আলোর খোলসে মোড়ানো যাযাবর সন্ধ্যায়,
চেয়ে দেখি জোছনার আবীর মাখা অগণিত পাখির ডানা।
ক্ষণিকের চৌকাঠে স্বপ্ন শালিক,
প্রজাপতি মেঘডানায় ঝাপটানো সুখের ঢেউ।
কিছু পূর্ণতার নীলে আর কিছু অপূর্ণতার মেঘে ছেয়ে যায় জীবন আকাশ।
জীবনের কবিতায় স্বপ্নের শব্দ বুনট,
ভাসমান শূন্যতায় নিয়তির অদৃশ্য হোঁচট।
তবুও স্বপ্নের পানশালায়, বিমুগ্ধ বিমোহিত তুলট প্রেমের
শরাবে ভিজিয়েছি ঠোঁট ।
সময়ের জমিনে দাঁড়িয়ে খামচে ধরি সভ্যতার পিঠ,
দেয়ালে দেয়ালে এঁকে যাই জাগতিক সুখের ছবি।
পাথর প্রাচীর ঘিরে ঘণ্টাধ্বনি, সাইরেন বাজে থেমে যাওয়া
সময়ের কাঁটায় কাঁটায় ।
হায়! আক্ষেপে আঁধার ,
সময়ের লেনদেনে হেরেছি বারবার।
অগোছালো জীবনের হলে সূর্য ডোবার সময় ,
ভাবতে বসেই চেয়ে দেখি অস্ফুট স্বরে কাঁদে ধূসর হৃদয়।
হায়াতের মৌঘরে নিজেকে খুজে ফিরি
দেখি সুতো ছেঁড়া পলাতক ঘুড়ি।
অন্তিম সময়ের পারদে অসাড় লাগে সব স্বপ্নডানা।
হায়! যদি ঈমানী খুশবো ছড়িয়ে, ভরিয়ে দিতাম সৌরভে
লৌকিকতার পাশ কাটিয়ে খোদার রাহে,
মৃত্যুর কাছে নিজেকে দিতাম সপে গৌরবে!
advertisement