পুরুষোত্তম তুমি বাবা।

বাবা (জুন ২০১২)

মোঃ গালিব মেহেদী খাঁন
  • ২১
  • ১৭
একদিন প্রত্যুষে জেগে দেখি-
মাথার উপরে গনগনে রোদ, ঝলসে দিতে চায় যেন।
পায়ের তলায় তপ্ত বালু আর একাধারে বইছে লূ হাওয়া।
আকণ্ঠ তৃষ্ণায় কাতর, নেই কোথাও একফোঁটা জলের চিহ্ন।
যে ছায়া সুনিবিড় মহীরুহ কোলে আজন্ম লালিত আমি
হঠাৎ ঝরে সমূলে উন্মোচিত সে।
প্রাণহীন দেহ তার আছে পড়ে।
দুহাতে মুখ ঢেকে পড়ে থাকা নিথর আমার দেহপার্শ্বে
সহসা তার স্নেহাস্পর্শে চমকিয়া উঠি।
সেই নির্ভার কণ্ঠস্বর, সেই আশ্বাস বানী।
যেন বলছে আমায় আজ তৈরি তুমি।
পুরুষোত্তম তুমি, বাবা আজ তুমি।
এমনি করেই সকল ঝরে, সকল দুর্যোগ সয়ে
সন্তানেরে দাও পরম নির্ভরতা।
পুরুষোত্তম তুমি, তুমি বাবা।
বহুদিন পড়ে আজো শুনি সেই ধন্বী।
আজো স্নেহাস্পর্শে তার শিহরিত হই।
চিৎকার করে বলি, বাবা আমার কাছে পুরুষোত্তম তুমি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
sraboni ahmed সুন্দর লিখেছেন। তবে যখন লিখবেন তখন বাংলা অভিধানটা পাশে রাখবেন। বানানের বিষয়ে আরও যত্নশীল হতে হবে।
সেলিনা ইসলাম প্রথমেই স্বাগতম !এমন করে হারানো বাবাকে নিয়ে কষ্টের অনুভূতি শব্দে জীবন দেয়া অনেক দুঃসাধ্য বলে আমার কাছে মনে হয়। শিরোনামটা যথার্থ -আগামীতে আরো লেখা পড়ার প্রত্যাশায় শুভকামনা
অনেক ধন্যবাদ। চেষ্টা করছি ভালো কিছু লেখার। হয়ে উঠছে না। তবু চেষ্টা করছি। ভাল থাকবেন অনেক ভাল।
সালেহ মাহমুদ UNION ALL SELECT NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL# ঝরে=ঝড়ে; বহুদিন পড়ে=বহুদিন পরে; ধন্বী=ধ্বনি; এই বানানগুলো ঠিক করে নিতে হবে ভাই। কবিতা ভালো হয়েছে। ধন্যবাদ।
দুঃখিত ভাইয়া। ধন্যবাদ ধরিয়ে দেয়ার জন্য।
তানি হক আজো স্নেহাস্পর্শে তার শিহরিত হই। চিৎকার করে বলি, বাবা আমার কাছে পুরুষোত্তম তুমি।...অনেক অনেক ভালো লাগলো ..ভাইয়ার কবিতাটি ..ধন্যবাদ
আপনার ভাল লাগাটুকুই কবিতাটির স্বার্থকতা। অনেক ধন্যবাদ আপনাকে।
সিয়াম সোহানূর এমনি করেই সকল ঝরে, সকল দুর্যোগ সয়ে সন্তানেরে দাও পরম নির্ভরতা। পুরুষোত্তম তুমি, তুমি বাবা।-------- চমতকার অভিব্যক্তি। ভাল লাগলো।
বশির আহমেদ চমৎকার একটি কবিতা উপহার দেবার জন্য কবিকে অভিনন্দন । ভবিষ্যতের প্রত্যাশায় রইলাম ।
প্রেরনা হয়ে থাকল। ভাল থাকবেন অনেক ভাল।
আহমেদ সাবের বাবারা চলে গেলেও তাদের স্নেহাস্পর্শ ঘিরে রাখে সন্তানদের জীবন। খুব সুন্দর কবিতা।
একদম ঠিক বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
সোমা মজুমদার Babar snehasparsha bodh hay emani hay...........sundar kabitaa
ঠিকই বলেছেন। ধন্যবাদ আপনাকে।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি বহুদিন পড়ে আজো শুনি সেই ধন্বী। আজো স্নেহাস্পর্শে তার শিহরিত হই। চিৎকার করে বলি, বাবা আমার কাছে পুরুষোত্তম তুমি। Valo laglo abege vora kobita....
অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে।
sakil sokoler kache tar baba hoye uthuk phurushttom. Vari sundor kobita
একান্তই কাম্য। অনেক ধন্যবাদ।

১৯ মে - ২০১২ গল্প/কবিতা: ২৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪