সুতো ছেঁড়া পলাতক ঘুড়ি

অলিক (অক্টোবর ২০১৮)

মাইনুল ইসলাম আলিফ
  • ২০
  • ১১৩৮
আলোর খোলসে মোড়ানো যাযাবর সন্ধ্যায়,
চেয়ে দেখি জোছনার আবীর মাখা অগণিত পাখির ডানা।
ক্ষণিকের চৌকাঠে স্বপ্ন শালিক,
প্রজাপতি মেঘডানায় ঝাপটানো সুখের ঢেউ।
কিছু পূর্ণতার নীলে আর কিছু অপূর্ণতার মেঘে ছেয়ে যায় জীবন আকাশ।

জীবনের কবিতায় স্বপ্নের শব্দ বুনট,
ভাসমান শূন্যতায় নিয়তির অদৃশ্য হোঁচট।
তবুও স্বপ্নের পানশালায়, বিমুগ্ধ বিমোহিত তুলট প্রেমের
শরাবে ভিজিয়েছি ঠোঁট ।

সময়ের জমিনে দাঁড়িয়ে খামচে ধরি সভ্যতার পিঠ,
দেয়ালে দেয়ালে এঁকে যাই জাগতিক সুখের ছবি।
পাথর প্রাচীর ঘিরে ঘণ্টাধ্বনি, সাইরেন বাজে থেমে যাওয়া
সময়ের কাঁটায় কাঁটায় ।

হায়! আক্ষেপে আঁধার ,
সময়ের লেনদেনে হেরেছি বারবার।
অগোছালো জীবনের হলে সূর্য ডোবার সময় ,
ভাবতে বসেই চেয়ে দেখি অস্ফুট স্বরে কাঁদে ধূসর হৃদয়।

হায়াতের মৌঘরে নিজেকে খুজে ফিরি
দেখি সুতো ছেঁড়া পলাতক ঘুড়ি।
অন্তিম সময়ের পারদে অসাড় লাগে সব স্বপ্নডানা।
হায়! যদি ঈমানী খুশবো ছড়িয়ে, ভরিয়ে দিতাম সৌরভে
লৌকিকতার পাশ কাটিয়ে খোদার রাহে,
মৃত্যুর কাছে নিজেকে দিতাম সপে গৌরবে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শামীম আহমেদ আপনার লেখার ভাবটা খুব চমৎকার। সহজে বলবো, কবিতাটি অনেক ভালো হয়েছে, শুভ কামনা এবং ভোট রইল
ধন্যবাদ ভাই।ভাল থাকবেন।
এই মেঘ এই রোদ্দুর সুন্দর কবিতা
ধন্যবাদ ।ভাল থাকবেন।
Ahad Adnan সাহসী উচ্চারণ। শুভকামনা।
ধন্যবাদ ভাই।ভাল থাকবেন।
সুমন আফ্রী অসাধারণ লিখেছেন ভাই। শুভকামনা।
ধন্যবাদ ভাই।ভাল থাকবেন।
ব্রজলাট ভাল লাগল।
ধন্যবাদ ভাই।ভাল থাকবেন।
তানভীর আহমেদ শুভেচ্ছা অনেক
ধন্যবাদ তানভীর ভাই।ভাল থাকবেন।
বালোক মুসাফির আপনাদের প্রতিভার দ্বারে কাছেও আমরা নেই। আপনাদের কবিতা পড়ে সত্যিই মুগ্ধ হই। আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখি এবং শিখব। ভালো থাকার শুভ কামনা রইল।
না রে ভাই এত প্রশংসা পাওয়ার যোগ্য আমি নই। আপনিও বেশ ভাল লিখেন ভাই।ধন্যবাদ ভাই কবিতা পড়ার জন্য।
A R Shipon সত্যিই অসাধারণ লেগেছে। শুভ কামনা রইলো।
ধন্যবাদ শিপন ভাই।ভাল থাকবেন।
মোঃ জামশেদুল আলম শুভ কামনা।
ধন্যবাদ জামশেদ ভাই।ভাল থাকবেন।
সৈয়দ আহমেদ হাবিব খুব সুন্দর। পরিপক্ক কবির কারুকাজ।
ধন্যবাদ হাবিব ভাই।ভাল থাকবেন।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

অলিক মানে অবাস্তব, অসাড়, মিথ্যে ।মানুষ স্বপ্ন নিয়েই বাঁচে ।অগণিত অলিক স্বপ্নে তার জীবনটাকে ভরিয়ে তোলে।কিছু পূরণ হয়, কিছু হয় না।জীবন সায়াহ্নে এসে মনে হয়, আসলে সবই অসাড়, মিথ্যে। তখন আক্ষেপ হয়, পারলৌকিক দৃষ্টিকোন থেকে জীবনটাকে আরো সুন্দর করে সাঁজাতে পারতাম।মৃত্যুদূত এসে গেলে এই আক্ষেপ আরো বেড়ে যায়। মানুষের জীবনের এই অগণিত স্বপ্নের অসাড়তাই বিষয়ের সাথে কবিতাটির সামঞ্জস্যতা প্রমাণ করে।

২৪ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৩৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী