লাশ হওয়ার আগে...

সবুজ (জুলাই ২০১২)

পন্ডিত মাহী
  • ৫২
  • ৯৮
সকাল হলেই
বারান্দায় একটা শালিক এসে বসতো
মাঝে মাঝে একটা কাঠ-ঠোকরা
ঠক ঠক ঠক করে জানালার ওপাশে;
আমরা চেয়ে থাকতাম দু’জন দু’দিকে-
ওখানে একটা সোমত্ত গাছ ছিলো
মাঝে মাঝে রোদ সরে গিয়ে ছায়া নিতো, রোদ
লেগে থাকতো গাছের পাতায়।
কাঠ-ঠোকরা কিংবা শালিক, কোন একজন
আসতো সেইসব নিরিবিলি দুপুরে
আলনায় যখন ঝুলিয়ে রেখেছি সংসারী রোদ,
ঠিক সেই আগেরদিনের বসা গাছে
আগেরদিনের ডালটার পাতার কাছে
মিশে যেতো অবসরে
মিশে যেতো দু’পায়ে আনাচে কানাচে-
আমরা চেয়ে থাকতাম দু’জন দু’দিকে।

এক খসে যাওয়া রাতে
বিক্ষিপ্ত আবাদী জমিতে শুধু শুধু
একা একা লাশ হয়ে গেলো সেই সোমত্ত গাছ-
রোদ সে কথা বলে গেলো আশেপাশে।
কাঠ-ঠোকরা বা শালিক অথবা অনাগত চড়ুইয়ের ঝাঁক
ওরা কেউ আসেনি কোনদিন এরপর।
আমরা চেয়ে থাকতাম দু’জন দু’দিকে
সোমত্ত গাছটা লাশ হওয়ার আগে...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জালাল উদ্দিন মুহম্মদ একা একা লাশ হয়ে গেলো সেই সোমত্ত গাছ-/ রোদ সে কথা বলে গেলো আশেপাশে।/ কাঠ-ঠোকরা বা শালিক অথবা অনাগত চড়ুইয়ের ঝাঁক/ ওরা কেউ আসেনি কোনদিন এরপর। ......... // আর কত লাশ! হৃদয়-ছোয়া সবুজ মায়া। সবুজে ভরে যাক চারপাশ।
সেলিনা ইসলাম 'সংসারী রোদ' উপমাটা মন ছুয়ে গেল আর কবিতার গভীরতা মনটাকে বিষণ্ণ মেঘে ঢেকে দিয়েছে ...কবির জন্য শুভকামনা
Azaha Sultan কত গাছের ছায়ার তলে বসে ভেবেছি--এ গাছগুলোর কেন মৃত্যু হয়........কারা তাদের বিনাশক........অনেক সুন্দর লিখছ মাহি।
সোমত্ত নিয়ে একটু বাড়াবাড়ি দেখছি,আসলে সোমত্ত শব্দটা বালিকাদের সম্বন্ধে ব্যবহৃত.......যৌবনপ্রাপ্তা......ক্লীবলিঙ্গ.......
খন্দকার নাহিদ হোসেন মাহী ভাই, চমৎকার কবিতা। এমন নিরাসক্ত ভাষাই তো কবিতায় চাই। আর ৩ নম্বর লাইনে শেষ শব্দের শেষে যদি একটা ও যোগ করি তবে কেমন হয়? আর আপনার কাছে আমার একটা চাওয়া আছে...... সামনে দেখা হোক করবো।
নাহিদ ভাই, শেষের দিকে পেলেও আপনাকে পেয়ে ভালো লাগে। তানভীর ভাই যদি একবার এসে আগের মত বলতো, 'এই ব্যাটা বানানে এত ভুল ক্যান?" তাহলে আরো একটু আনন্দ হতো।
কুমার বিশ্বজিৎ এতো কঠিন ভাষা বুঝতে অনেক সময় লাগবে । অনেক সুন্দর।
এ কি বললেন গো ভাই। আমার কবিতার ভাষা কঠিন। ও ভাই আমি তো আধুনিক বাংলা ভাষায় লিখছি, তাও আবার আধুনিক গদ্য কবিতা। সংস্কৃত ভাষায় লিখলে যে কি কইতেন আল্লাহই জানে। (একটু মশকরা করলাম, কিছু মনে করবেন না।) আবার আসবেন এই আধমের দুয়ারে।
ওসমান সজীব অসাধারণ কবিতা....
নীলকণ্ঠ অরণি সত্যি দারুণ, কিন্তু গাছ এর লাশ হয়ে যাওয়াটা কাম্য নয় আমাদের কারওরি...বৃক্ষেরা বেঁচে থাক আমাদের ভূমিতে, আমাদের জমিতে...

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৬৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪