একদিন বসন্ত এসেছিলো, প্রেম আসেনি

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০২০)

জসীম উদ্দীন মুহম্মদ
  • 0
  • 0
  • ১২৬
আজ সকালে অফিস পাড়ায় একবার, দুইবার নয়----
তিন তিনবার বসন্ত এসেছিলো!
কিছু মানুষের ঘুম ভাঙলেও প্রকৃতির ঘুম তখনও ভাঙেনি;
আধাভাঙা, আধাগড়া সড়কগুলো তখনো আড়ামোড়া ভাঙছে
পাঁতিহাঁসেরা জলের ছোঁয়া পেয়ে যেনো আকাশে ডানা মেলছে
ভালোবাসার নাম করে তারা একজন আরেকজনের কামড়ে
দিচ্ছে চুলের মুঠি,
এমনি এক সারস ভাসন্ত সময়ে....
আমি বসন্তের কোকিলের দানাদার আওয়াজ শুনে চমকে উঠি!

প্রথমে ভেবেছিলাম আমার প্রথম ডানা ভেঙে যে পাখিটা
একদিন শঙখচিল হয়ে উড়ে গিয়েছিলো....
আমার আকাশ ভেঙে অন্য আকাশে ঠিকানা খুঁজে নিয়েছিলো
আজ এতো বছর পর আমার আহত ডানা মেরামত করতে
সে-ই বুঝি ফিরে এসেছে
সে-ই বুঝি ফিরে এসেছে
সে-ই বুঝি তার নীলাঞ্জনা নীড় চিনে নিয়েছে!

এমনি হাজার আশার কোটি কোটি গুড়েবালি যে আমাকে
সজ্ঞানে কবর দিতে হয়েছে;
আচ্ছা বলো তো দেখি, এই খোঁড়াখুঁড়ির শেষে....
সেই আমি কি পারবো না এই আশাটিরও বাঁধন কেটে দিতে?
আমি কি পারব না আমার কবিতার শিরোনাম দিতে--
" একদিন বসন্ত এসেছিলো; প্রেম আসেনি!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

''একদিন বসন্ত এসেছিলো; প্রেম আসেনি" -- একটি নস্টালজিক দুরন্ত প্রেমের কবিতা। এতে কবি হৃদয়ের আকুতি এবং হাহাকার অত্যন্ত সার্থক ভাবে ফুটে উঠেছে। উপমা, অলংকারে, অনুপ্রাসের সাথে কাব্যিক ব্যঞ্জনা কবিতাটিকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। কবিতার প্রথম প্যারাটিতে মুলত বর্তমান সময়ের চিত্র তুলে ধরা হয়েছে। ২য় প্যারের কবি অত্যন্ত নান্দনিক ভাবে বিষয় সামঞ্জস্যতা ফুটিয়ে তুলেছেন। কবি বলেছেন, প্রথমে ভেবেছিলাম আমার প্রথম ডানা ভেঙে যে পাখিটা একদিন শঙখচিল হয়ে উড়ে গিয়েছিলো.... আমার আকাশ ভেঙে অন্য আকাশে ঠিকানা খুঁজে নিয়েছিলো আজ এতো বছর পর আমার আহত ডানা মেরামত করতে সে-ই বুঝি ফিরে এসেছে সে-ই বুঝি ফিরে এসেছে সে-ই বুঝি তার নীলাঞ্জনা নীড় চিনে নিয়েছে! এরপর ৩য় প্যারাতে বর্তমান এবং সুদূর অতীতের সাথে কবি পার্থক্য খুঁজতে গিয়ে বলেছেন, এমনি হাজার আশার কোটি কোটি গুড়েবালি যে আমাকে সজ্ঞানে কবর দিতে হয়েছে; আচ্ছা বলো তো দেখি, এই খোঁড়াখুঁড়ির শেষে.... সেই আমি কি পারবো না এই আশাটিরও বাঁধন কেটে দিতে? আমি কি পারব না আমার কবিতার শিরোনাম দিতে-- " একদিন বসন্ত এসেছিলো; প্রেম আসেনি!! অবশেষে বলা যায়, কবিতাটির বিষয় সামঞ্জস্যতা অসাধারণ--।।

১৯ ফেব্রুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৮০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪