বাতাসও বাবা হবে

বাবা (জুন ২০১২)

খোন্দকার শাহিদুল হক
  • ৩৪
বিকেলের বিষণ্ণ রোদ
শ্রাবণের মেঘের বুকে মুখ লুকিয়ে বিদায় বেলা কেঁদেছিল
আর পলাতক পরিচয়ে পিতৃত্বের ঠিকানায় এক টুকরো আলো রেখে
শুকনো পাতার বুকে নগ্ন পা ফেলে ফিরে যাওয়ার সময়
মচ মচ শব্দ তুলে জানান দিয়েছিল-
একদিন বিকেলের ভেতরও সকালের সজীবতা ছিল।

বিবর্ণ সময় খোলস পাল্টিয়ে বেঁচে থাকার জন্য
সোনালি রোদের কোমল অঙ্গের সুরভীতে তোলপাড় করে ঘুরে বেড়ায়
দৃষ্টির অস্থিরতা নিয়ে কোন কথা বলতে ছাড়ে না আকাশও
অথচ ভিতরে ভিতরে অস্থির এই ঘূর্ণায়মান জীবন চক্রের সবকিছুই
কেননা, জীবন চক্রে জৈবিক তাড়না জীবনের মৌলিকত্ব।

বাবার ধারণার কপিরাইট তাও আজ নিলামে উঠতে যাচ্ছে
সময়ের সংসারে আঁধার নেমে আসে উড়ন্ত জৈবিকতার ডানার ছায়া থেকে
আলোর রূপের ধোঁয়া থেকে যে নোনা গন্ধ বের হয়-
তাতে মাতাল না হয়ে পারে না দুরন্ত দুপুর
নোনা জলে পানিশূন্যতা রোধ করতে ব্যস্ত সাপের লকলকে জিহ্বা
সেও জেনে গেছে, সাঁতারের সুখই জীবন সুখ।

বাবা হওয়ার আদিম ইচ্ছার প্ররোচনায় অগ্নিস্ফুলিঙ্গ
একটা মন ইজারা নেয়ার জন্য সময়ের সাত পাড়া ঘুরে বেড়িয়েছিল
টাকার অভাবে তাও হাতছাড়া হয়ে গেছে সেদিন।
ভাসমান মেঘের ছায়াই তো আর জীবনের সংসার হয় না
তাই সময়ের সখ-
হাতে দুটো টাকা হলে সেও লাল টিপ কিনতে যাবে ফাগুনের হাটে।

কাঁচের চুড়ির শব্দের ভাঁজে রাতের হাসির মধ্যে অস্থির নেশা থাকলেও
আঁধার গোপন হাসিতে ঠোঁটের রঙ বদলায় টাকার নেশায়
ধূসর বাতাস ভালোবাসার নেশাটা বৈয়ামে ভরে
মধ্যাহ্নের রোদে আঁচ দিয়ে নিয়েছে সেদিন
আর কয়েকটা টাকা হলে সেও বাবা হবে
টাকা ছাড়া বাবা হওয়া অত সহজ কথা না এটা ইদানীং সকলেই জানে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুন ম. আজিজ শুকনো পাতার বুকে নগ্ন পা ফেলে ফিরে যাওয়ার সময় মচ মচ শব্দ তুলে জানান দিয়েছিল- একদিন বিকেলের ভেতরও সকালের সজীবতা ছিল................................সৃন্দর দৃষ্টি ভঙ্গি
sraboni ahmed আপনি দারুন লেখেন। চালিয়ে যান।
উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ। আমি প্রথম আলো ব্লগে নিয়মিত লিখি। এখানে এবার একটা গল্প জমা দিয়েছিলাম। কর্তৃপক্ষ সেটা গ্রহণ করে নি। কারণ গল্পে গল্প কবিতার বাছাই পদ্ধতি সম্পর্কে প্রতিবাদ ছিল। এখানে গ্রুপিং জিন্দাবাদ। সুতরাং আপনি যতই ভালো লেখেন না কেন দল না থাকলে আপনার লেখা ডাস্টবিনে যাবে। তাই নিজের লেখাকে আর পরোমুখাপ্রেক্ষি করে অপমান করতে চাই না। আপনার জন্য শুভকামনা রইল।
এস.এম. মোবিন পছন্দের প্রথম সারিতে রাখলাম ।
আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা রইল।
এস.কে.দোয়েল সুন্দর কবিতা। মুগ্ধ হলাম্। অভিনন্দন প্রিয় শাহিদুল ভাই।
ধন্যবাদ প্রিয় দোয়েল ভাই, তবে এখানে লেখা জমা দেওয়ার আর ইচ্ছে নেই। কর্তৃপক্ষ আমার লেখা একটা গল্প জমা নেই নি। ভালো থাকবেন।
Sisir kumar gain অমায়িক কবিতা।ধন্যবাদ কবি।
Jontitu শব্দ উপমায় কবিতাটি অসাধারণ।
ধন্যবাদ আর শুভেচ্ছা রইল।
বশির আহমেদ ধূসর বাতাস ভালোবাসার নেশাটা বয়ামে ভরে / মধ্যাহ্নের রোদে আঁচ দিয়ে সিয়েছে সেদিন । দারুন সব উপমা সমৃদ্ধ কবিতা ।
প্রিয় বশির আহমেদ ভাই, আপনার জন্যও শুভকামনা রইল।
মিলন বনিক তাই সময়ের সখ-হাতে দুটো টাকা হলে সেও লাল টিপ কিনতে যাবে ফাগুনের হাটে। বাহ! শাহিদ ভাই, কি অসাধারণ সব উপমা..সত্যিই ভীষণ মুগ্ধ..ভালোলাগার সবটুকু উজাড় করে দিলাম..প্রিয়তে...
সুন্দর মন্তব্যে উৎসাহিত হলাম। ধন্যবাদ আর শুভকামনা রইল।
জাকিয়া জেসমিন যূথী চমৎকার সব উপমা ব্যবহৃত গভীর ভাবনার কবিতা। ভালো লাগলো।
প্রিয় জুঁইফুল আপা, ধন্যবাদ আর শুভকামনা রইল।

০৮ মার্চ - ২০১২ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪