উর্ঘুম উলুক

অন্ধকার (জুন ২০১৩)

মুহাম্মাদ আমানুল্লাহ
  • ১২
  • ১১১
আবার এসেছে চাঁদ- শরতের রাতে শুক্লা দ্বাদশীর হিম লাগা ক্ষণে
স্মরণের সব বাঁধ করাত কাঁটায় কেটে আবারও হৃদিতাকে চায়,
জোসনারা আজ কেঁদে খুন- যেন বানভাসি শাড়ির আঁচল;
কেউ আজ দেখে না তাহারে কেউ আজ করে না আদর।
তুমি শুয়ে আছো অন্যগ্রহে দরিয়া দাঁড়াশ পাশে,
বিপন্ন বাউল আমি- উর্ঘুম উলুক;
অলস নিয়ন আলো অচেনা স্টেশনে আমার চোখের কোণায় কোণায় জমে।

তুমি এক দলিত দোয়েল- কাঁপা কাঁটা শিসে বেজে যায় তোমার ক্রন্দন,
এইসব কষ্টকথা নকশি কাঁথায় সূচের মতন বিঁধে আমার অনাথ বুকে
বার বার বলি তাকে হৃদিতা এখন মরা ঘাসফুল
বড়াই ব্যাকুল চাঁদ তোমাকে বিদায়,
জোছনা বোষ্টমি রাত- শুক্লা দ্বাদশীর হিম লাগা ক্ষুর,
-আমাকে ঢেকে রাখে অচেনা আঁধার।

তোমাকে আমাকে বুঝে নক্ষত্র আকাশ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সিপাহী রেজা আপনার এই কবিতাটি আমি এর আগেও পড়েছি মনে হয়, খুব সম্ভবত জলভূমিতে।। হুম ভালো...
হ্যাঁ, গল্পকবিতায় প্রকাশের বারো দিন পর এটি জলভূমিতে প্রকাশিত হয়।ধন্যবাদ।
তানি হক চমত্কার একটি কবিতা ...উলুক শব্দটির অর্থ ..এবং এর ব্যখ্যা বলে দেবার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই..অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে এই অসাধারণ কবিতাটির জন্য
আবু ওয়াফা মোঃ মুফতি কবিতা বেশ ভালো লেগেছে| 'উর্ঘুম উলুক' এর মানে জানালে বাধিত হব|
'উলুক' শব্দের অর্থ পেঁচা পাখি। আমি এখানে নিজকে নিদ্রাহীন পেঁচা রূপে প্রকাশ করতে চেয়েছি। ধন্যবাদ।
তাপসকিরণ রায় খুব ভাল লেগেছে আপনার কবিতা--এই লাইনগুলি বিশেষ উল্লেখযোগ্যঃ এইসব কষ্টকথা নকশি কাঁথায় সূচের মতন বিঁধে আমার অনাথ বুকে/ বার বার বলি তাকে হৃদিতা এখন মরা ঘাসফুল / কিম্বা-- জোছনা বোষ্টমি রাত- শুক্লা দ্বাদশীর হিম লাগা ক্ষুর,/ -আমাকে ঢেকে রাখে অচেনা আঁধার।/--বাঃ বাঃ,খুব সুন্দর!
মিলন বনিক জোছনা বোষ্টমি রাত- শুক্লা দ্বাদশীর হিম লাগা ক্ষুর, -আমাকে ঢেকে রাখে অচেনা আঁধার। কবিতায় ভিন্ন রকম আবেগ...আর অপূর্ব শব্ধ বিন্যাস...খুব ভালো লাগলো দাদা.....
সালেহ মাহমুদ UNION ALL SELECT NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL# অতীব সুন্দর এবং মনোহর কবিতা। খুব ভালো লাগলো।
সৈয়দ আহমেদ হাবিব কবিতা বুঝিনা তবে এটা বুঝতে কষ্ট হয়নি খুবই ভাল মানের একটা কবিতা পড়লাম অন্যরকম একটা ভাল লাগা কাজ করেছে মনে তায় বারাবার পড়েছি
Lutful Bari Panna ওয়াও!!! অ্যাবসলিউটলি বিউটিফুল।

২৫ মার্চ - ২০১২ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪