বাবার লাগানো গাছটা

বাবা (জুন ২০১২)

আসিফ নাওয়াজ
  • ২৭
  • ১৫৭
প্রতিদিন আমার কাটে প্রার্থনা বিহীন,
চেতনার ভেতর অনূভব করি অনুশোচনা,
দগ্ধতা, যা বার বার হাজারো বুলেটেরমত,
আমাকে আহত করে,
ভেতর থেকে দূ্র্বল করে তোলে।

যখন বাবাকে দেখি প্রর্থনায় রত,
সেই পুরোনো ভঙ্গীমায়,
সেই যৌলুশ যা দিনে দিনে আরও উজ্বলতর হয়,
সেই ত্যাগ যা তিনি আমার জন্য করেছেন,
করছেন।

প্রতিটি দিন আমার কাটে প্রার্থনাহীন,
ক্ষুব্ধ এক শ্বাপদের,
যার ভেতর বাঁসা বেঁধে আছে লোভ আর অন্ধকার।
যার দুঃখগুলো হতাশার,
লোভ গুলো নগ্ন, পরিপাটি;
আমি এগুলো বিক্রি করি-প্রায়শই
তারপর বাবার সামনে গিয়ে নত মস্তকে-
কথা হয়না কোন, শুধু নিরবতা।
বাবা রিটায়ার্ড করেছেন অনেক দিন হল-
বেকার।
আমার বাবা একটা গাছ লাগিয়ে ছিলেন অনেক বছর আগে,
যার শেকড় শুধু বুকের রক্ত চাইতো।
বাবা তাঁর বুকের রক্ত ঢেলে দিলেন,
তার লাগানো প্রিয় গাছটায়।

কোন লাভ হয়নি,
সবটাই ক্ষতি, ব্যার্থ,
গাছটার কান্ডগুলো রুগ্ন আর পাতাগুলো শুশ্ক,
নূয়ে পড়া মূমূর্শ।

কিন্ত বাবাতো লাভ করতে চাননি?
শুধু অকাতরে বিলিয়েছেন বুকের তাঁজা রক্ত আর,
উজাড় করা অসীম ভালোবাসা।
চেয়ে ছিলেন অপূর্ণ নিজেকে আমার ভিতরে,
পূর্ণ স্বত্বায়?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন কবিতাটি দেরিতে চোখে পড়লো...। যাইহোক- বলতেই হচ্ছে কবি গুছিয়ে কিভাবে লিখতে হয় তা জানে। শুধু চাই-শব্দ ও উপমার কারুকাজ যেন সামনে আমাদের জমিয়ে দেয়। আর কবিতা পড়ে মনে হল কবি চাইলেই তা পারবে। শেষমেশ- কবিকে এ ভুবনে স্বাগতম।
sraboni ahmed খুব সুন্দর। খুব ভাল লাগল। আসিফ বানান খেয়াল কর। তোমার মাঝে আছে সেই জিনিস যা একজন কবির থাকতে হয়। অন্তর্দহন। কবিতা পড় বিখ্যাত কবিদের। নিজেকে অনেক সমৃদ্ধ করতে পারবে। অনেক শুভকামনা রইল।
শাহ্‌নাজ আক্তার মাধুর্যময় এ ভরা সুন্দর কবিতা , শুভো কামনা আপনার জন্য |
সেলিনা ইসলাম প্রথমে স্বাগতম জানাই । প্রাপ্তিটা দেবার চেয়ে অনেক বেশী...এই অনুভূতি যে ভালবাসার বন্ধনে দগ্ধ করে সে ভালবাসার সুখ অসীম । কিন্তু এই অনুভূতি শুধু অনুভব করলে হবে না কাজেও রাখতে হবে তার সমুজ্জ্বলতা... খুব ভাল লাগল কবিতা ।শুভেচ্ছা ও শুভকামনা
খন্দকার আনিসুর রহমান জ্যোতি আমার বাবা একটা গাছ লাগিয়ে ছিলেন অনেক বছর আগে, যার শেকড় শুধু বুকের রক্ত চাইতো। বাবা তাঁর বুকের রক্ত ঢেলে দিলেন, তার লাগানো প্রিয় গাছটায়। // khub valo laglo asif apnake onek.onek.suvechha .................
আসিফ নাওয়াজ আমি অভিভূত এতো সাড়া পাব ভাবতেও পারিনি। ঝড়ে বক বলতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, আলাদা আলাদা করে দিতে পারলাম না সময় সল্পতার জন্য।

২২ মে - ২০১২ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪