তোমার আমার ভালবাসার অ্যালবাম

সবুজ (জুলাই ২০১২)

এস.কে.দোয়েল
  • ২৮
  • ১১৭
সেদিন পড়নত্দ বিকেলে মেঘ ঢাকা গোধূলীর প্রানত্দিক সন্ধ্যায়
পিচঢালা শহরের যানজতের রাসত্দা পেরিয়ে বর্ষায় যৌবন পাওয়া
সবুজ ঘাসের বৃষ্টিঝরা শিশিরে দু'পা মেলে চোখদুটো খুঁজে বেরিয়েছিল
তোমার আনতোনয়না শ্রাবসত্দী শিহরণ জাগা ভরা দিঘীর থৈ থৈ জলের মত
রাতের বিমুগ্ধ চাঁদমাখা মুখ, বিকেলের রম্নপালী সূর্য্যের মনোমুগ্ধকর রম্নপ
বর্ষায় ভেঁজা সবুজ ঘাসে প্রকৃতির রম্নপ-যৌবনকে গভীর ইন্দ্রশক্তিতে
দেহের জৈবিক আদি যৌনতার রসে স্ফুলিঙ্গ বয়স আটাইশের যুবকের শরীর
বৃষ্টির জলের ফোঁটায় অনুভব করেছি কামনার ইন্দ্রে যোজনহীন শরীরেই
এক স্বর্গীয় মিলনের একটি মুহুর্তের খানিকটা মধুর সময়।

দেখেছি জলের আয়নায় টলমল ঢেউয়ে নৃত্যান্দন তোমার সবুজ যৌবনা মুখ
নীলাম্বরীর আকাশে ষোড়শী চাঁদের রৌপশ্বৈযর্্য নন্দনা মাধুরীর আল্পনায়,
ভরা আষাঢ়ের পস্নাবিত বৃষ্টির যেন অথৈ যৌবনের উত্তাল স্রোত,
হঠাৎ মেঘ থেকে বের হয়ে আসা বিচ্ছুরিত চন্দ্রিমার পুলক ছড়ানো হাসি
ফুলের পাঁপড়ীতে প্রজাপতির নৃত্য জোনাকির আলোয় বিস্ময়েই উপভোগ,
বিহলিত প্রেমিক কামনাচিত্ত চোখে ভাসমান স্বপ্নতরীতে চলনত্দ যাত্রায়,
পদযুগলের গতিতে ভালোলাগার বৈশাখী ঝড়ের মত বেগবান মন দৈত্যের টান
পেরিয়ে আসা হারানো বসনত্দকে স্মৃতির কালো চাঁদর দিয়ে ঢেকে দিয়ে-
তোমার-আমার ভালোলাগার এক অদ্ভূত শক্তির আঁচরে পৃথিবীও আশ্চর্য হয়েছিল।

ভালোবাসার প্রশানত্দ মহাসাগর! প্রেম যমুনা যাই বিশেষণ হোক না কেন?
তোমায় দর্শনালাভের পর হাজারো ছবির বিসত্দর ধ্রম্নম্রজালে ইন্দ্রানু সুখে
বিসত্দৃত ছবিগুলো জড়ো করে এক এক করে গেঁথে রাখলাম মনের দেওয়ালে,
হাজারো ওয়ালমেট,অনত্দর ভূবন জুড়ে গৃহ সজ্জায় চৰু চারম্নকায্যর্ের শিল্পায়নে
টেবিলে রেখেছিলাম-তোমার আমার ভালোবাসার সবুজ অ্যালবাম,
গৃহ জিজ্ঞেস করে জানতে চাইলো কিসের এতো মায়া,কিসের এতো মোহ
চৰু বুজলেই অন্ধকার; প্রাণ গেলেই মৃত লাশ! অত:পর গোরস্থানে শায়িত স্থান
ধীরে ধীরে সেখানে গজায় পাতায় পাতায় এমন বর্ষার দিনে বৃষ্টির ছটায়,
প্রানত্দর বিসত্দৃত সবুজ ঘাস,কিছু গবাদী পশুর আহার, বলি ভালবাসা অমর-
দেহের বিনাশে আত্মারা জেগে থাকে যুগযুগ ধরে
স্বাৰী বহন করে যাবে সবুজ রঙের কভার প্রচ্ছদের অ্যালবামের ছবিগুলো।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর ।।
মোঃ সাইফুল্লাহ বৃষ্টির জলের ফোঁটায় অনুভব করেছি কামনার ইন্দ্রে যোজনহীন শরীরেই এক স্বর্গীয় মিলনের একটি মুহুর্তের খানিকটা মধুর সময়-------------- ভালবাসা রইল কবি ।
মোহসিনা বেগম ফুলের পাঁপড়ীতে প্রজাপতির নৃত্য জোনাকির আলোয় বিস্ময়েই উপভোগ, --- দারুণ কবি ।
ইউশা হামিদ টেবিলে রেখেছিলাম-তোমার আমার ভালোবাসার সবুজ অ্যালবাম, ---- ভাল লাগা রেখে গেলাম কবি ।
রোদের ছায়া আমার আগেই যারা কবিতার ভালো মন্দ বলে ফেলেছেন তাদের সাথে একমত তাই নতুন করে কিছু বলছি না // আগামীর জন্য শুভকামনা থাকলো/
শফিক অসাধারন ভিন্ন সাধের কবিতা ভালো লাগল "ভালোবাসার প্রশানত্দ মহাসাগর! প্রেম যমুনা যাই বিশেষণ হোক না কেন? তোমায় দর্শনালাভের পর হাজারো ছবির বিসত্দর ধ্রম্নম্রজালে ইন্দ্রানু সুখে বিসত্দৃত ছবিগুলো জড়ো করে এক এক করে গেঁথে রাখলাম মনের দেওয়ালে," শুভকামনা রইল.............
অজয় চালিয়ে যান চলবে
স্বাধীন কবিতা ভাল লাগল তবে---- সেদিন পড়ন্ত বিকেলে মেঘ ঢাকা গোধূলীর প্রান্তিক সন্ধ্যায় পিচঢালা শহরের যানজটের রাস্তা পেরিয়ে বর্ষায় যৌবন পাওয়া সবুজ ঘাসের বৃষ্টিঝরা শিশিরে দু'পা মেলে চোখদুটো খুঁজে বেরিয়েছিল তোমার আনতনয়না শ্রাবস্তী শিহরণ জাগা ভরা দিঘীর থৈ থৈ জলের মত রাতের বিমুগ্ধ চাঁদমাখা মুখ,----------------------- কবিতায় বাক্যগুলো আরেকটু ছোট এবং গোছান হলে পড়ায় মজাটা থাকে। আর শুধু মুখের জন্যই এত এত উপমার কি খুবই প্রয়োজন?
অনেক অনেক ধণ্যবাদ ভাই। আপনার সুনির্দেশনা আমাকে সামনের দিকে এগিয়ে দিবে। ভালবাসা জানবেন।
আবু ওয়াফা মোঃ মুফতি চমত্কার কবিতা বানান বিভ্রাটে ম্লান|

১০ মে - ২০১২ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪