল্যায়নকে এক এক করে তুলে ধরেছেন অবমূল্যায়নের ভাষায় ....আপনাকে অনেক অনেক ধন্যবাদ..............
আন্তরিক ধন্যবাদ রইলো।
সূর্য এই যে সীমাহীন অবহেলা শ্রমিক কৃষক আর খেটে খাওয়া মানুষদের প্রতি, তার ফলশ্রুতিতে এই যে ক্রোধ, একসময় আমাদের কোথায় নিয়ে দাড় করাবে কেউ কি চিন্তা করে, যারা ক্ষমতার অন্ধ মোহে আছে? একসময় সঠিক কার্যসম্পাদনের অভাবে সব কিছুই নিরর্থক হয়ে যায়। এরা সবাই মিলে এই স্বাধীনতাকেও নিরর্থক বানানোর চেষ্টায় লিপ্ত আছে। জানি না এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারব কি না। অনেক ভাল লিখেছেন।
সূর্য,আনেক ধন্যবাদ--মনের দুঃখ কিছুটা ত আমিও বুঝতে পারি,ভাই!
দিপু ভুইয়া It has a spark. Congratulation. @ tapos da.
আপনাকে অনেক ধন্যবাদ দিপু ভাই !
নাজনীন পলি আপনার ছোট কবিতাটি তে অনেক বিষয় তুলে ধরছেন , অনেক ভালো লাগলো । ' দারিদ্র্য' বানান এটা হবে ।
আপনার কথা মত শব্দকোষ খুলে দেখলাম--সেখানে দারিদ্র/ দারিদ্র্য দুটোই দেওয়া আছে--তা ছাড়া বানান একটা দুটো ভুল তো থাকতেই পারে।অনেক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্যে।
শাহ আকরাম রিয়াদ "তোমাদের আকাশ চুম্বী স্বর্গ বাসের ইচ্ছে তলে—তবে কে দেখেছে স্বাধীনতা ?" অনেক ভাল লাগল.. শুভকামনা রইল তাপস দা।
জসীম উদ্দীন মুহম্মদ তোমাদের আকাশ চুম্বী স্বর্গ বাসের ইচ্ছে তলে—তবে কে দেখেছে স্বাধীনতা ? ----- অনেক সুন্দর দাদা ; দক্ষতা স্পষ্ট ।
অষ্টবসু ভীষণ সুন্দর একটি কবিতা বেশ ভাল লাগল...।।
অনেক ধন্যবাদ সঞ্জীব বাবু !
শুধু সঞ্জীব বললেও চলবে

৩০ সেপ্টেম্বর - ২০১২ গল্প/কবিতা: ২৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“মে ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী