সূর্য আসেনি

২১শে ফেব্রুয়ারী (ফেব্রুয়ারী ২০১২)

পন্ডিত মাহী
মোট ভোট ১১৩ প্রাপ্ত পয়েন্ট ৫.৫২
  • ৫১
  • ৪৪
আমি সূর্য দেখবো বলে
প্রতিদিন ঠায় দাঁড়িয়ে থেকেছি
ভোর হতে শিশিরে মোড়ানো ঘাসে,
ঘাস পোকার দল উঠে আসে
পা বেয়ে বুকে-
সূর্য; আসেনি।

আমি গুনে গুনে একুশ বেছে নেই
স্লোগান দেই, মিটিং-এ বসি
“রাষ্ট্রভাষা বাংলা চাই। বাংলা চাই।“
রাস্তার ফেরীওয়ালার মত
আমার ডাক ওরা কেউ শোনে না-
কিছু অবোধ ঢিল ছোঁড়ে
আমার বুককে করে রক্তাক্ত,
আমার খুলিতে করে ফুটো
কাঠ-ঠোকরাদের মত।

এরপরও আমি ঠায় দাঁড়িয়ে থাকি
আমায় ঘিরে ফিসফাস অন্ধকার
এদিক ওদিক কথা চলে,
শুনি সূর্য আসবে!
সূর্য আসেনি।

আমি হাতড়ে হাতড়ে পাই একাত্তর
রক্তে সেঁকা লাগে, ফুটতে থাকা
মাংসের দলা সেদ্ধ হয়,
আমি আমার লাশ নিজ হাতে দেই উপহার,
একবারো নড়াচড়া করে জানান দেইনি
আমি বেঁচে আছি-
আমি মরে ছিলাম, আর সবার মত।

ভেবেছি ওভাবে মরে পড়ে থাকলে
লুকিয়ে লুকিয়ে হলেও সূর্যটা বুঝি আসবে!
কোন একজন আমায় আশ্বাস দিলো-
ওদের বিচার হবে, তোর লাশের জন্য!
আমি বিচারের জন্য, আমি সূর্যের জন্য
ঠায় দাঁড়িয়ে থাকি-
কপালে রক্তের ছাপ শুকিয়ে কালো হয়েছে
পাঁজরের হাড়ে ঘুন ধরেছে,
ঘুনে পোকা দিয়েছে কলজেয় হাত।
পা বেয়ে ঘাস পোকার দল
উঠে আসে বুকে,
শিশিরে সেই যে পা ফেলেছি কবে-
তবু,
সূর্য আসেনি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
অণু অনু It's really really a beautiful poem. loved it.
ভালো লাগেনি ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
মালঞ্চ সূর্যের জলন্ত চিতায় জ্বলেপুড়ে ছাই হওয়ার থেকে সূর্যের অপেক্ষায় থাকা কি বেশী মধুর ! বেশ অন্যরকম লেখা ! শুভেচ্ছা জানাই---
আহমেদ সাবের গত মাসে অনেকের লেখাই পড়তে পারিনি। বিজয়ী হবার জন্যে প্রাণ ঢালা অভিনন্দন। ডাবল অভিনন্দন।
মাহমুদুল হাসান ফেরদৌস আপনার এই লেখাটি অসাধারন লাগল আমার কাছে। সুর্য এখনো আসেনি তবে আসবে, তাই আমরা আশায় থাকি।
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১২
রনীল N/A UNION ALL SELECT NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL# সেঁকা শব্দটা নতুন মনে হল... নিজেই নিজের লাশ উপহার দেবার বিষয়টি অভিনব। নাড়াচাড়া না করে নিজেকে মৃত প্রমান করার অংশটুকু অনবদ্য... শব্দ আর ভাবের এমন তোলপাড় করা উপস্থাপনা একমাত্র পণ্ডিত মাহির দ্বারাই সম্ভব...
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১২
ধন্যবাদ বন্ধু...
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১২
মনির মুকুল দেশে জনগণ বাড়ছে প্রতিনিয়ত, মানুষ বাড়ছে ক’জন? সূর্য ওঠে প্রতিদিন, কাঙ্ক্ষিত সূর্যটা উঠবে কবে?
ভালো লাগেনি ২০ ফেব্রুয়ারী, ২০১২
অরুণ শীল অনেক সুন্দর বক্তব্য কবিতা জুড়ে । পরিপক্ক কবির ছাপ ।
ভালো লাগেনি ১৯ ফেব্রুয়ারী, ২০১২
নীলকণ্ঠ অরণি কবিতা অনেক আগে পড়েছি। মন্তব্য করতে পারিনাই... ফেসবুকের ভাষায় লিখতে ইচ্ছা করছে ব্যাপক!!
ভালো লাগেনি ১৯ ফেব্রুয়ারী, ২০১২
মাহ্ফুজা নাহার তুলি অনেক অনেক ভালো লাগলো......বানান ভুল কি করে ঠিক করলেন বলবেন কি?
ভালো লাগেনি ১৯ ফেব্রুয়ারী, ২০১২
বানান ঠিক হয়েছে
ভালো লাগেনি ১৯ ফেব্রুয়ারী, ২০১২
নিরব নিশাচর একটি চমত্কার কবিতা এতদিন পড়া হয়নি.. আমার দৃষ্টিতে এটা তোমার দিত্বীয় সেরা কবিতা... আবৃত্তির জন্য চমত্কার হবে কবিতাটি...
ভালো লাগেনি ১৬ ফেব্রুয়ারী, ২০১২
ধন্যবাদ নিরব দা
ভালো লাগেনি ১৭ ফেব্রুয়ারী, ২০১২

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৬৫ টি

সমন্বিত স্কোর

৫.৫২

বিচারক স্কোরঃ ৩.১ / ৭.০ পাঠক স্কোরঃ ২.৪২ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪