সরলীকরণ

সরলতা (অক্টোবর ২০১২)

মোঃ গালিব মেহেদী খাঁন
  • ৩৫
  • ১২৫
সাধারণ কোন তুচ্ছ অনুভবে নয়
গভীরতর উপলব্ধির তোমাকে, করি সরলীকরণ।
হৃদয়ের অন্তঃপুরে ফেলে আলো, আপন আরশিতে চেয়ে দেখি।
তুমি কতটা তেমন?
কতটা ভেদ, কতটা নও অমন।
ভাবনার আকাশ, অভিমানী রঙ, চঞ্চল ছোটাছুটি
ভালোলাগা-ভালবাসায় ছেদ টানা, সুতীক্ষ্ণ অনুভূতি।
কতটা মিল ঔদাসিন্য আর ভেজা চোখের পাতার।
কল্পলোকে অবাধ চলাচলে পারঙ্গমই বা তুমি কতটা।।
মাঝে মাঝে অমন মর্ত মানব হওয়ার অক্লান্ত প্রচেষ্টা,
তুমিও তেমন কতটা?
ইচ্ছে বাসরে সুখের শীৎকারে উন্মাতাল, অথবা
ইচ্ছে ডানায় চেপে নিত্য গ্রহান্তরী হওয়া।
ইচ্ছে মেঘের ভেলায় ভেসে দিব্যি সুখে থাকা।
হাজার তারার মঙ্গলালোকে, অনিন্দ্য স্বপ্ন বোনা।
তুমিও তেমন কতটা?
কতটা লাজে হও নয়নাবনত?
মরাল গ্রীবায় অহং ঝংকার তোল।
হংসমিথুন হতে হাপিত্তেস-ই বা কতটা?
জাগতিক লোভ, সম্ভ্রমের খোলস, ঈর্ষার বিষবাস্প ভেদী
সুনীল শুভ্র আলোয় মেল কি ডানা?
হতে পার কি অহিংস; নিলকন্ঠি সরলা?
উপলব্ধিতে তুমি, তোমাকে ছাড়াও কতটা?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আশিক বিন রহিম khubi vhalo legece vaiy..suvho kamona
অনেক ধন্যবাদ আপনাকে।
সেলিনা ইসলাম সরল বোধের স্বচ্ছ অভিব্যক্তি ! শুভকামনা কবি
আমি কঠিন শব্দের সমাহার করে দূর্বোধ্য কবিতা লিখতে পারি না, চেষ্টাও করি না। আমার কাছে মনে হয় কবিতা সহজবোধ্যতাই কবির মুন্সিয়ানা। ভাল থাকবেন।
ওবাইদুল হক দাদা আপনার কবিতাটা আবার পড়তে মন চাইল কারণ লেখাতে যে ছন্দময় আপনি দিয়েছেন যা বলার বাইরে । অসাধারণ আপনার কবিতাকে সম্মান জানাই । শুভকামনা রইল আরেকবার ।
আমার সৌভাগ্য। একটি সাধারন মনের অতিকথন কারো মনে সামান্য দাগ কাটতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার।
আমিও সেই ভাগ্রবান আপনার লেখা পেয়ে ধন্যবাদ ্
জগজিৎ কতটা লাজে হও নয়নাবনত,,,,গালিব,,,অসাধারন
দাদা ভিষন ভাল লাগল। আপনাদের দেয়া উৎসাহ আমাদের প্রেরনা। ভাল থাকবেন নিরন্তর।
কায়েস খুব সুন্দর কবিতা
অনেক ধন্যবাদ আপনাকে।
মাহবুব খান ভিসন ভালোলাগা
অনেক ধন্যবাদ মাহাবুব ভাই ভাল থাকবেন।
ছালেক আহমদ শায়েস্থা হংসমিথুন হতে হাপিত্তেস-ই বা কতট। নজরুল রবীন্দ্রনাথ যুগের মত কবিতা এখনো আপনার কবিতায়. সুনাম সফলতা আপনিই পাবেন হয়তো।
আপনাদের কাছে ভাল লেগেছে এই তো পরম পাওয়া। এই ভাল লাগাই আমাদের প্রেরনা।
ওসমান সজীব দারুণ কবিতা
অনেক ধন্যবাদ আপনাকে।
জিয়াউল হক আবেগি । প্রাণের স্পর্শ রয়েছে কবিতাটিতে সুনীল শুভ্র আলোয় মেল কি ডানা? হতে পার কি অহিংস; নিলকন্ঠি সরলা? এই দুটি লাইনে রয়েছে যে উদাত্ত আহবান , তা নিঃ সন্দেহে কালোত্তীর্ণ ।
জিয়াউল হক ভাই অনেক ধন্যবাদ আপনাকে। এই কবিতা এমন একটি মন্তব্য পাওয়ার যোগ্যতা রাখে কিনা তাতে আমি সন্দিহান। তবে আপনার উদারতার কাছে নত হচ্ছি নির্দিধায়। ভাল থাকবেন।
তান্নি ঔদাসিন্য ,পারঙ্গম , শীৎকার, গ্রহান্তরী , এমন কিছু শব্দ কবিতাটাকে মূড়ে দিয়েছে অনিন্দ্য সৌন্দর্যের মোড়কে। যা সত্যি অনন্য। অসাধারন এই কাব্যের লেখনী শক্তি অটুট থাকুক আজীবন। অঢেল শুভকামনা রইলো।
এই আশিষ হোক চলার পাথেয়। অনেক ভাল লাগল আপনাকে অনেকদিন পড়ে দেখলাম। ভাল থাকবেন।

১৯ মে - ২০১২ গল্প/কবিতা: ২৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪