সময়ের ডাস্টবিনে!

আমি (নভেম্বর ২০১৩)

জসীম উদ্দীন মুহম্মদ
  • ১৮
ঐ দেখো, ওই দিকে কেমন মেঘলা আকাশ, কান পেতে শোনো
এ মাটির বুক ছিঁড়ে বেরিয়ে আসা এক পাহাড় নিঃশ্বাস !
আগ্নেয়গিরি সুখের ভিতর
রাবণের চিতার ভিতর
কাল কেউটের ছোবলের ভিতর; ঘুরপাক খায় একের পর এক পরিহাস !
তীর হারা ঢেউয়ের মত, মাতৃহারা শিশুর মত, জটর বিহীন বৃক্ষের মত
আন্দামান, নিকোবরের নিঃসঙ্গ বিহঙ্গের মত
কোথাও নেই এতটুকু আলোর জল ! এতটুকু দিকপল !
এত বড় রাত, এত মুল্যহীন(!)সবুজ প্রাণ, সতেজ লাউয়ের ডগা !
আদুরীদের মসৃণ ঠোঁটের বিষবৃক্ষে লালিত প্রস্রবণ !
আমি চেয়ে দেখি, চেয়ে দেখে তরুলতা, অকাল আবালবৃদ্ধবণিতা !
শীল পাঁটায় পিষ্ট হওয়া গোল মরিচের গুঁড়ার মত, অবাক তাকিয়ে থাকা
বুকের জমাট রুধিরে কেবলই সেই মানচিত্র আঁকা !
আমি কোথায় জানি না, লতানো শিশিরের মত হাওয়ায় ভাসতে ভাসতে
উচ্ছিষ্টের মত কোন এক সময়ের ডাস্টবিনে খুঁজে পাই নিজেকে, যেখানে
আমায় নিয়ে হায়েনা, কুকুর আর শুঁকুনেরা কাড়াকাড়ি করে !
আমি বিমুঢ় পুতুল বেশে, বারবার বিলিয়ে দেই নিজেরে, অবশেষে
একুরিয়ামের শান্ত জলে বন্দী মাছের মত
বোতলের ভিতর হাজার বছর ধরে বেঁচে থাকা দৈত্যের মত
মরুভূমির তৃষ্ণার্ত বালুকা বেলায় পতিত এক বিন্দু বারিধারার মত
ভুলে যাই আমার অস্তিত্ব !

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খোরশেদুল আলম কুকুর আর শুঁকুনেরা কাড়াকাড়ি করে ! আমি বিমুঢ় পুতুল বেশে, বারবার বিলিয়ে দেই নিজেরে, // দেশ এখন পুতুল, চলছে কাড়াকাড়ি ভাগাভাগী। বরাবরের মতোই খুব ভালো লিখেছেন। কবি শুভেচ্ছা।
এস, এম, ইমদাদুল ইসলাম উচ্ছিষ্টের মত কোন এক সময়ের ডাস্টবিনে খুঁজে পাই নিজেকে, যেখানে আমায় নিয়ে হায়েনা, কুকুর আর শুঁকুনেরা কাড়াকাড়ি করে ------------------------------------ কবিতার দশর্ণ অতি মূল্যবান ।
মোহসিনা বেগম শীল পাঁটায় পিষ্ট হওয়া গোল মরিচের গুঁড়ার মত, অবাক তাকিয়ে থাকা----- আমাদের দেশের জনগণের অবস্থার মত ! অসাধারণ লিখেছেন কবি ।
Jontitu কোথাও নেই এতটুকু আলোর জল ! এতটুকু দিকপল ! এত বড় রাত, এত মুল্যহীন(!)সবুজ প্রাণ, সতেজ লাউয়ের ডগা ! ...........পাকা হাতের লেখা। ভীষণ ভালো লাগলো।
হিমেল চৌধুরী আমি বিমুঢ় পুতুল বেশে, বারবার বিলিয়ে দেই নিজেরে, অবশেষে একুরিয়ামের শান্ত জলে বন্দী মাছের মত ............ দারুণ লিখেছেন। ভালো লাগলো।
সূর্য মানব জীবনের নিগুঢ় সত্য তুলে দিলেন উপমার আচ্ছাদনে। বেশ ভালো লাগলো
Rumana Sobhan Porag জসীম ভাই খুব সুন্দর লিখেছেন। শুভ কামনা রইল
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর ভাবনার একটি কবিতা । বেশ সুন্দর ।।
মৌ রানী আমি কোথায় জানি না, লতানো শিশিরের মত হাওয়ায় ভাসতে ভাসতে উচ্ছিষ্টের মত কোন এক সময়ের ডাস্টবিনে খুঁজে পাই নিজেকে, যেখানে আমায় নিয়ে হায়েনা, কুকুর আর শুঁকুনেরা কাড়াকাড়ি করে ! আমি বিমুঢ় পুতুল বেশে, বারবার বিলিয়ে দেই নিজেরে, অবশেষে একুরিয়ামের শান্ত জলে বন্দী মাছের মত .............. সুন্দর সুন্দর উপমায় খুব ভালো লাগলো আপনার কবিতা।
ঘাস ফুল আমি কোথায় জানি না, লতানো শিশিরের মত হাওয়ায় ভাসতে ভাসতে উচ্ছিষ্টের মত কোন এক সময়ের ডাস্টবিনে খুঁজে পাই নিজেকে, : সুন্দর উপমায় সমৃদ্ধ কবিতা। খুব ভাল লাগলো।

১৯ ফেব্রুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৮০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪