কাঁদো মা কাঁদো

দেশপ্রেম (ডিসেম্বর ২০১৩)

জসীম উদ্দীন মুহম্মদ
  • ১৯
  • ১৯৮
বরফ গলা নদীর মত, শ্রাবণ মেঘের আকাশের মত
গিরি কন্যা ঝরনা ধারার মত কাঁদো
কেঁদে কেঁদে গড়ে তোল চোখের জলের শিসমহল
মনে রেখো তবু কেউ তোমার কথা, তোমার পারিজাত সন্তানের কথা
ভুল করেও মনে করবে না, এতটুকু ভালবাসার তুলিতে আঁকবে না কোন জলছবি !
কাঁটাতারের বেড়ার মত, গলায় বিদ্ধ কাঁটার মত তুমি চেয়ে চেয়ে দেখবে
উদোম বুকের ছাতিতে, উন্মুক্ত পৃষ্ট দেশে নূর হোসেনের সেই রক্ত লেখা !
কাঠের পুতুলের মত, ছাদনা তলার বদনার মত অন্ধ চোখে তাকিয়ে থাকা !
যদি পারো স্মৃতির মণি কোঠরে ফিরে যেও
যেখানে তোমার টিপু সুলতান উন্মুক্ত তলোয়ার হাতে এখনও দাঁড়িয়ে আছে !
তোমার শত্রুর বিরুদ্ধে, মানবতার শত্রুর বিরুদ্ধে
যৌবনের মৌ বনে লুকিয়ে থাকা ভীরু কাপুরুষদের বিরুদ্ধে !

তোমার অগণিত শহীদ সন্তানের বজ্র মুষ্টি এখনও সুকঠিন শপথের
সূর্য স্মারক । যে কোন সময় মহাকালের হাত ঘড়ি টিক টিক করে বেজে উঠবে !
ঝাউয়ের বনে, ঘাসের মেলায়, শরত শিশির লুকিয়ে লুকিয়ে হাসবে
গলায় মাদুলি পড়া কিছু দিগম্বর শিশুর বাঁধ ভাঙা উল্লাসে আবার ফিরে আসবে
তোমার আরব্য রজনীর গল্প, ঠাকুরমার ঝুলি !

তবু একদিন মরা গাঙে পানি পাওয়ার মত, তোমার অবোধ সন্তানের বোধোদয় ঘটবেই
চেতনার বহ্নি শিখায় ক্ষমতার মোহ টুটবেই !
ততদিন তুমি যত পারো কাঁদো, মায়ের চোখের জলে যদি সন্তানের চোখে জল আসে !
আর সেই জল ধুয়ে মুছে দেয় হৃদয়ের সকল আবর্জনা !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুন ম. আজিজ ভালো কবিতা। তবে বাক্য গুলো দীর্ঘ। পাঠকের জন্য এটা কষ্টকর। ...
ছন্দদীপ বেরা কবিতাটি বেশ ভাল ।
কবিরুল ইসলাম কঙ্ক কবিতাটি ভালো হয়েছে । ভালো থাকবেন ।
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর কথামালা । বেশ ভাল একটি কবিতা ।।
Rumana Sobhan Porag বরফ গলা নদীর মত, শ্রাবণ মেঘের আকাশের মত গিরি কন্যা ঝরনা ধারার মত কাঁদো কেঁদে কেঁদে গড়ে তোল চোখের জলের শিসমহল মনে রেখো তবু কেউ তোমার কথা, তোমার পারিজাত সন্তানের কথা ভুল করেও মনে করবে না, এতটুকু ভালবাসার তুলিতে আঁকবে না কোন জলছবি !------------কি যে সুন্দর কথা গুলো....বেশ ভাল লাগল।
মোঃ মহিউদ্দীন সান্‌তু ততদিন তুমি যত পারো কাঁদো, মায়ের চোখের জলে যদি সন্তানের চোখে জল আসে ! আর সেই জল ধুয়ে মুছে দেয় হৃদয়ের সকল আবর্জনা ! চমৎকার লিখেছেন। অনেক ভালো লাগলো।
কবি এবং হিমু আমার চোখে এ সংখ্যার সেরা কবিতা।অনেক সুন্দর লিখেছেন ভাই
ক্যায়স N/A UNION ALL SELECT NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL# তবু একদিন মরা গাঙে পানি পাওয়ার মত, তোমার অবোধ সন্তানের বোধোদয় ঘটবেই... কবির মতো এই অপেক্ষাতেই থাকলাম...
সূর্য "চেতনার বহ্নি শিখায় ক্ষমতার মোহ টুটবেই" প্রতিদিনই ক্ষমতার মোহ বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে এর স্বাদ নেয়ার নেতৃত্ব। এ মায়ের খুব সহজেই মুক্তি নেই। অনন্তকাল ধরেই কাঁদতে হবে। আপনার মতো আমিও চাই মোহ টুটে যাক। দারুন সব উপমায় সাজিয়েছেন কবিতা।

১৯ ফেব্রুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৮০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪