বৃষ্টি ও অচল পয়সা

বৃষ্টি (আগষ্ট ২০১২)

শাহ আকরাম রিয়াদ
  • ৪৯
  • ১০১
বৃষ্টি তোমাকে চেয়েছিলাম প্রচন্ড খরায় ভরা দিনগুলোয়
তখন ধূসর হয়ে ছিলো আমাদের ক্ষয়ে যাওয়া সবুজ বন
ধূলোয় ধূলোয় ঢাকা ছিলো সব ঘরবাড়ি আর উঠোন
অবশেষে তুমি এলে-বড্ড বেশি দেরি করে এলে
এসেই অল্প কিছু সময়ের মাঝেই অপরাজেয়’র মত
তুমি ভাসিয়ে দিলে ব্যস্ত নগরের পথঘাট, দোকান পাট
ডুবিয়ে দিলে ছিন্নমূলদের ছোট্ট ছোট্ট খুপড়ি ঘর
মনে হচ্ছে উঠে যাবে সব ছোট খাটো দালানগুলোয়
অথচ শুধু চেয়েছিলাম তুমি ধুঁয়ে দেবে ক্লেদাক্ত প্রকৃতিকে
ভরে যাবে অরণ্য গাছপালা সবুজ রংয়ের মহাসমারোহে
তুমি ছুঁয়ে যাবে আমার সারা শরীর এমনকি হৃদয়কেও
দু’দিন হতে না হতেই তুমি ভাসিয়ে নিলে গ্রামকে গ্রাম
যদিও এ দোষে তুমি কখনই দোষী হতে পারো না
তোমার স্বাভাবিক চলাচলের পথ যারা রুদ্ধ করেছে
দোষী সে বিবেক বুদ্ধিহীন মোটা বুদ্ধির বোকা মানুষেরা
যারা নিজেরা বোঝেনি নিজেদের ভাল আর মন্দের তফাৎ
পকেট ভারির ঘৃন্য প্রতিযোগিতায় লিপ্ত তারা আজ
ভোগ নামক মহারোগ হয়েছে এই লোভী হংসপালকদের
দখলে দখলে সয়লাব নদী-নালা, পথঘাট, ফুটপাত
যেখানেই পারে বসে পড়ে, দখল সাইনবোর্ডের খুঁটি গাড়ে
সংর্কীন মনের মতই আরও সংর্কীন করছে নদী-নালা পথঘাট
দায়িত্ব জ্ঞান হীন হয়ে চেয়ারে চেয়ারে বসে থাকা ছাড়া
কর্তৃপক্ষ নামক কর্তৃপক্ষের যেন আর কোন কর্ম নেই
অপরিকল্পিত-অদুরদর্শী চিন্তা ভাবনায় চলছে সব কাজ
সময়-অসময় জুড়ে প্রতিনিয়ত খোঁড়াখোঁড়ির যুদ্ধগুলো
“চলছে চলবে” স্লোগানে মত্ত এই অসহায় শহরটায়
টেকনাফ থেকে তেতুলিয়া ভরে গেছে অচল পয়সায়
যা চলাতেও বিস্তর টাকা খরচ হয় রক্তে কেনা দেশটায়

তবুও বলি বৃষ্টি তুমি এসো অবাক ক্ষিপ্রতায়
আর উঠে যাও শুধু ওদের গা বেয়ে মাথা অবধি!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন কবি সুন্দর করে গুছিয়ে লিখতে পারে। তো এটা একটা বড় গুন। তবে কবিদের নাকি বলা হয় শব্দের জাদুকর...। আর তাই চাই- কবি এ ব্যাপারটায় একটু খাটবে।
নাহিদ ভাই আপনার সাথে পুরোপুরি একমত... তবে এই গোবর ভরা মাথা থেকে এর ভাল কিছু যে বেরুতে চায় না সেটাও তো মানতে হবে। চেষ্টা করি.... অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১২
ওসমান সজীব দারুণ কবিতা
প্রদ্যোত অনিয়মিত পাঠক হিসাবে আমার বদনাম অনেক ... এই লেখাটা আমাকে আকৃষ্ট করেছে ... এগিয়ে যাও কবি ... সাফল্য নিশ্চিত তোমার
লেখাটা আকৃষ্ট করেছে যেনে আনন্দিত হলাম... আশাকরি নিয়মিত সঙ্গ পাবো। ধন্যবাদ।
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১২
মাহবুব খান ভালো লাগলো
অনেক ধন্যবাদ।
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১২
আহমেদ সাবের সুন্দর কবিতা। বৃষ্টি প্রসঙ্গে "বিবেক বুদ্ধিহীন মোটা বুদ্ধির বোকা মানুষদের " কারণে সৃষ্ট সমস্যাগুলোর কথা এসেছে। আমার মনে হল, "দু’দিন হতে না হতেই..." আর "দায়িত্ব জ্ঞান হীন ..." লাইন থেকে দুটো প্যারা শুরু করা যেত। ভাল লেগেছে কবিতা।
ধন্যবাদ সাবের ভাই।
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১২
হাসান মসফিক ভালো লাগলো ...
অনেক ধন্যবাদ ভাল লাগা জানানোর জন্য।
মিলন বনিক তবুও বলি বৃষ্টি তুমি এসো অবাক ক্ষিপ্রতায়, আর উঠে যাও শুধু ওদের গা বেয়ে মাথা অবধি! অসাধারণ...সুন্দর মনের সচেতন অনুভুতি...খুব ভালো লাগলো...
অনেক ধন্যবাদ ভাল লাগা জানানোর জন্য।
রোদেলা শিশির (লাইজু মনি ) টেখনাফ থেকে তেতুলিয়া ভরে গেছে অচল পয়সায় ...।। যা চালাতে ও বিস্তর টাকা খরচ হয় রক্তে কেনা দেশটায় ... ভাল লিখেছেন ...।

২১ ফেব্রুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী