রোদ্দুরে গোপন চিঠি

নতুন (এপ্রিল ২০১২)

পন্ডিত মাহী
  • ৩৮
  • ৪৬
শুনতে পাইরে
তোর ভালোবাসার রোদ্দুরে অনেক গভীরে
ভিতরের কথা, আনাচে কানাচে তুমুল আবেগ
দোলনায় দোল, শরীর বেড়ে জেগে ওঠা
অশক্ত বন্ধন- পবিত্র মন্ত্রে- ফসলের সুখ।

এইখানে,
নবীন জলের মত প্রমত্ত শূন্য গাঙ্গ
একটু জল, হবি একটু বৃষ্টি বুকের জানলায়-
বেঁচে থাকার নেহাৎ আনন্দ চাই না আর, চাইনি
নির্ভাবনার ইচ্ছে গুলোর অন্তরা, হিম বাতাসে জমে গেছে-
পুড়ে যাক, বলবো না
শরীরে খোলা রোদের আস্তরণ বেনামে নামুক
যাচ্ছে যাক ছাপিয়ে প্রতিদিন, মুহূর্তে- খসে
উড়ে যাক, ভাববো না…
শুধু তুই বল, কবে আসবি?
-খোকা, তুই কবে আসবি…

অনেক ডাক নাম ঘুরপাক খায় নরম দুপুরে
তরল ভালোবাসা গ্লাসে গ্লাসে জমিয়ে রাখি
তুই এলেই যে,
তোকে ডাকবো নানান ছুতোয় বাহানায়
গাল ছুঁয়ে বলবো কথা গোপনে আড়ালে
ভালোবাসার তরলে তোকে করাবো স্নিগ্ধ গোসল
বারান্দায় বৃষ্টিকে পাশে নিয়ে শোনাবো ঘুম পাড়ানি গান…
তুই অবুঝ চোখে চোখ রেখে বলবি, “মা”
বলবি তো…

গোপনে গোপনে,
খোলা বাক্সে কিছু টাকা জমিয়েছি
তুই এলেই তোকে কিনে দেবো শখের গাড়ি,
ছোট ছোট জামা বানিয়েছি খোকা
দেখবি কি সুন্দর তোকে লাগবে
তোর খাবারের থালা, চামচ, কিনেছি গ্লাস-

তাই এবার,
দোরগোড়ায়-চৌকাঠে তোর ছাপ চাই
মনের মাঝে চাই ছেটানো কুয়াশা রঙ
বুকের মাঝে চাই দাপাদাপি, আঁচলে টান
বুক জুড়ে, সুখ হয়ে
কিছু ক্ষুধা, কিছু আদর জল-কল্লোলে চতুর্দিক
ভাসিয়ে, হবি ভালোবাসার দেবতা…
তুই কবে আসবি খোকা?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ভূঁইয়া মোহাম্মদ ইফতেখার সত্যি কথাটা বলি, আমি মাঝে মাঝে আপনার লেখায়, বিশেষ করে কবিতায় কমেন্ট করতে গিয়ে চিন্তায় পড়ে যাই- কি বলব, না বলব, সুন্দর করে বলতে গিয়ে স্যাটায়ার চলে আসে (স্যাটায়ারটা সসের মতো আমার শরীরে মেশানো তো!)। তবে একটা কথা বলি, কবিতায় আপনার অনুভূতির প্রকাশ আর তার অলংকরণ বারেবারে হৃদয় ছুঁয়ে যায়। অনেক প্রতিষ্ঠিত হও, ভাইয়া। সময় তোমার অপেক্ষায়...
বিষণ্ন সুমন এরকম একটা কবিতা লিখবার জন্য আর কতকাল না লিখে থাকব ? কবি কি আমায় কিছুটা সামর্থ্য ধার দেবে ? অসাধারণ ! এরকম সৃষ্টি সহসাই হয় কিম্বা হয়না।
জোড় হস্ত অনুভূতি কে স্যালুট ! কিন্তু মানুষ তার শ্রেষ্ঠ অনুভূতি প্রকাশে কখনই তার শ্রেষ্ঠ শব্দ গুলোকে খোজে পায়না, (পন্ডিত জী কেমন আছে ?)
বিন আরফান. সেকেলে সেকেলে হয়ে গেছে. সৃজনশীল কিছু চাই. তবে আবেগ আর মনের ভাব দারুন ভাবে ফুটে উঠেছে. গদ্য ছন্দে কবিতা লিখতে ছন্দ বিশেষজ্ঞ হতে হয়না বলে অনেক সুবিধা . অন্ত মিল বা অলংকরণের কোন দরকার নেই. আমার নিকট এরূপ কবিতা কেমন যেন নিরামিষ মনে হয়. তবে হ্যা এটাই আধুনিকতা. যেভাবে নারীরা প্যান্ট আর পুরুষেরা লম্বা চুলে আকৃষ্ট তেমনি ভাবে কবিরাও অন্তমিলহীন লম্বা কবিতার চর্চা করছে. চালিয়ে যাও. শুভ কামনা রইল.
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ...................... আহ! আশাই তো আমাদের বাঁচিয়ে রাখে। সুন্দর লিখেছেন, ভাল লেগেছে। শুভেচ্ছা জানবেন।
আরমান হায়দার বেশকিছু চর্চিত সুন্দর পঙতি। ভাল লাগল।
Jontitu বুক জুড়ে, সুখ হয়ে কিছু ক্ষুধা, কিছু আদর জল-কল্লোলে চতুর্দিক ভাসিয়ে, হবি ভালোবাসার দেবতা… তুই কবে আসবি খোকা? যে আসবে এখনো আসেনি এমন একটি মুহূর্ত। অনেক আশা অনেক আবেগ জড়ানো কবিতা। কি বলব খুবি ভালো লাগলো। ধন্যবাদ কবিকে।
নিনা অনেক ছুয়ে গেল আমাকে | মাকে অনেক সুন্দরভাবে তুলে ধরতে পেরেছেন |
মনির খলজি পন্ডিত ভাই, কি বলব ...ভীষণ আবেগী আধুনিক কবিতা ...মমতাময়ীর আকুতিতে শুধুই চোখে জল আসে ...এ বেদনা বেদনা বিধুর চিত্তই বুঝে .....যা বুঝতে চেয়েছেন তা বুঝতে পারলাম কিনা জানি না....তবে নিদাখ, নিখাদ কবিতা ...শুভকামনা রইল !
বশির আহমেদ অনেক সুন্দর কবিতা প্রিয়তে রইল । কবিতা তেমন একটা বুঝিনা বলে আসতে চাই না কিন্তু আপনাদের কয়েক জনের লেখা কবিতা না পড়ে থাকতে পারি না ।

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৬৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী