রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই
ভাষা ছাড়া জীবন নাই, জীবন নাই।
এই শ্লোগানে মুখরিত রাস্তাঘাট
ছোট্ট ছেলে বৃদ্ধ লোকে
সবার হাতেই ফেস্টুন আর পেকার্ড।
আমাদের দাবী মানতে হবে, মানতে হবে
মায়ের ভাষা, দেশের ভাষা, সকলের ভাষা
বাংলাভাষা, বাংলাভাষা।
আমরা যে দেশের প্রাণ।
রক্ত দিব, শক্তি দিব
দিব আমরা সবই।
প্রয়োজনে মৃত্যু হবে
যাবে না যে কেহই।
মায়ের ভাষা, দেশের ভাষা
বাংলাভাষা, বাংলাভাষা
বাংলা হবে রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা।
ভাষা ছাড়া জীবন নাই, জীবন নাই।
এই শ্লোগানে মুখরিত রাস্তাঘাট
ছোট্ট ছেলে বৃদ্ধ লোকে
সবার হাতেই ফেস্টুন আর পেকার্ড।
আমাদের দাবী মানতে হবে, মানতে হবে
মায়ের ভাষা, দেশের ভাষা, সকলের ভাষা
বাংলাভাষা, বাংলাভাষা।
আমরা যে দেশের প্রাণ।
রক্ত দিব, শক্তি দিব
দিব আমরা সবই।
প্রয়োজনে মৃত্যু হবে
যাবে না যে কেহই।
মায়ের ভাষা, দেশের ভাষা
বাংলাভাষা, বাংলাভাষা
বাংলা হবে রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা।
আরও দেখুন