বিনে সুতোর মালা

প্রিয়ার চাহনি (মে ২০১২)

সিয়াম সোহানূর
  • ৪৪
  • ২০৮
মনে কি পরে ওগো সেই ছোট্ট বেলা
সাঁঝের মায়ায় জমিত বরবধূ খেলা !
অজানিতে দু'জনার হল শুভ পরিণয়
গোধূলি বেলায় আমলিতলায় দৃষ্টি বিনিময় !
দু'জনের চার-হাতের পালকি চড়ি
গিয়েছি প্রথম স্বপ্ন-আঁকা শ্বশুর বাড়ি ।
পাট-শোলার তাবুতে মিলন বাসর
সখা-সখি উঁকি দেয় জমে যে আসর ।
পুই-গোটার সিঁদুর দেই সিঁথির মূলে
অতঃপর মধু-চুম্বন উষ্ণ করতলে ।
একদা প্রাতে দেখি ঘুম থেকে জেগে
লজ্জারা ভর করে গভীর অনুরাগে ।
চোখে চোখ পড়ে, দেখি নীলজল নদী
অজানা আবেশে জড়ায় হিয়া, নিরবধি ।
ঢেউ খেলে যায় চোখের তারা
প্রেমেতে বিভোর হই আপনহারা ।
নিশার স্বপন জাগে চোখের মায়ায়
ক্লান্তিটুক মুছে যায় প্রিয়ার ছায়ায় ।
জীবনের স্বপ্নটুকু খেলা করে আঁখির কোণে
হিয়ার মাঝে দিয়ামনি আশার বীজ বুনে ।
চোখের আড়াল হলে পথপানে থাক চেয়ে
সুদূরে চোখ মেলি অশ্রু গড়ায় গণ্ড বেয়ে ।
বিনে সুতোর মালা গাঁথা দু'জনের জীবনে
কেমনে বাঁচিব আমি তোমার বিহনে?
হা ঈশ্বর , মরি যদি খোলা রেখ দু'টি চোখ
মরণের পরেও যেন দেখি প্রিয়ার মুখ ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শেখ একেএম জাকারিয়া মনে কি পড়ে ওগো সেই ছোট্ট বেলা৴সাজের মায়ায় জমিত বরবধূ খেলা। চমৎকার অনুভূতি।
স্বাধীন শেষ লাইনটা এমন হলে ভাল হতো না "মরনের পরও যেন দেখি প্রিয়ার হরিণ কালো চোখ" কবিতা বেশ সুন্দর হয়েছে।
মিলন বনিক ছেলেবেলার কথা মনে পরে গেল..কবিতায় মিল খুঁজে পেলাম বলে বল লাগা জানিয়ে গেলাম...
আহমাদ ইউসুফ চমত্কার ছন্দময় কবিতা. ভালো লাগলো...........
ছালেক আহমদ শায়েস্থা চোখে চোখ পড়ে, দেখি নীলজল নদী অজানা আবেশে জড়ায় হিয়া, নিরবধি । পুরুনো স্মৃতির পাতায় কবি লিখেছেন, ঘুরেছেন ডালে ডালে। ভোট করে গেলাম।
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা সালক আহমেদ শায়েস্তা ভাই। ভাল থাকুন নিরন্তর।
আশিক বিন রহিম sundor tai suvo kamona
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য।
পারভেজ রূপক বাহ সুন্দর।
ধন্যবাদ ও শুভকামনা পারভেজ ভাই।
সূর্য ভালবাসা বেঁচে থাক কবিতার গায়ে। ......................সুন্দর কবিতা
ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর।
বশির আহমেদ হা ঈশ্বর ,মরি যদি খোলা রেখ দুটি চোখ -মরনের পরেও যেন দেখি প্রিয়ার মুখ । কি করুন আকুতি । চমৎকার ।
ধন্যবাদ ও শুভকামনা সতত।
ওবাইদুল হক মনের খোরাক মিটিয়ে দিলে ধন্যবাদ ।
ধন্যবাদ ও শুভকামনা রইলো।

০৩ ফেব্রুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪