জিম বাবু

বাংলার রূপ (এপ্রিল ২০১৪)

জসীম উদ্দীন মুহম্মদ
  • ১৪


আমি বাইরে যাব-------
আমি বাইরে যাব------
আমি বাইরে যাব------ আমি ঘরে থাকব না , আমি ঘরে থাকব না , আমি বাইরে যাব ------ এই ভাবে অনবরত কান্না আর চেঁচামেচি চৈতি হাওয়ায় ভেসে আসছে । পুরান ঢাকার আগামাসি লেনের একটি বাসা থেকে । প্রায় ঘণ্টা
দুয়েক যাবত মহা হুলস্থূল চলছে বাসার ভিতরে । প্রচুর খেলনা রুমের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে । এর কোনটা ভাল আর কোনটা সদ্য ভাঙা চোরা । শিশুটির মা কিংকর্তব্যবিমুঢ় ! কখনও শিশুটিকে আদর করছেন আবার সাথে সাথেই ধমক দিচ্ছেন । কোন ভাবেই তার কান্না থামাতে পারছেন না । কখনও বা তিনি নিজেই কান্না করছেন । রাগে, দুঃখে, ক্ষোভে, অনুশোচনায় তিনি পাগল প্রায় । কখনও নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে চাইছেন । কখনও বা প্রাণ
প্রিয় সন্তানকে গভীর স্নেহে বুকে জড়িয়ে ধরছেন । এই ভাবে দীর্ঘ ক্ষণ ধরে কাঁদতে কাঁদতে এক সময় ক্লান্ত, অবসন্ন শিশুটি গভীর নিদ্রার কোলে ঢলে পড়ে । আর পুরো বাসা জুড়ে নেমে আসে রাজ্যের নীরবতা !

এই শিশুটির নাম জিম । বয়স প্রায় তিন বছর । সুন্দর ফুটফুটে চেহারা । ভারী মিষ্টি ।খুব সুন্দর করে হাসে । তুলতুলে গাল। আধো আধো বোলে বেশ পাকামোও করে । প্রতিবেশিরা সকলেই জিমকে পছন্দ করে । সবাই আদর করে ডাকে জিম বাবু বলে । বাবা মায়ের একমাত্র সন্তান । নয়নের মণি । জিমের মা মরিয়ম বেগম । গৃহিণী । লেখাপড়া জানা শিক্ষিত ভদ্র মহিলা । ইডেন কলেজ থেকে অনার্স মাস্টার্স পাস করেছেন । অর্থনীতিতে । বিয়ের আগে একটি স্কুলে
শিক্ষকতা করতেন । এমনকি বিয়ের পরও কিছুদিন করেছেন । কিন্তু জিম পেটে আসার পর জিমের বাবা উনাকে আর চাকুরি করতে দেন্ নি । সেই থেকে তিনি পুর দস্তুর গৃহিণী । জিমের বাবা কফিল উদ্দিন । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে মাস্টার্স । অত্যন্ত মেধাবি মুখ । পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ।
নিয়মিত কবিতা লিখতেন । আবৃত্তি করতেন । এখনও অসংখ্য পুরস্কার আলমারিতে শোভা পাচ্ছে । বর্তমানে তিনি একটি
মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করেন । হাই সেলারি পান । অনেকটা ইচ্ছে করেই সরকারি চাকুরি নেননি । এখন অনেকেরই ধারনা সরকারি চাকুরি করে আর সংসার চালানো সম্ভব না । আগের দিন আর নেই । টানা হেঁচড়া লেগেই থাকবে ।
কফিল উদ্দিন সাহেবের বাসা সাত তলা ভবনের ছয় তলা । তিন ফুট গলির ভিতরে । মেইন রোড থেকে বেশ ভিতরে ।
বাসায় কোন লিফট নেই । পায়ে হেঁটেই ছয় তলা থেকে নামতে হয়; আবার পায়ে হেঁটেই উঠতে হয় । কোন দিন দু এক বার বেশি উঠানামা হলেই ত্রাহি ত্রাহি অবস্থা । বাসার ছাদে রেলিং নেই । নিচের দিকে তাকালেই ভয় ভয় লাগে । মনে হয়
এই বুঝি পড়ে গেলাম ! মরিয়ম বেগম সহজে ছাদে উঠতে চান না । শুধু জিমের কান্না থামানোর জন্য মাঝে মাঝে না উঠে
পারেন না । কাপড় চোপড় শুঁকাতে অনেক কষ্ট করতে হয় । বাসার ভিতরেই এতোটুকুন বারান্দার গ্রিলে নিদারুণ কষ্ট করে, এক কাপড়ের উপর আরেক কাপড় দিয়ে কোনোরকমে টানিয়ে রাখেন । বারান্দাও আবার উত্তর দিকে । সারা দিনেও এক মুঠো বাতাসের দেখা মেলে না । কখনও গ্যাসের চুলা জ্বালিয়ে আবার কখনও ফ্যান ছেড়ে দিয়ে ভেজা কাপড়ের উষ্ণতা বাড়ানোর চেষ্টা করেন । তার উপর গ্যাস আর বিদ্যুতেরও যাচ্ছেতাই অবস্থা । কখন আসল আর কখন গেল অনেক সময় টেরই পাওয়া যায় না ।
মরিয়ম বেগম শান্ত শিষ্ট ভদ্র মহিলা । চুপচাপ থাকতেই তিনি বেশি পছন্দ করেন । ইদানিং তিনি মহা সমস্যায় দিন পাড়
করছেন । স্বামীর সাথে তাঁর মিষ্টি মধুর ভালোবাসার সম্পর্ক । অবশ্য ঝগড়া করার সুযোগও নেই । বেচারা সাত সকালে
অফিসের উদ্দেশ্য বের হয় আবার ফিরতে ফিরতে রাত সাত আটটা । মাঝে মাঝে নয়টা দশটা । উনার অফিস মতিঝিলে ।
গুলিস্থান ক্রস করে যাওয়ার কারণে সব সময় যান জটে ভুগতে হয় । বাসায় এসে ছেলে বউয়ের সাথে সোহাগ করার খুব একটা সময় তিনি পান না । শুধু সপ্তাহে এক দিন ; সেই শুক্রবার ।বাজার ঘাট, গোসল, নামাজ করতে করতেই দিন পার । অতঃপর রেগুলার একটি ডিউটি আছে । ছেলে জিম আর বউকে নিয়ে বিকেলটা কোথাও বেরিয়ে আসা । এই যেটুকু সময়
জিম বাইরে থাকে ; ততটুকু সময় সে খুব ভাল থাকে । কোন ধরনের সমস্যা করে না । লক্ষ্মী ছেলে । আর জিমকে নিয়েই মরিয়ম বেগমের যত সমস্যা ।
সে একদণ্ডও ঘরে থাকতে চায় না । সারা দিনই এক কথা বাইরে যাব, বাইরে যাব । কান্নাকাটি, চিল্লাচিল্লি, ভাংচুর । ছয়
তলা থেকে কয় বার বাইরে নিয়ে যাওয়া যায় । এক দোতলা হলেও একটা কথা ছিল । আর বাইরে নিয়ে যাবেই বা কোথায় ? তিন ফিট চওড়া রাস্তা । রাস্তা তো নয় গলি । বলা চলে কানা গলি বা অন্ধ গলি । দু পাশে উঁচু উঁচু ভবনের
সারি । এতো টুকু আলো বাতাস প্রবেশের সুযোগ নেই । নেই কোন গাছ গাছালি । একটু দূরে মেইন রোডের অবস্থা আরও
খারাপ । রিকশা, অটো, সি এন জি, আবার কখনও কখনও বাস, ট্রাক । জ্যাম, হর্ন আর কালো ধোঁয়া । যে কোন সময়
যে কোন কিছু ঘটে যেতে পারে ! আশে পাশে কোন খেলার মাঠ নেই, নেই কোন ফাঁকা জায়গা । অবশ্য কয়েকটি স্কুল আছে ; কিন্তু স্কুল সংলগ্ন কোন মাঠ নেই । এ যেন ডিজিটাল ব্যবস্থা ! দু একটি মসজিদও এলাকায় আছে, কিন্তু স্কুলের
মতই একই অবস্থা । একটুও ফাঁকা জায়গা নেই । তিনি ছেলেকে নিয়ে কোথায় যাবেন ? নিকটে কোন আত্নীয় স্বজনের বাসা
নেই । আর বাসায় গেলেও তো জিমের সমস্যার সমাধান হচ্ছে না । হয়ত কিছুক্ষণের জন্য ভালো থাকে । একটু পরেই আবার সেই একই কান্না, আমি বাইরে যাব
আমি ঘরে থাকব না
আমি বাইরে যাব ------ ! কিছুদিন যাবত মরিয়ম বেগমের শরীরটাও নেই । আর মানসিক
অবস্থা তো আরও খারাপ । জিমের কষ্ট তিনি বুঝেন । আর সেই বুঝাটাই তাঁর জন্য আরও কষ্টের । এই অবস্থায় কী করতে পারেন তিনি ? কী করার আছে তাঁর ? তিনি চেয়ে ছেলের কান্না শুনছেন ; কিন্তু কোন কিছুই করতে পারছেন না !

এখন বাজে দুপুর সাড়ে বারটা । মরিয়ম বেগম রান্নার আয়োজনে ব্যাস্ত । তিনি খুব তাড়াহুড়া করছেন । জিম কখন ঘুম
থেকে উঠে পড়ে এই ভয়ে । উঠে পড়লে আর রক্ষে থাকবে না । আজ বৃহস্পতিবার । জিমের বাবাও অফিস থেকে তাড়াতাড়ি ফিরবেন । জিম অঘোরে ঘুমাচ্ছে । রান্না শেষ করে মরিয়ম বেগম গোসল করবেন । অতঃপর বসবেন ড্রেসিং
টেবিলের সামনে । ইচ্ছে মতো সাজাবেন নিজেকে । লম্বা চুলে বেনুনি করবেন । আই ভ্রুতে কাজল দিবেন । ঠোঁটে হালকা
মেরুন রঙের লিপস্টিক । গত সপ্তাহে বিবাহ বার্ষিকীতে কফিল উদ্দিন সাহেব যে শাড়িটা তাকে গিফট দিয়েছেন; সেই শাড়ীটা
পরবেন । আর এই সব কিছুই স্বামীর জন্য । স্বামীকে তিনি প্রাণাধিক ভালবাসেন । এই যুগে এমন নিখাদ ভালোবাসা খুব
কমই দেখা যায় । কফিল উদ্দিন সাহেবও কম যান না । তিনি খালি হাতে কখনও বাসায় আসেন না । প্রিয়তমা স্ত্রীর জন্য
কিছু না কিছু নিয়েই তবে বাসায় ফিরেন । স্বামীর কথা মনে হতেই মরিয়ম বেগমের শরীর মন এক সাথে কথা বলে
উঠল । তিনি মনে মনে ভাবলেন, আচ্ছা এমন হল কেন ? এরই নাম কী তবে ভালোবাসা ! একটা সুখের আবেশ মুহূর্তে
ছড়িয়ে পড়ল তাঁর সারা দেহ মন জুড়ে ।
মরিয়ম বেগম তাড়াতাড়ি রান্না শেষ করে বাথ রুমে ঢুকলেন । বিশাল বাথ । চারপাশের দেয়ালে নানা বর্ণের কার্টুন । জিমের জন্যই এই স্পেশাল ব্যবস্থা । জিম সহজে গোসল করতে চায় না । কিন্তু একবার বাথ ট্যাবে নামার পর আর সহজে উঠতেও চায় না । তখন খেলার নেশায় পেয়ে যায় । সর্দি কাশির পরওয়া তার নেই । মরিয়ম বেগম বেশ আয়েশ করে গোসল সারলেন । জিম এখনও ঘুমাচ্ছে । যে কোন সময় উঠে পড়তে পারে । আজ জিমকে গোসল দেওয়া হয়নি ।অবশ্য ঘুম ভাঙলেই দেওয়া হবে । কলিং বেলের শব্দ শোনা গেল । মরিয়ম বেগম আস্তে করে দরজার ফাঁক গলিয়ে দেখেন ময়লা নিতে আসা ছেলেটি ।। এই ছেলেটি খুব ভাল । প্রতিদিনই জিজ্ঞেস করে, ম্যাডাম কিছু আনতে হবে ? ছেলেটির নাম অন্তু । বেশ মিষ্টি চেহারা ।পরিষ্কার শুদ্ধ ভাষায় কথা বলে । এই বয়সে স্কুলে পড়ার কথা ! কেন জানি ছেলেটির প্রতি মরিয়ম বেগমের খুব মায়া হয় । প্রতিদিনের দিনের মত আজও অন্তু জিজ্ঞেস করল,
কিছু আনতে হবে ম্যাডাম ?
না । কিছু আনতে হবে না । তোমাকে আজ এত শুকনা লাগছে কেন ? কিছু খাওনি ?
অন্তু কিছু জবাব দিল না । মাথা নিচু করে রইল । মরিয়ম বেগম যা বুঝার বুঝে নিলেন । বললেন, ভিতরে আস । কিছু
একটা খেয়ে যাও ।
অন্তু না সূচক মাথা নাড়ল । মুখে বলল, আজ খাব না ম্যাডাম । এখনও অনেক বাসার ময়লা আনা বাকি ।
না খেয়ে কতক্ষণ কাজ করবে ?
সে আমি পারব । এসব আমার অভ্যাস আছে ম্যাডাম । জিম কোথায় ? ওকে দেখছি না যে ?
জিম ঘুমাচ্ছে । দুপুরে বাইরে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করেছে । ওকে নিয়ে আর পারি না অন্তু !
ওর কী দোষ বলেন ম্যাডাম ? চার দেয়ালের ভিতর কতক্ষণ বন্দি থাকা যায় ? ঘরের ভিতর কতক্ষণ খেলা যায় ? ঘর কী খেলার জায়গা ? এই যে আমি সারাদিন বাইরে বাইরে থাকি তবু আমার কাছে নিজেকে বন্দি বন্দি লাগে !
অন্তুর কথার গভীরতায় মরিয়ম বেগম থ মেরে গেলেন । অন্তুকে তাঁর নিজের সন্তানের মত মনে হয় । তাঁর মাতৃ হৃদয় অন্তুর জন্য কেঁদে উঠে । তিনি ফ্যাল ফ্যাল করে অন্তুর দিকে তাকিয়ে রইলেন । আর অন্তু বেশি কথা বলে ফেলেছে এই
ভয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল । অবশেষে মরিয়ম বেগমকে কোন কথা না বলতে দেখে আস্তে আস্তে শুধু বলল,
আমি যাই ম্যাডাম ------ ।
মরিয়ম বেগম খাওয়ার জন্য জবরদস্তি করলেন না । সম্মতি সূচক মাথা নাড়লেন । অন্তু ময়লার ঝুড়ি হাতে সিঁড়ি দিয়ে নামতে লাগলো । তাঁর পায়ের একেকটা আওয়াজ মরিয়ম বেগমের বুকে ধপ ধপ করে বাজতে লাগলো । অনেক ক্ষণ তিনি
ঠায় দাঁড়িয়ে রইলেন । আচ্ছন্ন মন । কিছু ক্ষণ পড়ে কায় মনে নামাজ পড়লেন । খেতে বসলেন । খেতে ইচ্ছে করল না ।
অন্তুর শুকনো মুখ চোখের তারায় ভাসতে লাগলো । একটি বই হাতে নিয়ে জিমের পাশে শুয়ে পড়লেন । পরম মমতায় জিমের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন । একটু পরে আড় মোড়া ভেঙে জেগে উঠল জিম । দু এক বার এদিক সেদিক
তাকিয়ে চিতকার করে উঠল, আমি বাইরে যাব, আমি বাইরে যাব ----------।
মরিয়ম বেগম বললেন, ঠিক আছে । এখন গোসল করে খাওয়া দাওয়া কর । একটু পরে তোমার বাবা আসবে । তারপর
আমরা সকলেই বাইরে বেড়াতে যাব ।
জিম কিছুই শুনতে চাইল না । শুধু বলল, না আমি এখনই বাইরে যাব । এখনই বাইরে যাব ।
মরিয়ম বেগম, জোর করেই জিমকে নিয়ে বাথ রুমে ঢুকলেন । জিম না না করতে লাগলো । আমি গোছল করব না । আমি গোছল করব না । এই মুহূর্তে কোথা থেকে একটি টিকটিকি ডেকে উঠল । মরিয়ম বেগম কোন কথা শুনলেন না ।
ঝরনা ছেড়ে দিলেন । জিমও মেতে উঠল গোসল গোসল খেলায় । মাকে ভিজিয়ে দিতে লাগলো । দেয়ালের টম ও জেরীকে
ভিজিয়ে দিল । ওরা কিছু বলল না । জিম এক মনে জল কেলি করছে । কিছুক্ষণ পরে মরিয়ম বেগম এক প্রকার জোর করেই জিমকে বাথ রুম থেকে বের করলেন ।

কফিল উদ্দিন সাহেব খুব প্রফুল্ল মনে বাসায় ফিরছেন । আস্তে আস্তে সিঁড়ি ভাঙলেন । একবার উনার ব্যাক পেইন হয়েছিল ।
আজও সে কথা মনে পড়লে ভয়ে গা ছমছম করে । কী কষ্ট ! ডাক্তার বিভিন্ন টেস্ট দিলেন । কোন সমস্যা ধরা পড়ল না । তাহলে কী হল ! ডাক্তার বললেন, নানা কারণে হতে পারে । পেইন কিলার খেতে থাকেন । কয়েক দিন বিশ্রাম নেন ।
গরম পানির সেক দেন । ঠিক হয়ে যাবে । অবশেষে ঠিক হয়ে গেল ; তবে সেটি বাড়িওয়ালার ছেলে শিহাব সাহেবের কল্যাণে । শিহাব সাহেব একটি নরমাল ব্যায়াম শিখিয়ে দিলেন । দুই হাত নির্দিষ্ট নিয়মে উপর -নিচ করা । ভোজ বাজির
মত ফল পাওয়া গেল । কফিল উদ্দিন সাহেব সুস্থ হয়ে উঠলেন । সেই থেকে তিনি খুব সাবধানে চলা ফেরা করেন ।

বাসার দরজার সামনে দাঁড়িয়েই জিমের কান্না শুনতে পেলেন । মহা হুলস্থূল চলছে । মনটা খারাপ হয়ে গেল । কলিং বেল টিপলেন । বাজল না । তারমানে বিদ্যুত নেই । কাঠের দরজায় টুকটুক শব্দ করলেন । মরিয়ম বেগম হন্ত দন্ত হয়ে দরজা
খুলে দিলেন । মন ভালো নেই । তবু স্বামীকে দেখে হাসার চেষ্টা করলেন । চোখে চোখে কিছু একটা হল । একটি খুশির
ঝিলিক ছড়িয়ে পড়ল সারা মুখে । কফিল উদ্দিন সাহেব জিজ্ঞেস করলেন, কখন থেকে কান্না কাটি চলছে ?
বেশিক্ষণ হয়নি । ঘুমিয়ে ছিল । ঘুম থেকে উঠেই শুরু করল ।
তাড়াতাড়ি রেডি হয়ে নাও । চল ওকে নিয়ে একটু ঘুরে আসি ।
কোথায় যাবে ?
আর ------কোথায়; শিশু পার্ক ।
জিম বাবাকে দেখে কান্নার গতিবেগ আরও বাড়িয়ে দিয়েছে । সেই সাথে সমানে চেঁচাচ্ছে , আমি বাইরে যাব বাবা ----
আমি বাইরে যাব বাবা ----- । কফিল উদ্দিন সাহেব জিমকে কোলে তুলে নিলেন । আলতো করে কচি গালে চুমো দিলেন । জিম এসবে কান্না থামাচ্ছে না । ওর শুধু এক কথা, বাইরে যাব বাবা । নন স্টপ বলে যাচ্ছে । কফিল উদ্দিন সাহেব
বললেন, ঠিক আছে বাবা । আমরা এখনই বাইরে যাব । তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও ।
আমি রেডি ---- সাথে সাথে বলে দিল জিম । মরিয়ম বেগম হা হা হা করে হেসে উঠলেন । কফিল উদ্দিন সাহেব প্যান্টের পকেট থেকে কিছু একটা বের করে মরিয়ম বেগমের হাতে দিলেন । জিম ওটা নিতে চাইল । কফিল উদ্দিন সাহেব
বললেন, ওটা নেয় না বাবা । ওটা বড়দের ।
জিম বলল, আমিও বড় ---- ।
ঠিক আছে; তুমিও বড় । তোমার জন্য একটি মজা এনেছি । এই বলে অন্য পকেট থেকে একটি চকলেটবার বের করে জিমের হাতে দিলেন । জিমের কান্না থেমে গেল । সে এখন খুশিতে লাফাচ্ছে । মরিয়ম বেগম ইতোমধ্যে ডাইনিং টেবিলে খাবার দিয়েছেন । স্বামীকে আদুরে গলায় ডাকলেন, বাপ ব্যাটা খেতে আসুন ।
আমি এখন খাব না মণি । কফিল সাহেব স্ত্রীকে আদর করে মণি নামে ডাকেন ।
খাবে না কেন ?
আজ খেয়ে এসেছি ; একটি পার্টি মিটিং ছিল । তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও ।
আমি রেডি । চলো বেরিয়ে পড়া যাক ।
চলো চলো ------ ।

এখন সাড়ে পাঁচটা বাজে ।আগামাসি লেন থেকে রিকশা নিলেন । অটো রিকশা । প্যাডেল চালাতে হয় না । শিশু পার্ক । ভাড়া ৬০ টাকা । এই কয়েক বছর আগেও ২০-২৫ টাকায় যাওয়া যেত । এখন রিকশাওয়ালারা ওই দিকে যেতেই চায় না । যানজটের ভয়ে । মরিয়ম বেগমও সিএন জি তে চড়তে চান না । বোরিং লাগে । তারচেয়ে রিকশা অনেক খোলামেলা । জিম হরিণ শাবকের মত উল্লাস প্রকাশ করছে । এদিক ওদিক থাকাচ্ছে । নানা প্রশ্ন করছে । কফিল সাহেব বললেন,
একটি সুখবর আছে ।
কী ?
দু দিনের ছুটি নিয়েছি । আগামীকাল তোমাদের নিয়ে লং টুরে যাব ।
কোথায় ?
বলতো কোথায় হতে পারে ? কফিল সাহেব একটু রহস্য করতে চাইলেন ।
কোথায় আবার মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্তই ! বললেন মরিয়ম বেগম ।
তার মানে ?
মানে হল, আমার শুশুর বাড়ি, জিমের দাদুর বাড়ি আর তোমার বাপের বাড়ি ! কী ঠিক হয়নি ?
কফিল উদ্দিন সাহেব হা হা হা করে হেসে উঠলেন । বললেন, এই না হলে আমার বউ । দুর্দান্ত আই কিউ !
এতে আই কিউর কী আছে ?
জিম জিজ্ঞেস করে বসল, বাবা আই কিঊ কী ?
সে তুমি বুঝবে না বাবা ।
জিম আবার জিজ্ঞেস করল, মাম্মা, আই কিউ কী ?
বুদ্যাংক ।
সেটা কী মাম্মা ?
মরিয়ম বেগম বললেন, আই কিউ হল, মানসিক বয়স ।
মান--সিক বয়স কী ?
মহাবিপদে পড়লেন মরিয়ম বেগম । কফিল উদ্দিন সাহেব হাসতে লাগলেন । বললেন, ছাত্র খুব মেধাবী । এবার টিচারের বারটা বাজবে । কি বলেন ম্যাডাম ?
মরিয়ম বেগম কৃত্তিম রাগ করে স্বামীর দিকে তাকিয়ে বললেন, দাঁড়াও দেখাচ্ছি মজা । এই বলে জিমকে বললেন, তোমার বাবা তোমার সব প্রশ্নের জবাব দিতে জানে । বাবাকে জিজ্ঞেস কর জিম ।
জিম সাথে সাথে জিজ্ঞেস করল, বাবা সেটা কী ?
কোনটা বাবা ?
এই যে মাম্মা বলল !
সেটা শিশু পার্কে গেলেই দেখতে পাবে বাবা । অনেক সুন্দর আর বড় । স্বামীর কথায় মুখ টিপে টিপে হাসতে লাগলেন মরিয়ম বেগম । জিম আর কোন প্রশ্ন করল না । রিকশা এতক্ষণ ভালই চলছিল । এখন জ্যামে পড়েছে । ফুলবাড়িয়া মার্কেটের একটু আগে । জিম অস্থির হয়ে উঠেছে । রিকশা থেকে বার বার নেমে যেতে চাইছে । আশে পাশের গাড়ি গুলোকে
ছোট ছোট বকা দিচ্ছে । জিম ইতিমধ্যে অনেকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে । সবার চাওয়া চাওয়িতে জিমের মন
কিছুটা ভাল হয়েছে । সে এখন আনমনে একটি গান ধরেছে -------- আমি তো বড় হব
বাবার মত বড় হব
বাবার মত মুচ হবে
বাবার মত দাঁড়ি হবে
আমি তো বড় হব --------- !!
রিকশাওয়ালা একমনে জিমের গান শুনছে । গানটি তারও খুব পছন্দ হয়েছে । সাথে সাথে গুন গুন করে গাইতে শুরু করে দিল, আমি তো বড় হব ----- বাবার মত বড় হব -------- ।
জিম ক্ষেপে উঠেছে , বাবা আমার গান রিকশাওয়ালা বলে কেন ?
তোমার গান যে, ওর খুব পছন্দ হয়েছে তাই ।
কেন পছন্দ হবে ?
না, ও বলতে পারবে না ।
ঠিক আছে ও আর বলবে না । কফিল উদ্দিন সাহেব ইশারায় রিকশাওয়ালাকে বলতে নিষেধ করলেন । সে চুপ করে গেল ।
জ্যাম এখনও ছাড়েনি । মরিয়ম বেগম রিকশা ছেড়ে হেঁটে যাওয়ার পক্ষে । জিমও । কফিল উদ্দিন সাহেব আর একটু অপেক্ষা করতে চান । একটি ট্রাক রাস্তার মাঝ খানে ঘুরানোর চেষ্টা করছে । ট্রাফিক পুলিশের চেষ্টার অন্ত্য নেই । তবু কিছু কাজ হচ্ছে না । তাঁরা রিকশা থেকে নেমে পড়লেন । ৫০ টাকার একটি নতুন নোট রিকশাওয়ালার দিকে বাড়িয়ে দিলেন । সে বলল, স্যার ৬০ ট্যাকা দেন । আমি তো কন দোষ করি নাই । আমি তো যাইতেই চাই ।
কফিল সাহেব কথা বাড়ালেন না । পকেট থেকে আরও দশ টাকার একটি নোট বের করে দিলেন । নোট ময়লা ও আংশিক
ছেঁড়া । সাথে সাথে রিকশাওয়ালা বলল, স্যার এইডা বদলাইয়্যা দেন । এইবার কফিল উদ্দিন সাহেবের রাগ উঠল । তিনি
বেশ কর্কশ গলায় বললেন, তোমাকে যে ১০টাকা দিয়েছি সেটাই তো বেশি ।
রিকশাওয়ালাও সাথে রেগে উঠে বলল, ভিক্ষা দিছেন নাকি আমারে ?
কিছুক্ষণ আগের হাসি খুশি ভাবটি আর নেই ।পুরো পরিবেশ এখন থমথমে । আশেপাশের লোকজন তাকিয়ে আছে । লজ্জার
ব্যাপার । কফিল উদ্দিন সাহেব এক মুহূর্তের জন্য কী যেন ভাবলেন । তারপর পকেট থেকে আরেকটি নোট বের করে রিকশাওয়ালার হাতে দিতে দিতে আস্তে আস্তে বললেন,
এই নাও; ভিক্ষাই দিলাম !
মরিয়ম বেগম স্বামীকে চুপ থাকতে বললেন । রিকশাওয়ালাও আর কথা বাড়াল না । কফিল উদ্দিন সাহেব জিমকে কোলে নিয়ে রিকশা থেকে নেমে পড়লেন । কোনমতে রাস্তা পাড় হয়ে ফুটপাতে পৌঁছলেন । হাঁফ ছেড়ে বাঁচলেন । যেন কোন বন্দি
এই মাত্র কারাগার থেকে বেরিয়ে এলেন । জিম কোলে থাকতে চাচ্ছে না । নেমে পড়তে চায় । স্বাধীন ভাবে হাঁটতে চায় ।
কিছুক্ষণ হাঁটার পর আবার রিকশা নিলেন । কিন্তু ভাগ্য দেবী আজ মোটেই সুপ্রসন্ন মনে হচ্ছে না । শিক্ষা ভবনের পেছেনের
রাস্তায় আবার জ্যামে পড়লেন । পাশেই জাতীয় ঈদগাহ । পুরো মাঠ জুড়ে সবুজ ঘাসের বিছানা । খুব সুন্দর লাগছিল দেখতে । কয়েকটি গাছে দু একটি পাখিও দেখা গেল । কিছুক্ষণ পর নিয়ন বাতি গুলো এক সাথে সব জ্বলে উঠল । নয়নাভিরাম দৃশ্য ! সূর্য্যি মামা অস্ত যাচ্ছে । পরিষ্কার আকাশ । দু এক জায়গায় সাদা মেঘের ভেলা । কফিল উদ্দিন সাহেব
স্ত্রীকে বললেন, মণি, কাল সকালে উঠতে হবে । সকাল ৭ টায় ট্রেন । এগারসিন্ধুর এক্সপ্রেস ।
টিকেট কাটতে হবে না ? মরিয়ম বেগম জিজ্ঞেস করলেন ।
সে আমি কেটে রেখেছি ।
সে আমি জানি ।
কিভাবে জানলে ?
আরও কিছু জানি ----- মরিয়ম বেগম রহস্য করলেন !
আর কি জানো ?
আজ সারারাত তোমার ঘুম হবে না --!বলেই ফিক করে হেসে ঊঠলেন । কফিল উদ্দিন সাহেবও সেই হাসিতে যোগ দিলেন।

ইতোমধ্যে রিকশা শিশু পার্কের সামনে এসে দাঁড়িয়েছে । জিমের চোখে শিশু পার্কের উঁচু উঁচু রাইড গুলো ভাসছে । ওর আর তর সইছে না। রিকশা থেকে একাই নেমে পড়তে চাইছে । কফিল উদ্দিন সাহেবের মাথা নষ্ট । টিকেটের জন্য লম্বা লাইন । নারী পুরুষের জন্য আলাদা । দুটো লাইনই প্রায় সমান লম্বা । নারীদেরটা একটু বেশি । এই লাইনে দাঁড়িয়ে টিকেট কাটলে কতক্ষণ লাগবে সে কেবল আল্লাহ তায়ালাই জানেন । তবে বিকল্প কিছু করারও নেই । স্বামী স্ত্রী দুই জন দুই লাইনে দাঁড়িয়ে গেলেন । যেই লাইনে আগে হয় !এ যেন অঘোষিত প্রতিযোগিতা । দেখা যাক এই লড়াইয়ে কে হারে আর কে জিতে । জিম ছুটাছুটি করছে । অনেকটা মুক্ত বিহঙ্গের মত । কিছুক্ষণ পর পর জিম মায়ের হাত ধরে টানাটানি করছে আর বলছে, আসো ----আসো --- আমি ওইটাতে উঠব ---- ।
টিকেট লাগবে যে বাবা । একটু দাঁড়াও ।
না, টিকেট লাগবে না । সবাই তো উঠছে । আমিও উঠব ---- ।
অবুঝ শিশু । তাকে এই কথা বুঝানো কঠিন । তাই মরিয়ম বেগম বললেন, ঠিক আছে তোমার বাবাকে নিয়ে যাও । জিম
বাবার কাছে ছুটল । পেছন থেকে কে যেন মরিয়ম বেগমকে সালাম দিল ।
ম্যাডাম, আসসালামু আলাইকুম ---- । ওয়ালাইকুম বলতে বলতে মরিয়ম বেগম ডানে ঘুরলেন । চমকে উঠলেন । মাথা নিচু করে অন্তু দাঁড়িয়ে আছে ।
আরে অন্তু যে ! তুমি কখন এলে ?
কয়েক মিনিট হয়েছে । জিম কোথায় ?
ঐ লাইনে । ওর বাবার কাছে ।
অন্তু জিমের কাছে চলে গেল । মরিয়ম বেগমের চোখ দুটি কেন যেন খুশিতে ভিজে উঠল । অন্তুকে পেয়ে জিমও মহাখুশি । মরিয়ম বেগম কাউন্টারের কাছে প্রায় কাছাকছি চলে এসেছেন । স্বামীকে দুই আঙুল তুলে বিজয় চিহ্ন দেখাচ্ছেন । কফিল উদ্দি সাহেব মুচকি হাসলেন । মরিয়ম বেগম টিকেট নিলেন । একটি বেশি । অন্তুর জন্য । এই একটি টিকেট বেশি কিনে তিনি অন্তরে অনেক প্রশান্তি অনুভব করলেন । তাঁর চিরন্তন মাতৃ হৃদয় জেগে উঠল ।
কফিল উদ্দিন সাহেবও অন্তুকে খারাপ চোখে দেখেন না । অবশ্য মরিয়ম বেগমের মত ততটা স্নেহের চোখেও না । জিম আর
অন্তু হাত ধরাধরি করে হাঁটছে । কফিল উদ্দিন সাহেব বিষয়টি খুব সুনজরে দেখছেন না । মরিয়ম বেগমকে বললেন,
জিম কি অন্তুর বন্ধু নাকি ?
ও কথা বলছ কেন ?
দেখছ না কেমন হাত ধরাধরি করে বন্ধু মত করে হাঁটছে !
হেলে মানুষ, ওতে কি হয় ?
ওতে কিছু হয় না, তবে বিষয়টি আমার খুব পছন্দ না । তুমি জিমকে ------- । মরিয়ম বেগম স্বামীকে আর কথা বলতে দিলেন না । বললেন, তুমি চুপ করো । এখন তুমি কিছুই বলবে না । বিষয়টি আমি পরে দেখব । তাছাড়া অন্তু
খুব ভাল ছেলে । মানুষ গরিব হয় না । গরিব হলেই কি তারা অমানুষ হয়ে যায় ? তাদের সাথে জন্ত জানোয়ারের মত
আচরণ করতে হবে ?
কফিল উদ্দিন সাহেব আর একটি কথাও বাড়ালেন না । স্ত্রীর প্রতি শ্রদ্ধায়, ভালোবাসায় তাঁর মন ভরে উঠল । জিম ট্রেনে
উঠতে চাইছে । সেখানেও লাইন । অন্তু আর জিমকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হল । একটু পর পর জিম লাইন থেকে
দৌড়ে চলে আসছে; আবার লাইনে দাঁড়াচ্ছে । এ যেন মন না মতির খেলা ! কিছুক্ষণ পর ট্রেন ছাড়ল । জিম আর অন্তুর
সেকি উল্লাস ! জিম বার বার বাবা মায়ের উদ্দেশ্যে হাত নাড়ছে । ট্রেন থেকে নেমেই অন্তু একটি অভাবিত কাজ করে বসল । পকেট থেকে পঞ্চাশ টাকার একটি নোট বের করে মরিয়ম বেগমের উদ্দেশ্যে বাড়িয়ে দিল । মরিয়ম বেগম এবং কফিল উদ্দিন সাহেব বিস্ময়ে বিমুঢ় হয়ে গেলেন । মরিয়ম বেগম স্বামীর মুখের দিকে একবার তাকিয়ে দেখলেন । অতঃপর
বললেন, একি করছ অন্তু ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ?
না ম্যাডাম । মার কাছ থেকে এই টাকাটা নিয়ে এসেছি । ফেরত দিলে মা কি ভাববে ?
বলবে যে, আমি দিয়ে দিয়েছি ।
তাহলে মা খুব মাইন্ড করবে !
মাইন্ড করবে না । তুমি আমার কথা বলবে ।
অন্তু আর কিছু বলল । মাথা নিচু করল । কফিল উদ্দিন সাহেব ফ্যাল ফ্যাল করে অন্তুর মুখের দিকে তাকিয়ে রইল । মনে
মনে অন্তুকে তাঁর শ্রদ্ধা করতে ইচ্ছে হল ।
আর বেশিক্ষণ সময় নেই । শিশু পার্ক বন্ধ হয়ে যাবে । সব রাইডের সামনেই লোকজনের ভিড় । কফিল উদ্দিন সাহেব মনে
মনে ভাবতে লাগলেন, এই আমাদের প্রিয় দেশ । বাংলাদেশ । বাসে, ট্রেনে, পার্কে, স্কুলে, কলেজে, মসজিদে, লাইব্রেরিতে, মার্কেটে যেখানেই যাই ; শুধু ভিড় আর ভিড় ! যেখানেই যাই মনে হয় সব মানুষ বুঝি সেখানেই ! একলক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের এই দেশে প্রায় ১৭ কোটি মানুষের বাস ! কী আশ্চর্য ! তারপরও আমাদের দেশ থেমে নেই । দ্রুতই উন্নতি হচ্ছে । আগে মানুষ না খেয়ে মারা যেত, এখন যায় না ।
জিমের ক্ষুধা লেগেছে । তাঁরা একটি ফুসকার দোকানে বসলেন । মরিয়ম বেগম ফুসকা খুব পছন্দ করেন । কফিল উদ্দিন
সাহেব কিছুই খেলেন না । শুধুই এক গ্লাস পানি । জিম এক পিস কেক অনেকক্ষণ ধরে খেয়ে চলেছে । আর শেষ হতে চাইছে না । অন্তকে জোর করেও কিছু খাওয়ানো গেল না । অন্তু যে কেন খেল না; সে বিষয়টি আর কেউ না বুঝলেও
মরিয়ম বেগমের বুঝতে বাকি থাকল না । তাঁর চোখ ছল ছল করছে । তারা বাসার দিকে রওনা দিলেন । তাদের রিকশায় উঠিয়ে দিয়ে অন্তও আপন মনে হাঁটতে লাগলো । তাঁরও দু চোখ জুড়ে রাজ্যের খুশি !

এখন সাড়ে ছয়টা বাজে । সকাল । কফিল উদ্দিন সাহেব সপরিবারে স্টেশনে পৌঁছে গেছেন । কমলাপুর রেলস্টেশন । পরিষ্কার পরিচ্ছন্ন । বেশ বড় এবং নয়নাভিরাম । বিভিন্ন লাইনে ট্রেন দাঁড়িয়ে আছে । তবে এগারসিন্ধুর এক্সপ্রেস এখনো ফ্ল্যাটফরমে এসে পৌঁছায়নি । কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছে যাবে । মাইকে ঘোষণা করা হচ্ছে --- অল্প কিছুক্ষণের মধ্যেই কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনটি ১ নং ফ্ল্যাটফরমে এসে দাঁড়াবে । কফিল উদ্দিন সাহেবরা ওয়েটিং চেয়ারে বসে আছেন । জিম এখনও ঘুমাচ্ছে । মায়ের কোলে । হকাররা ব্যস্ত হয়ে পড়েছে । আজকের পত্রিকা তাদের হাতে হাতে । গরম
গরম সব খবর । তাজা তাজা খবর । এইভাবে একেক জন একেক ভাবে ক্রেতাদের আকৃষ্ট করতে চাইছেন । এমনিতে কফিল উদ্দিন সাহেব পত্রিকা কিনতে চান না । এর কারণ দুটো । এক- পত্রিকার অনেক সংবাদের উপরই তাঁর আস্থা নেই । দুইঃ অফিসে পত্রিকা পান । আজ কফিল উদ্দিন সাহেব একটি দৈনিক পত্রিকা কিনলেন । নিজের জন্য নয়; প্রিয় বাবার জন্য । তিনি পত্রিকা পড়তে খুব পছন্দ করেন ।এই পত্রিকাটি তিনি এমন ভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন যে, এর চেয়ে আর
সুখপাঠ্য কোন কিছু বুঝি আর এই জগতে নেই ।
কফিল উদ্দিন সাহেবের পিতার নাম রফিক উদ্দিন । কর্মজীবনে একজন আদর্শ শিক্ষক । মনে প্রাণে শিক্ষক । এখনও সবাইকে ছাত্র মনে করেন । অবশ্য আশেপাশে চার -পাঁচ গ্রামে এমন কোন শিক্ষিত মানুষ নেই; যিনি তাঁর ছাত্র নন । বয়স
প্রায় নব্বই বছর । পরিষ্কার চোখে দেখেন । খালি চোখে পত্রিকা পড়েন । কোরআন পড়েন ; অথচ কফিল সাহেবের চশমা লাগে । একজন সাদা মনের মানুষ । একনিষ্ঠ একজন পাঠক । হয় নিজে বই পড়ছেন নতুবা কাউকে পড়াচ্ছেন । এই তাঁর ধ্যান ; এই তাঁর জ্ঞান।
এই মাত্র জিমের ঘুম ভেঙেছে । চোখ মেলল । কিছু বুঝল কী বুঝল না, তা বুঝা গেল না । মায়ের দিকে তাকিয়ে শুধু বলল, মাম্মা, আমি বাইরে যাব ।
মরিয়ম বেগম হাসতে হাসতে বললেন, আমরা তো বাইরেই বাবা । তোমার দাদু বাড়ি যাচ্ছি ।
জিম চারপাশ ভাল ভাবে তাকিয়ে নিল । তারপর খিল খিল করে হেসে ঊঠল । বাবার দিকে তাকিয়ে বলল, বাবা হিসু করব ।
কফিল উদ্দিন সাহেব প্রমাদ গুনলেন । ট্রেন আসি আসি করছে । ওয়েটিং রুম বেশ দূরে । যেতে, হিসু করতে আর ফিরে
আসতে সময় কাভার করবে কিনা ভাবছেন । এরই মধ্যে জিম এবার হুমকি দিয়ে বলল, এখানেই হিসু করে দেই বাবা ?
মরিয়ম বেগম ব্যস্ত হয়ে বললেন, না না ; এটা হিসু করার জায়গা না । অতঃপর স্বামীর উদ্দেশ্যে বললেন, তাড়াতাড়ি নিয়ে
যাও ।
কফিল উদ্দিন সাহেব জিমকে কোলে নিয়ে দ্রুত পা চালালেন । জিম কোলে যেতে চাইছে না । হেঁটে যেতে চায় । প্রায় জোর
করেই নিয়ে গেলেন । কিন্তু টয়লেটের সামনে গিয়ে পড়লেন মহাবিপদে । কোনটিই ফাঁকা নেই । সব গুলোর সামনে মানুষের
ভিড় । বলা চলে দীর্ঘ লাইন । কফিল উদ্দিন সাহেবের মাথা গরম হয়ে গেল । তবে তিনি বুঝতে পারছেন, এই মুহূর্তে মাথা গরম করলে চলবে না । ঠাণ্ডা রাখতে হবে । রাগ কমানোর জন্য মনে মনে ইন্না লিল্লাহি অ ইন্না ইলাইহি রাজিউন
পড়ছেন । রাগ একটু কমলো বলে নিজের কাছে মনে হল । টয়লেটের সামনে দাঁড়ানো সব গুলো মানুষের মুখের দিকে একবার করে তাকালেন । নিজের অভিজ্ঞতা দিয়ে চিন্তা করলেন কাকে রিকোয়েস্ট করা যায় ! ব্যর্থ হলে ট্রেন মিস হতে পারে । তাহলে সর্বনাশ হয়ে যাবে । অবশেষে শান্ত ভদ্র দেখে একজনের কাছে গিয়ে বিনয়ের সহিত বললেন,
ভাই, আমার ছেলেটির খুব হিসু পেয়েছে । যে কোন সময় ট্রেন ছেড়ে দিবে । এখন তো আপনার সিরিয়াল । যদি কাইন্ডলি একটু -------- । আর বলতে হল না । লোকটি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন । এক মুহূর্ত পরেই আবার মুখ ফিরিয়ে
কফিল উদ্দিন সাহেরের কানের কাছে মুখ এনে বললেন, ভাই কিছু মনে করবেন না; আমার অবস্থা খুব খারাপ ---- । যে কোন সময় বেরিয়ে যেতে পারে ।
কফিল উদ্দিন সাহেব কী বলবেন ভেবে পেলেন না । জিম বাবা হিসু, বাবা হিসু করছে । হাত দিয়ে নুনু ধরে রেখেছে । মনে হচ্ছে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে । যে কোন সময় মুষলধারে নামতে পারে । এদিকে ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে । তাঁর মাথায় কিছুই কাজ করছে না । মনে হল এমন বিপদে জীবনে পড়েননি । আর কাউকে বলতেও সাহস পাচ্ছেন না । এমন
একটি লোক তাঁকে এই মহাবিপদ থেকে উদ্ধার করলেন । যিনি সাহায্য করলেন; টয়লেট রুমে ঢুকার পর কফিল উদ্দিন সাহেবের কাছে এই লোকটিকেই সবচেয়ে খারাপ বলে মনে হয়েছিল । এখন কফিল উদ্দিন সাহেবের কাছে মনে হচ্ছে, মানুষ চেনা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ । জিম একটি বাথ ঢুকল । দরজা বন্ধ করতে চাইল । কফিল উদ্দিন সাহেব বন্ধ করতে দিলেন না । জিমকে তাগাদা দিলেন, বাবা তাড়াতাড়ি করো ------ ।
এদিকে হিসু করতে বসে জিমের হাগু বের হয়ে গেল । জিম বাবাকে ডাকল, বাবা হাগু, বাবা হাগু ----- । কফিল উদ্দিন
সাহেবের মাথায় আকাশ ভেঙে পড়ল । মরিয়ম বেগম বার বার রিং দিচ্ছেন । এখন কী করবেন তিনি ? নিজেকে প্রবোধ
দিলেন, যা হবার তাই হবে ---- হতে থাক, থাক -----। নিয়তির উপর সব ছেড়ে দিলেন । এখন আর এতটা চিন্তিত
নন । ট্রেন চলে গেলে যাবে । ঠাণ্ডা মাথায় জিমকে নিয়ে টয়লেট থেকে বের হয়ে আসলেন । মরিয়ম বেগমের ফোন রিসিভ
করলেন । হ্যালো, কি ব্যাপার ----- ?
একটু টিস্যু পেপার নিয়ে এসো ।
ট্রেনের খবর কী ?
কোন খবর নেই ; এখনও আসেনি --- ।
যাক বাবা বাঁচা গেল !
কেন কি হয়েছে ?
আর বলো না । মহাবিপদে পড়েছিলাম ।
মরিয়ম বেগম অস্থির হয়ে বললেন, কী বিপদ ?
ফিরে এসে সব বলছি । আর কিছু আনতে হবে ?
না । কফিল উদ্দিন সাহেব লাইন কেটে দিলেন । মনে মনে আল্লাহ তায়ালাকে ধন্যবাদ দিতে লাগলেন । এই আমার প্রিয় বাংলাদেশ; এখানে কি হয় আর কি হয় না বুঝা বড় মুশকিল । ৭ টায় ট্রেন ছাড়ার কথা । এখন প্রায় ৮ টা বাজে ।
ছাড়ার নাম নেই । ইঞ্জিন গো গো করছে । শব্দ শোনে মনে হয় গোস্যা করেছে ! জিম এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে । কোন
চিন্তা নেই । মরিয়ম বেগম পত্রিকার পাতায় চোখ বুলাচ্ছেন । কিছু ভাল লাগছে না ।

ঠিক সাড়ে আটটায় ট্রেন ছাড়ল । যেন হাফ ছেড়ে বাঁচলেন যাত্রীরা । জিম জানালার পাশে বসেছে । উদোম বাতাস তার গায়ে আছড়ে পড়ছে । ঝলমলে রোদ । সুন্দর আবহাওয়া । ভ্রমণ বান্ধব । টঙ্গী জংশন পার হতেই অন্যরকম পরিবেশ ।
বাংলার চিরাচরিত আবহমান রূপ । এই বাংলার প্রেমে পড়েই কবি বলেছিলেন,

বাংলার মুখ দেখিয়াছি আমি, পৃথিবীর রুপ আর দেখিতে চাহি না !

কী গভীর বক্তব্য !অথচ এখন সে বাংলা আর নেই । বিস্তীর্ণ ফসলের মাঠ গুলো খেয়ে ফেলছে মানুষ । মানুষের ঘর বাড়ি।
এখন ঘর আছে । দুয়ার নেই । গোহাল নেই । গোহাল ভরা গরু নেই । গোলা ভরা ধান নেই । পুকুর ভরা মাছ নেই ।
বন নেই । জংগল নেই । ঝোপ নেই । ঝাড় নেই । কাশফুল নেই । বকের সারি নেই । দোয়েল নেই ।টুনটুনি নেই । সজনে নেই । আতা নেই । হিজল তমাল নেই ।তাল নেই । মায়ের আদুরে গাল নেই । খাল নেই, বিল নেই, নদী নালা নেই । সাপ নেই, ব্যাঙ নেই । ঘ্যাঙ ঘ্যাঙ নেই । শিয়াল নেই, শিয়ালের ডাক নেই । আশ্বিন-কার্তিকের ঝড় নেই । কাল বৈশাখী নেই । ভরা বাদল নেই । বাদল দিনের মাদল নেই। আগের মত শীত নেই । গ্রীষ্ম নেই । বসন্ত নেই । হেমন্ত নেই । বর্ষা নেই । বন্যা নেই । রোদ পোহানো নেই । মেলা নেই । বেলাও নেই । জারি নেই । সারি নেই । ভাটিয়ালি নেই । মুর্শিদী নেই । পালতোলা নৌকা নেই । গরুর গাড়ি নেই । চার বেয়ারার পালকি নেই । ধান কাটার গান নেই । নবান্নের পিঠা নেই । পুলি নেই । ভোরের শুভ্র বাতাস নেই । বাবার সেই শাসন নেই । বারেক স্যারের জালি বেতও নেই । এই সব ভাবতে ভাবতে কফিল সাহেব যেন অন্য কোন জগতে হারিয়ে গেলেন ।নিজের অজান্তেই ভিজে উঠেছে তাঁর অবাধ্য চোখ । অথচ কত দিন আগের কথা ! তাঁর কাছে মনে হলো এই তো দিন ! যখন সোহাগ ছিল । মানুষে মানুষে ভালোবাসা ছিল । বন্ধন ছিল । আত্নীয়তা ছিল । হৃদয়ে হৃদয়ে ব্রিজ ছিল । অধিকার ছিল । কর্তব্য ছিল । মূল্যবোধ ছিল । ছোটদের প্রতি স্নেহ ছিল, বড়দের প্রতি শ্রদ্ধা ছিল, ভয় ছিল, লজ্জা ছিল । ধৈর্য ছিল ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর একটি লেখা ।।
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জুয়েল ভাই ।
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন চমতকার একটা গল্প। ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা ওয়াহিদ ভাই ।
মোঃ মোজাহারুল ইসলাম শাওন খুম মজা লাগলো
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা শাওন ভাই ।
ফেরদৌসী বেগম (শিল্পী ) বেশ সাবলীলভাবে বাস্তব জীবনের ঘটনাবলী খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন ভাই। গল্পের জিম বাবুটাকে খুব্বি ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা রইলো। সেইসাথে আরো রইলো বাংলার রূপ সংখ্যায় আমার অন্য লিখাটিও পড়ার আমন্ত্রণ।
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা শিল্পী আপু ।
সূর্য ছোট ছোট সরল বাক্যে সাবলীল সুন্দর গল্প, খুব ভালো লাগলো
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা সূর্য ভাই ।
সাদিয়া সুলতানা বেশ সাবলীল লেখনীতে জীবনের গল্প। বেশ লাগল। কলমের জয় হোক।
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা সাদিয়া আপু ।
নাফিসা রহমান শহুরে জীবনের বাস্তব চিত্রটি বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন... ভালো লাগলো ধৈর্যশীল মরিয়ম বেগম, কর্তব্যপরায়ন কপিল সাহেব আর দুষ্ট জিম বাবু কে... শুভকামনা রইল...
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুপ্রিয় নাফিসা আপু ।
সকাল রয় জিমের কথা পড়তে পড়তে ভালালাগা বাড়ছিল। মুলভাবকে ফুটিয়ে তুলতে পেরেছেন বলে গল্পটা পূর্ণতা পেল। আপনার হাতে কিন্তু ম্যাজিক আছে ।
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা সকাল দা ।
Salma Siddika জিম বাবুকে ভালো লেগছে। শুভেচ্ছা জানাচ্ছি
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা সালমা আপু ।
এশরার লতিফ অনেক ভালো লাগলো গল্পটি জসীম ভাই.
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা লতিফ ভাই ।

১৯ ফেব্রুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৮০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪